02/09/2025
প্রিয় মার্কা নিয়ে কিছু কথা....🥰
ঐতিহ্যর সুগন্ধিমাখা বাংলার বাহন রিকশা। শহর থেকে গ্রাম; গ্রাম থেকে গ্রামান্তর। কোটি মানুষের শৈশব থেকে যৌবন; যৌবন হয়ে বৃদ্ধ হওয়া; সবসময় সাথে ছিলো রিকশা। খুব সম্প্রতি ঘটে যাওয়া ২৪ এর বিপ্লবেও বিপ্লবীদের জুরুরি চিকিৎসায় ফ্যাসিস্ট এর রক্তচক্ষু উপেক্ষা করে জাতীয় এম্বুল্যান্স হয়ে উঠেছিলো রিকশা। জনগণের রিকশা।
আমরাও মার্কা হিসেবে নিয়ে এসেছি এদেশের মাটি ও মানুষের সাথে মিলে মিশে একাকার হয়ে যাওয়া বাহন রিকশা। আর প্রার্থী হিসেবে আসছে দেশপ্রেমিক আল্লাহভীরু, নীতি ও আদর্শবান, সাহসী, দ্বীনদার ব্যক্তিরা। দূর্নীতিরোধ, নিরাপত্তা, কল্যাণ ও শান্তি প্রতিষ্ঠায় যারা কোন কম্প্রোমাইজ করবেনা। যারা কথা বলবে কম; কাজ করবে বেশি। আসুন স্বাধীনতার স্বাদ ভোগ করতে, দেশ ও জাতিকে গড়ে তোলতে রিকশা মার্কায় ভোট দেয়।
সর্বশেষ রিকশা মার্কায় হোক পুনরুদ্ধারিত স্বাধীন দেশে আমাদের প্রথম ভোট।🙂