Kushtia Tv কুষ্টিয়া টিভি

Kushtia Tv কুষ্টিয়া টিভি আপনার চারপাশের ঘটনা জানতে ও জানাতে আমাদের সাথেই থাকুন।

20/07/2025

একটা সঠিক তদন্ত হওয়া দরকার....
অনেক পরিবার শেষ এই রবিজুল প্রতারকের ফাঁদে। এনাদের কাছ থেকেই হাতিয়ে নিয়েছে ৩৬ লাখ টাকা।

20/07/2025

কুষ্টিয়ার ভেড়ামারায় ব্র্যাক ব্যাংকের এজেন্ট ব্যাংকে হামলা চালিয়ে ১৫ লক্ষ টাকা লুট!

20/07/2025

এত গুলো পরিবার আজ পথের ফকির, এদের মধ্যে কয়েকজনের সন্তান এখনো লিবিয়াতে মাফিয়াদের হাতে আটক রয়েছে। যার অন্যতম হোতা এই রবিজুল প্রতারক। ইবি থানা পুলিশের হাতে গ্রেফতারের পর রবিজুলের বিরুদ্ধে সবাই সুষ্ঠু বিচারের দাবিতে ইবি থানা গেটে অবস্থান নেয়।

20/07/2025

আগামীকাল থেকে থানায় না এসেও সকল ধরনের জিডি অনলাইনে করা যাবেঃ আইজিপি!

20/07/2025

ইবির হাসান বাগে বিএনপির দুই গ্রুপের মুখোমুখি অবস্থান, যেকোনো সময় হতে পারে সং ঘ র্ষ!

20/07/2025

১৪ টা বিয়ে করা (বর্তমানে ৮ টি আছে) কুষ্টিয়ার রবিজুল আন্তর্জাতিক মা*ফিয়া চক্রের এজেন্ট। সে প্রলো*ভন দেখিয়ে কুষ্টিয়ার যুবক তানজিরকে লিবিয়ায় পাঠান এবং মান'বপা'চার চক্রের কাছে বিক্রি করে দেন। এরপর দীর্ঘ নয় মাস ধরে ট*র্চার সেলে ব*ন্দী রেখে মার*পিট সহ অমান*বিক নির্যা*তন করা হতো। বেঁ*ধে রাখতো, তিনবেলা লোহার রড ও লাঠি দিয়ে বেধ*ড়ক পেটা*নো হতো, খেতে দেয়া হতো না। বিব*স্ত্র করে বেধড়ক মা*রপি*টের ভিডিও পরিবারকে পাঠিয়ে মুক্তিপণ দাবি করা হতো।

বিস্তারিত কমেন্টে.....

লিবিয়ায় আটক ও নির্যাতন করে বিভিন্ন পন্থায় টাকা আদায়কারী মাফিয়া চক্রের অন্যতম সদস্য ১৪ স্ত্রীর কর্ণধার (বর্তমানে ৮ স্...
20/07/2025

লিবিয়ায় আটক ও নির্যাতন করে বিভিন্ন পন্থায় টাকা আদায়কারী মাফিয়া চক্রের অন্যতম সদস্য ১৪ স্ত্রীর কর্ণধার (বর্তমানে ৮ স্ত্রী আছে) রবিজুল ইসলাম পাটিকাবাড়ি থেকে ইবি থানা পুলিশের হাতে গ্রেফতার। তার বিরুদ্ধে ইতিপূর্বেও বিস্তর অভিযোগ থাকায় কাল দুপুর ১২ টায় প্রেস বিজ্ঞপ্তি দেবে ইবি থানার অফিসার ইনচার্জ মোঃ মেহেদী হাসান।

20/07/2025

লিবিয়ায় মানব পাচারকারী চক্রের অন্যতম হোতা ১৪ স্ত্রীর কর্ণধার (বর্তমানে ৮ স্ত্রী আছে) রবিজুল ইবি থানা পুলিশের হাতে গ্রেফতার!

বিস্তারিত আসছে....

বিস্তারিত কমেন্টে......
19/07/2025

বিস্তারিত কমেন্টে......

19/07/2025

সাজিদের রহস্যজনক মৃ ত্যুতে, উত্তাল ইসলামী বিশ্ববিদ্যালয়!

ইবি বিত্তিপাড়ায় প্রশাসন পরিচয়ে ইজিবাইক ছিনতাইকুষ্টিয়া সদর উপজেলার ইবি,র বিত্তিপাড়া বাজার থেকে আমির ইসলাম(৬০) এর কাছ থে...
18/07/2025

ইবি বিত্তিপাড়ায় প্রশাসন পরিচয়ে ইজিবাইক ছিনতাই

কুষ্টিয়া সদর উপজেলার ইবি,র বিত্তিপাড়া বাজার থেকে আমির ইসলাম(৬০) এর কাছ থেকে শান্তিডাঙ্গা যাওয়ার কথা বলে ১২০ টাকায় একজন প্যান্ট শার্ট পরিহিত যুবক ইজিবাইক ভাড়া করেন,শান্তিডাঙ্গা এলাকার মধ্যে গেলে একজন অচেনা ব্যাক্তি দৌড়ে এসে ইজিবাইকে হাত মেরে ইজিবাইক ভাড়া করা ব্যাক্তির পা জড়িয়ে ধরেন...

এবং বলেন স্যার আমাকে বাচান,আমি ইবি,র ক্যাম্পাস গেটে গাড়ি এ্যাক্সসিডেন্ট করেছি,আমার গাড়ির গ্লাস ভেঙ্গে দিয়েছে,একজন মেয়ে না বাচার মত।ইজিবাইক ভাড়া করা ব্যাক্তি বলেন সমস্যা নেই আমি দেখছি।আপনে আমার সামনে হাটেন,আমি আপনার পিছে আসছি,এর পরে ইজিবাইক ভাড়া করা ব্যাক্তি ইজিবাইক চালককে বলেন চাচা আমি আইনের লোক, গাড়ি থামিয়ে দেখেন তো ওই ড্রাইভার কোন দিকে গেলো,ওই সালা মানুষ মেরে পালাতে পারে,ইজিবাইক চালক তাকে গলির মধ্যে দেখতে গেলে,ইজিবাইক না পেয়ে রাস্তার উপরে এসে দেখেন তার ইজিবাইক নাই।
এর পর তিনি অনেক খোজা,খুজি করে তার ইজিবাইক পাওয়া যায় নি।এর পরে বিত্তিপাড়া বাজারে এসে সিসি ক্যামেরা চেক করে তিন জন ব্যাক্তিকে মটরসাইকেল যোগে এসে নামতে দেখা যায়,এবং আমিরের ইজিবাইক ভাড়া করতে দেখা যায়।

চিহ্নিত তিনজনের বিষয়ে খোজ,খবর নেওয়া হচ্ছে।

18/07/2025

১ বা ২ সাবজেক্টে ফেল করলেও কলেজে ভর্তির সুযোগসহ চার দফা দাবিতে এসএসসি পরীক্ষায় ফেল করা শিক্ষার্থীদের বি'ক্ষো'ভ!

Address

Khustia

Alerts

Be the first to know and let us send you an email when Kushtia Tv কুষ্টিয়া টিভি posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Kushtia Tv কুষ্টিয়া টিভি:

Share