আপডেট কুষ্টিয়া

আপডেট কুষ্টিয়া সংবাদপত্র / Newspaper
(3)

বদরুদ্দোজা গামা'র আজ মৃত্যুবার্ষিকীআপডেট কুষ্টিয়া, ২৯জুলাই, ২০২৫।। কুষ্টিয়াবাসীর অত্যন্ত প্রিয় মানুষ ছিলেন  সাবেক এমপি ও...
29/07/2025

বদরুদ্দোজা গামা'র আজ মৃত্যুবার্ষিকী

আপডেট কুষ্টিয়া, ২৯জুলাই, ২০২৫।। কুষ্টিয়াবাসীর অত্যন্ত প্রিয় মানুষ ছিলেন সাবেক এমপি ও পৌরসভার চেয়ারম্যান বদরুদ্দোজা গামা। আজ তাঁর মৃত্যুবার্ষিকী। ২০১৭ সালের এই দিনে ঢাকায় তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যু এর আগে পর্যন্ত তিনি নানা সামাজিক সংগঠন এর সাথে জড়িত ছিলেন। তিনি ছিলেন দলের ঊর্ধ্বে। তার সমাজ কর্ম গুলো আল্লাহ কবুল করুন। আমিন।

28/07/2025

কুষ্টিয়ার সাবেক এসপি সেই তানভীর আরাফাতকে দৌলতপুর থানার একটি মামলায় আবারো গ্রে*ফ*তার।

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার হোগলবাড়িয়া ইউনিয়নের জয়রামপুর এলাকায় মসজিদের ইমামের চোখ উপড়ে নেওয়ার ঘটনায় প্রধান আসামি  রহিদুল...
28/07/2025

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার হোগলবাড়িয়া ইউনিয়নের জয়রামপুর এলাকায় মসজিদের ইমামের চোখ উপড়ে নেওয়ার ঘটনায় প্রধান আসামি রহিদুল (৪০) কে গ্রেপ্তার করেছে দৌলতপুর থানা পুলিশ।
গত রাত তিনটার সময় কুমারখালী উপজেলায় দৌলতপুর থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে একটি বাড়িতে অভিযান পরিচালনা করে রহিদুলকে গ্রেফতার করে পুলিশ। রহিদুল জয়রামপুর এলাকার রেজাউল হকের ছেলে।

হত্যা মামলায় কুষ্টিয়ার সাবেক এসপি তানভীর আরাফাতকে আবারও গ্রে'ফতার আপডেট কুষ্টিয়া, ২৮ জুলাই ২০২৫।। কুষ্টিয়ার দৌলতপুরের বি...
28/07/2025

হত্যা মামলায় কুষ্টিয়ার সাবেক এসপি তানভীর আরাফাতকে আবারও গ্রে'ফতার

আপডেট কুষ্টিয়া, ২৮ জুলাই ২০২৫।। কুষ্টিয়ার দৌলতপুরের বিএনপি কর্মী কুদরত আলীকে গু'লি করে হত্যা মামলার আসামি কুষ্টিয়ার সাবেক পুলিশ সুপার এস এম তানভীর আরাফাতকে আবারো গ্রেপ্তার দেখানো হয়েছে।

আজ সোমবার (২৮ জুলাই) দুপুর ১টা ৪১ মিনিটে কড়া নিরাপত্তায় কারাগার থেকে কুষ্টিয়া আদালতে আনা হয়। এরপর দৌলতপুর আমলি আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোস্তফা পারভেজের আদালতে হাজিরা করা হয়। এরপর তাকে গ্রেপ্তার দেখানো হয়। পরে একটা ৫১ মিনিটে আদালত থেকে কারাগারে পাঠানো হয়।

এর আগে গত ২৬ ডিসেম্বর বিএনপির আরেক কর্মী সুজন মালিথাকে গুলি করে হত্যা মামলার প্রধান আসামি এই পুলিশ কর্মকর্তাকে গ্রেপ্তার করা হয়। এরপর থেকে তিনি কুষ্টিয়া কারাগারে ছিলেন।

উপ-পুলিশ কমিশনার তানভীর আরাফাত সিলেট রেঞ্জ ডিআইজি অফিসে সংযুক্ত ছিলেন। তার গ্রামের বাড়ি খুলনার খালিশপুর উপজেলায়। কুষ্টিয়ায় চাকরিকালে বিতর্কিত ছিলেন পুলিশ কর্মকর্তা এসএম তানভীর আরাফাত। কুষ্টিয়া জেলায় আসার পর থেকেই নানা কর্মকাণ্ডে সমালোচনার মুখে পড়েন তিনি। এমনকি এসব কাণ্ডে তাকে আদালতের কাঠগড়ায় দাঁড়াতে হয়। ভুগতে হয় বিভাগীয় শাস্তিও।

নিহত বিএনপি কর্মী কুদরত আলীর ছেলে বাদী হয়ে ২০২৪ সালের ২ অক্টোবর দৌলতপুর থানায় মামলা দায়ের করেন।

মামলার এজাহারে বাদী উল্লেখ করেছেন যে, আমার বাবা কুদরত আলী বিএনপির একজন সক্রিয় সমর্থক ছিলেন। বিএনপির প্রতিষ্ঠালগ্ন থেকেই আমিসহ আমার বাবা ও পরিবার বিএনপি করে আসছি। বিএনপির সব কর্মসূচিতে আমার বাবা সক্রিয়ভাবে অংশগ্রহণ করে। এলাকায় তার ব্যাপক জনপ্রিয়তা থাকার কারণে এলাকার সভা সমাবেশে ও কর্মসূচিতে আমার বাবা কুদরত আলী ব্যাপক লোক সমাগম করতে পারতেন।
এ কারণে আওয়ামী লীগের সন্ত্রাসীরা ও কিছু সুবিধাভোগী পুলিশ আমার বাবাকে মিথ্যা মামলায় আটক ও হত্যা করার পরিকল্পনা করে। যাতে বিএনপির কর্মসূচিতে অংশগ্রহণ করতে না পারে। এই ষড়যন্ত্রের পরিপ্রেক্ষিতে আসামি (১) ওসি তদন্ত নিশিকান্ত সরকার, (২) এসআই রোকনুজ্জামান, (৩) এসআই মেহেদী হাসান, (৪) এসআই শাহজাহান, (৫) এএস আই আনিচুর রহমান, (৬) কুষ্টিয়া জেলার সাবেক পুলিশ সুপার এস এম তানভীর আহমেদসহ অনান্য পুলিশেরা আমার বাবাকে হত্যা করার পরিকল্পনা করে।

পরিকল্পনা অনুযায়ী ২০২০ সালের ২৩ জুলাই রাত ২টার দিকে আমাদের আমার নিজ বাড়ি মুন্সিগঞ্জে উল্লেখিত আসামিরাসহ অজ্ঞাত ১০/১২ জন পুলিশ আসে এবং আমার বাবা কুদরত আলীকে বাড়ি থেকে অপহরণ করে নিয়ে যায়। পরবর্তীতে ২৩ জুলাই হতে ২৫ জুলাই পর্যন্ত আমিসহ আমার আত্মীয়স্বজন ও বিএনপি দলের লোকজন আমার বাবা কুদরতের সন্ধান করতে থাকি। থানায় গিয়ে আসামি নিশিকান্ত সরকার ওসি তদন্তকে জিজ্ঞাসা করি আমার বাবা কোথায়? বলে আমরা কিছু বলতে পারব না।

২৫ জুলাই ভোর বেলায় শুনতে পাই আমার বাবাকে গুম করে হত্যা করা হয়েছে। বাবার মরদেহ থানায় রাখা হয়েছে। এই সংবাদ পেয়ে প্রথমে আমরা থানায় যাই এবং সেখানে গিয়ে জানতে পারি মরদেহ কুষ্টিয়া হাসপাতালে পাঠিয়েছে। হাসপাতালে গিয়ে আমার বাবা কুদরত আলীর মরদেহ দেখতে পাই। বাবার বুকের ডান দিকে ও বাম দিকে দু'টি গুলির চিহ্ন, দুই হাতে, পিঠে, মুখে ও পায়ে আঘাতের চিহ্ন রয়েছে।

আমার বাড়ি থেকে বাবাকে অপহরণ করে গুম করে নির্যাতন করে ও গুলি করে আসামিরা হত্যা করে মরদেহ হাসপাতালের মর্গে রেখে চলে যায়। লাশ দাফনের পর ২৬ জুলাই আসামিদের বিরুদ্ধে মামলা করতে গেলে ওসি তদন্ত নিশিকান্ত সরকার বলে যে মামলা করলে তোরও একই পরিণাম হবে। আওয়ামী লীগ ক্ষমতায় থাকার কারণে এবং পুলিশ সুপার এসএম তানভীর আরাফাত কুষ্টিয়া কিলার তানভীর উপাধি পাওয়ায় তার ভয়ে কেউ কিছু বলতে পারিনি। ফলে আমি ও আমার পরিবারের পক্ষ থেকে কেউ কোনো মামলা করতে পারেনি। ৫ আগস্ট শেখ হাসিনা দেশ থেকে পালানোর পর পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় অত্র অভিযোগ দায়ের করিলাম।

এ বিষয়প দৌলতপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোলাইমান শেখ বলেন, দৌলতপুর থানার একটি মামলায় তাকে গ্রেপ্তারের আবেদন করা হয়েছিল আদালতে। আবেদনের পরিপ্রেক্ষিতে তাকে গ্রেপ্তারের আবেদন মঞ্জুর করেছেন আদালত।

প্রসঙ্গত, এছাড়া ২০১৯ সালের ১৩ সেপ্টেম্বর বিএনপির কর্মী সুজন মালিথাকে গুলি করে হত্যার অভিযোগে কুষ্টিয়া সাবেক এসপি তানভীর আরাফাতের বিরুদ্ধে মামলা করা হয়। গত ২৯ সেপ্টেম্বর নিহত সুজনের রাজনৈতিক বড় ভাই সুজন হোসেন (৪২) বাদী হয়ে কুষ্টিয়া মডেল থানায় মামলাটি করেন। মামলায় মোট ১৫ জনের নাম উল্লেখ করা হয়েছে। মামলায় অজ্ঞাত আসামি করা হয়েছে আরও ১০-১২ জনকে। নিহত সুজন মালিথা কুষ্টিয়া সদর উপজেলার টাকিমারা গ্রামের ইসমাইল মালিথার ছেলে। মামলার বাদী সুজন হোসেন কুষ্টিয়া শহরের মিললাইন এলাকার লালন শাহ সড়কের আব্দুর রাজ্জাকের ছেলে।

কুষ্টিয়ার সাবেক এসপি তানভীর আরাফাতকে দৌলতপুর থানার একটি মামলায় আবারো গ্রে*ফ*তার।
28/07/2025

কুষ্টিয়ার সাবেক এসপি তানভীর আরাফাতকে দৌলতপুর থানার একটি মামলায় আবারো গ্রে*ফ*তার।

28/07/2025

ভুক্তভোগীদের মতামত চাই....

ডিসি, এসপি, এমপি, মেয়র ও রাজনীতিবিদরা অসুস্থ হলে কুষ্টিয়া সদর হাসপাতালের ওয়ার্ডে নিয়ে চিকিৎসা-সেবার বিধান রাখলে চিকিৎসার মান ঠিক হতে পারে।

27/07/2025

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটি ব্যতীত সকল কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।
---------সার্জিস আলম।

অজানা কর্তৃপক্ষ.........! কুষ্টিয়া সদর হাসপাতালের দুটি পুকুর প্রায় ১ যুগ বিনা ইজারায় চলছে লুটেপুটে,মাছ শিকারের আয়োজন !...
27/07/2025

অজানা কর্তৃপক্ষ.........!
কুষ্টিয়া সদর হাসপাতালের দুটি পুকুর প্রায় ১ যুগ বিনা ইজারায় চলছে লুটেপুটে,মাছ শিকারের আয়োজন !

আপডেট কুষ্টিয়া, ১৬ জুলাই ২০২৫।। কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের অন্তর্ভুক্ত দুটি পুকুরে দীর্ঘ প্রায় এক যুগ ধরে চলে আসছে। ৫ আগষ্টের প র বিনা ইজারায় চলছে মাছ চাষ ও টিকিট বিক্রির মাধ্যমে বাণিজ্যিক মাছ শিকারের আয়োজন। অথচ হাসপাতাল কর্তৃপক্ষ কিংবা জেলা প্রশাসনের কেউই জানেন না, কারা এই সরকারি সম্পত্তি ব্যবহার করছে, কারা আয় করছে হাজার হাজার টাকা, আর কারা বিক্রি করছে হাজার টাকার টিকিট! এ নিয়ে সচেতন মহলে সমালোচনার ঝড়।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ও স্থানীয় এলাকায় ছড়িয়ে পড়েছে মাছ ধরার এক পোস্টার। তাতে দেখা যায়, কুষ্টিয়া সদর হাসপাতালের পেছনের বড় পুকুরে ‘বিশাল মাছ শিকারের আয়োজন ২০২৫’ শিরোনামে ঘোষিত হয়েছে এক টুর্নামেন্ট। টিকিট মূল্য ধরা হয়েছে ৩০ হাজার টাকা। টুর্নামেন্টের সময় নির্ধারণ করা হয়েছে ‘ডে নাইট ২৪ ঘণ্টা’। অথচ হাসপাতাল কর্তৃপক্ষ কিছুই জানেন না !

এ বিষয়ে কুষ্টিয়া সদর হাসপাতালের তত্ত্বাবধায়কের সঙ্গে কথা হলে তিনি জানান,
“পুকুরটি ২০১৯ সালের ১৩ থেকে যে ভাবে চলে আসছে, এখনো সেভাবেই চলছে। মাছ চাষ বা শিকারের বিষয়টি আমাদের তত্ত্বাবধানে নয়।” প্রশাসনও ‘অবগত নয়’!
সূত্র জানায়, ২০১৯ সালের ১৩ এপ্রিল হাসপাতালের পুকুর দুটির ইজারার মেয়াদ শেষ হলেও নতুন করে আর ইজারা দেয়া হয়নি!

কুষ্টিয়া জেলা প্রশাসকের কাছে জানতে চাইলে তিনি জানান,“এই বিষয়ে আমি কিছু জানি না। বিষয়টি হাসপাতাল কর্তৃপক্ষ বলতে পারবে।”
প্রশ্ন উঠেছে একাধিক বিষয়ে: হাসপাতালের রাজস্ব খাতে কোনো টাকা কি জমা পড়ে এই আয়ের? সরকারি সম্পদ দীর্ঘ সময় ধরে ব্যক্তি বা গোষ্ঠী কীভাবে ব্যবহার করছে? মাছ শিকারের জন্য ৩০ হাজার টাকা মূল্যের টিকিট বিক্রির বৈধতা কী? এই আয়ের সুবিধাভোগীই কে বা কারা ? আবার জবরদখল নিয়ে স্থানীয় দুটি গ্রুপের মধ্যে চাপা উত্তেজনা চলছে। এতে যে কোন মুহুর্তে রক্তক্ষয়ী সংঘর্ষরে আশঙ্কা রয়েছে।

স্থানীয় সচেতন মহলের অভিযোগ, সরকারি হাসপাতালের সম্পদকে দীর্ঘদিন ধরে একটি প্রভাবশালী চক্র নিজেদের মতো করে ব্যবহার করছে। ৫ আগষ্ট এর পর প্রভাবশালী ওই চক্রের সাথে যুক্তি হয়েছে কিছু নতুন মুখ। তারা কোনো অনুমতি ছাড়াই মাছ চাষ ও মাছ ধরার প্রতিযোগিতা চালিয়ে যাচ্ছে। অথচ জেলা প্রশাসন ও হাসপাতাল কর্তৃপক্ষ বিষয়টি সম্পর্কে ‘অবগত নয়’ বলেই দায় এড়িয়ে যাচ্ছেন।

জনস্বার্থে দ্রুত তদন্ত করে প্রকৃত দোষীদের চিহ্নিত করা এবং সরকারি সম্পদের যথাযথ ব্যবহার নিশ্চিত করার দাবি জানিয়েছেন সচেতন নাগরিক সমাজ।

কুষ্টিয়ার মিরপুর উপজেলার ছাতিয়ান  ইউনিয়নের আটিগ্রামে তিনজন ভ্যান চো'র আ,টক !
27/07/2025

কুষ্টিয়ার মিরপুর উপজেলার ছাতিয়ান ইউনিয়নের আটিগ্রামে তিনজন ভ্যান চো'র আ,টক !

26/07/2025

কুষ্টিয়ার খাজানগরের আওয়ামীলীগের পাতি নেতা আকবর ঘটকের সমন্বয়কদের কু'ৎসিত ভাষায় গালি'গা'লাজ ! এলাকায় চাপা উত্তেজনা।

দেড় মাস দাম্পত্য জীবনের পর জানা গেল ওই নববধূ পুরুষ  !! দেড় মাস দাম্পত্য জীবনের পর জানা গেল নববধূ পুরুষ! মাহমুদুল হাসান শ...
26/07/2025

দেড় মাস দাম্পত্য জীবনের পর জানা গেল ওই নববধূ পুরুষ !!

দেড় মাস দাম্পত্য জীবনের পর জানা গেল নববধূ পুরুষ! মাহমুদুল হাসান শান্ত রাজবাড়ীর গোয়ালন্দের
ছোট ভাকলা ইউনিয়নের হাউলি কেউটিল গ্রামের মো. বাদল খানের ছেলে। সে যাকে বিয়ে করেছিলেন, সেই নববধূ সামিয়া আসলে একজন পুরুষ। গত শুক্রবার (২৫ জুলাই) সন্ধ্যায় এ তথ্য প্রকাশ্যে আসতেই এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, কথিত সামিয়ার প্রকৃত নাম মো. শাহিনুর রহমান। তিনি চট্টগ্রামের আমতলা ঈদগাহ বৌবাজার এলাকার আবুল কাশেমের ছেলে। দীর্ঘদিন ফেসবুকে ‘সামিয়া’ নামে একটি নারীর ছদ্মবেশে পরিচিতি গড়ে তোলেন শাহিনুর। পরবর্তীতে গত ৭ জুন তিনি শান্তর বাড়িতে চলে আসেন। পরিবারের সম্মতিতে, স্থানীয়দের উপস্থিতিতে এবং মৌলভি ডেকে শান্ত ও সামিয়ার বিয়ে সম্পন্ন হয়।

এরপর থেকে নববধূ হিসেবে শান্তর পরিবারের সঙ্গে ছিলেন সামিয়া। দেড় মাসেও কেউ বুঝতে পারেননি যে তিনি আসলে একজন পুরুষ। তবে সম্প্রতি তার কিছু আচরণ দেখে পরিবার ও শান্তর মনে সন্দেহ তৈরি হয়। শুক্রবার বিকেলে নিশ্চিত হওয়া যায় যে, সামিয়া প্রকৃতপক্ষে পুরুষ। খবর ছড়িয়ে পড়তেই এলাকায় হৈচৈ শুরু হয় এবং ঘটনাটি দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যায়।

শান্ত সাংবাদিকদের জানান, “ফেসবুকের মাধ্যমে সামিয়ার সঙ্গে আমার পরিচয় হয় এবং প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরে সে হঠাৎ আমাদের বাড়িতে চলে আসে। পরিবারের সিদ্ধান্তে বিয়ে দেওয়া হয়। সামিয়ার জাতীয় পরিচয়পত্র না থাকায় কাবিননামা রেজিস্ট্রি করা হয়নি। বিয়ের পর থেকেই তার আচরণ রহস্যজনক ছিল। কাছে যেতে চাইলে বলত, ‘আমি অসুস্থ, ডাক্তার নিষেধ করেছে।’”

শান্তর মা মোছা. সোহাগী বেগম বলেন, “একজন পুরুষ মানুষ আমাদের পরিবারে বউ হয়ে ছিল, অথচ আমরা কিছুই বুঝতে পারিনি। অভিনয় করে আমাদের মন জয় করে নিয়েছিল।”

ঘটনা প্রকাশ পাওয়ার পর শনিবার সকালে পরিবারের পক্ষ থেকে শাহিনুরকে তার বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়।

এ বিষয়ে শাহিনুর রহমান ওরফে সামিয়া ফোনে বলেন, “শান্তর সঙ্গে যা করেছি, সেটা আমার অন্যায়। আমার হরমোনজনিত সমস্যা আছে। তাই নিজেকে মেয়ে ভাবতেই ভালো লাগে।
(সূত্র জনকণ্ঠ)

26/07/2025

কুষ্টিয়ায় দুপুরে আ'লীগ নেতাকে ধর'তে গিয়ে নেতার বউ-ছেলেত বঁ"টির আ'ঘা'তে আহত হয়ে ডিবি পুলিশের এসআই হাসপাতালে৷ !
আটক-২

Address

Khustia

Alerts

Be the first to know and let us send you an email when আপডেট কুষ্টিয়া posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to আপডেট কুষ্টিয়া:

Share