
04/06/2025
এটা নারী দের জন্য একটা দৃষ্টান্তমূলক শিক্ষা । নিজের চোখ কান খোলা রাখুন।সহজেই স্বামী নামক ব্যক্তি কে অতি বিশ্বাস করবেন না।
🧕🧕🧕
বউ থাকবে পর্দার আড়ালে , সংসার করবে , বাচ্চা পালবে স্বামীর খেদমত করবে । এটা নিতান্তই স্বাভাবিক জীবন যাপন। আমাদের পূর্ববর্তী নারীরা ও তা ই করে এসেছে । কিন্তু তা করতে করতে আমরা যেন নিজেকে হারিয়ে না ফেলি এটা ও খেয়াল রাখতে হবে । আপনার উপর রেস্ট্রিকশন দেওয়া পুরুষ টা ও দেখবেন আপনার সামনে তার কনফিডেন্ট , স্মার্ট আর দাম্ভিক জীবনযাপন করা কলিগের প্রশংসায় মুখরিত থাকবে । তার বন্ধুর আত্মনির্ভরশীল ওয়াইফ কে দেখিয়ে আপনাকে ডমিনেট করবে যে কিভাবে সংসার আর প্রফেশন কে ট্যাকেল দিয়ে চলছে ।
⭐⭐⭐
সংসার, সন্তান আর স্বামীর সাথে সাথে আপনি ও একজন মানুষ এটা ভুলে যাবেন না । নিজেকে নিজে মূল্য না দিলে পৃথিবীর সবাই আপনাকে পায়ে ঠেলবে এটা স্বাভাবিক বিষয় । আমি বলছি না সবাই নিজের ইনকাম করুন । আমি বলছি আত্মবিশ্বাসী হয়ে উঠুন , নিজেকে সুন্দর রাখুন, নিজের দিকে তাকান । আত্মবিশ্বাসী হওয়া মানেই বহির্মুখী হওয়া , ইনকাম করা বা বেহায়াপনা করে বেড়ানো না । আত্মবিশ্বাসী মানে নিজের কাছে নিজের একটা অবস্থান তৈরি করা ।
⭐⭐⭐
একটা কথা মনে রাখবেন ,আপনি যখন থেকে নিজেকে হারানো শুরু করবেন সেদিন থেকে সব জায়গা থেকেও নিজের অস্তিত্ব হারিয়ে ফেলবেন।