BD News Kushtia

BD News Kushtia সকল আপডেট খবর পেতে এই পেইজে লাইক দিয়ে ?

কুষ্টিয়া জেলা পুলিশ সুপার ও বিএনপি নেতাদের দৃষ্টি আকর্ষণঃ-কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সভাপতি সাবেক...
02/05/2025

কুষ্টিয়া জেলা পুলিশ সুপার ও বিএনপি নেতাদের দৃষ্টি আকর্ষণঃ-
কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সভাপতি সাবেক ডেপুটি এ্যাটেনি জেনারেল আওয়ামী লীগ সরকারের দোসর এড. বি এম আব্দুল রফেল ঢাকা শ্যামলী মাঠের কর্নার অফিসে বসে আওয়ামীলীগের হয়ে কুষ্টিয়া কে অশান্ত ও মিছিল করার জন্য হানিফ সাহেবের পক্ষ থেকে একাধিকবার মিটিং করেছে রোজার ভিতর একটি ইফতার পার্টি করেছে,এই অফিসে প্রায় প্রতিদিন কুষ্টিয়া রাজনীতি নিয়ে হানিফের পক্ষ থেকে অনেকে ষড়যন্ত্র করে, রফেল এর কাছে হানিফ সাহেব প্রতিমাসে ২ লক্ষ টাকা দেয় দলীয় নেতা কর্মীদের কে দিয়ে কুষ্টিয়া অশান্ত করার জন্য আশপাশের সিসি ক্যামেরা ফুটেজ দেখলে বুঝতে পারবেন, যারা প্রায় প্রতিদিন অংশগ্রহণ করেন, ১/ কুষ্টিয়া সদর উপজেলা আওয়ামী লীগের সেক্রেটারি রেজাউল ২/ হানিফ সাহেবের পিএস হিরন ৩/জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি আইলচারা সুমন, ৪/১৪ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি লায়ন আরিফ ৫/ শহর আওয়ামী লীগের ত্রাণ বিষয় সম্পাদক এনাম হান্নান বিশ্বাস ৭/ স্বেচ্ছাসেবক লীগ নেতা থানাপাড়ার কানা রাসেল ৮/শহর যুবলীগের আহবায়ক মাদক ব্যবসায়ী সজীব ৯/সদর উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মুকুল (৫ তারিখে পরে জাকির সরকারের ভাই পরিচয় দিয়ে চলে) ১০/ সদর থানা আওয়ামী লীগের যুগ্ন- সম্পাদক বিকাশ ১১/যুবলীগ নেতা মমিজের ভাই হাফিজ ১২/ থানাপাড়া নাহিদ ১৩/ইমন ১৪/ জয়নাল ১৫/ আমলা পাড়া বাবুল সহ অনেকে

লায়ন আরিফ বিষয়টি নিশ্চিত করেছেন ধন্যবাদ লায়ন আরিফ কে আরিফ এর চাচা তো শরীফুল কে আগে থেকে তথ্য দেয়ার জন্য।

কুষ্টিয়া সদর সাব রেজিস্ট্রার মোঃ রাসেল মল্লিকের বিরুদ্ধে ঘুষের অভিযোগ উঠেছে।বিষয়টি বিবেচনা করে কঠিন শাস্তি দাবী করছি।
22/04/2025

কুষ্টিয়া সদর সাব রেজিস্ট্রার মোঃ রাসেল মল্লিকের বিরুদ্ধে ঘুষের অভিযোগ উঠেছে।
বিষয়টি বিবেচনা করে কঠিন শাস্তি দাবী করছি।

কুষ্টিয়া ডিসি কোট চত্তর থেকে এবতেদ্বায়ী মাদ্রাসার শিক্ষকদের জাতীয়করণের দাবিতে মানববন্ধন ২০২৫সম্পন্ন লাইভ দেখতে কমেন্টে ল...
20/04/2025

কুষ্টিয়া ডিসি কোট চত্তর থেকে এবতেদ্বায়ী মাদ্রাসার শিক্ষকদের জাতীয়করণের দাবিতে মানববন্ধন ২০২৫
সম্পন্ন লাইভ দেখতে কমেন্টে লিংক দেওয়া আছে,দেখুন

30/03/2025

BD News Kushtia, ২৮ মার্চ ২০২৫।। “পথ যেন হয় শান্তির মৃত্যুর জন্য নয়” এই শ্লোগানকে সামনে রেখে বেপরোয়া যান নিয়ন্ত্রণ ও নিরাপদ সড়ক যান নিশ্চিতকরণ এবং সড়ক দূর্ঘটনা রোধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের দাবীতে কুষ্টিয়ায় মানববন্ধন অনুষ্ঠিত
জাতীয় মানবাধিকার পরিষদ কুষ্টিয়া জেলা শাখার নেতৃবৃন্দ ১২ দফা দাবি বাস্তবায়নের জোর দাবী জানান,কেন্দ্রীয় সভাপতি আ স ম মোস্তফা কামাল,সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন কৃষক দলের কেন্দ্রীয় কমিটি ও বিএনপির নেতা গোলাম কবির

12/03/2025

ওসিকে এখানে আসতে বলেন। আমি ইউনিয়ন ছাত্রদলের প্রেসিডেন্ট।😐ক্ষমতা না পেতেই এতো দাপট এদের দবপটকে আপনি কেমন দেখছেন,জানাবেন।

06/03/2025

শহীদ আবরার ফাহাদ স্টেডিয়াম উদ্বোধন করলেন উপদেষ্টা আসিফ

02/03/2025

জাতীয়বাদী দল বিএনপি'র এবার গোপন তথ্য ফাঁস করলেন সেনাবাহিনী যারা অন্ধ ভক্তে তাদের পিছনে ছুটছেন ভিডিওটি একবার হলেও দেখবেন।

10/02/2025

‎🔴🔴লাইভ চলছে 🔴🔴LIVE🔴
কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল খোলার দাবীতে অবরোধ

হানিফ এর চাচাতো ভাই আতার পোষ্যপুত্র এস আই মোস্তাফিজ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে কুষ্টিয়ায় ছাত্রসহ বেশ কয়েকজন সাধারণ ম...
23/01/2025

হানিফ এর চাচাতো ভাই আতার পোষ্যপুত্র এস আই মোস্তাফিজ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে কুষ্টিয়ায় ছাত্রসহ বেশ কয়েকজন সাধারণ মানুষকে গুলি করে হত্যা করে। এতোগুলো মানুষ হত্যা করার পরেও রাঙ্গামাটি কোর্টের সিএসআই হিসেবে বহাল তবিয়তে কর্মরত আছেন। এসআই মোস্তাফিজ কে দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনা হোক।

কুষ্টিয়ায় আজকে বৃষ্টিতে ভিজে ছাত্র জনতার আন্দোলন চলছে
03/08/2024

কুষ্টিয়ায় আজকে বৃষ্টিতে ভিজে ছাত্র জনতার আন্দোলন চলছে

কুষ্টিয়া সদর বটতৈল বাইপাস সড়ক ছোট ১ম ব্রিজে আনুমানিক সকাল ৭ ঘটিকায় মারাত্মক এক্সিডেন্টে মোটরসাইকেল ও প্রাইভেট গাড়ীর মুখো...
19/06/2024

কুষ্টিয়া সদর বটতৈল বাইপাস সড়ক ছোট ১ম ব্রিজে আনুমানিক সকাল ৭ ঘটিকায় মারাত্মক এক্সিডেন্টে মোটরসাইকেল ও প্রাইভেট গাড়ীর মুখোমুখি সংঘর্ষ আবার পিছন থেকে ট্রাক ধাক্কায় প্রাইভেট গাড়ী ঘটনায় মোটর সাইকেলের ১ জনের মৃত্যু।

09/06/2024

জগতি পোড়াদহ স্টেশনের এর মাঝামাঝি দোস্তপাড়ায় ব্রীজের কাছে ট্রেনে কেটে কাইয়েম নামে একজনের মৃত্যু ! সে দোস্তপাড়া গ্রামের বাসিন্দা।

Address

Khustia

Alerts

Be the first to know and let us send you an email when BD News Kushtia posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to BD News Kushtia:

Share