Yousuf vlog

Yousuf vlog Welcome my page

স্বামী-স্ত্রী আর তাদের তিন মাস বয়সের একটিবাচ্চা রাতে বিছানায় ঘুমাচ্ছে।:হটাৎ:তিন মাসের বাচ্চা রাত তিনটার সময় জোরেজোরে কা...
15/01/2025

স্বামী-স্ত্রী আর তাদের তিন মাস বয়সের একটি
বাচ্চা রাতে বিছানায় ঘুমাচ্ছে।
:হটাৎ
:তিন মাসের বাচ্চা রাত তিনটার সময় জোরে
জোরে কান্না করতে লাগলো।
:বাচ্চার কান্না শুনে মা বাবা দুজনেরই
ঘুম ভেঙ্গে গেলো।
,,
স্বামী বললেন,
ওকে একটু থামাও.....!
আর মা বাচ্চাটিকে বুকে জড়িয়ে
নিয়ে এদিক-ওদিক হাঁটতে লাগলেন।
:
কিছুক্ষন পর ,
বাচ্চাটির বাবা বিছানা থেকে
উঠে ঘর থেকে
বের হয়ে গেলেন।
:
কিছুক্ষন পর বাচ্চাটির বাবা ঘরে
ফিরে এলেন
আর
বাচ্চাটির মা তাকে জিজ্ঞাস
করলেন,
কোথায় গেছিলে ?
:
তিনি বললেন ,
:
মায়ের কবরটা দেখতে
গিয়েছিলাম।
:
বাচ্চাটির মা জিজ্ঞেস করলেন,
:
এত রাতে কেন ?
:
সে উত্তর দিল ,
আমাদের বাচ্চাটি যখন
কাঁদতেছিলো
তখন আমার খুব বিরক্ত লাগছিল।
:
কিন্তূ
:
তুমি ওকে কাঁধে নিয়ে আদর করতে
করতে
হাটতেছ।
কারন,
তুমি তার মা।
:
তখনি মনে পড়ে গেলো।
:
হয়তো , আমি যখন ছোট ছিলাম
তখন
আমার মা ও আমাকে এভাবেই যত্ন
করেছিলেন।
:
তাই মাকে দেখতে গেছিলাম।
:
আজ আমি মায়ের যত্নে এত বড়
হয়েছি। কিন্তু
জানি না মা আমার সেখানে
কতটুকু যত্নে
আছেন।
:
পৃথিবীতে মা একমাত্র আপন।
:
হে আল্লাহ্ আপনি আমাদের মা
বাবার
সেবা করার তৌফিক দিন।
যাদের মা বাবা পৃথিবী তে নেই
তাঁদের কে জান্নাত বাসি করুন- আমিন।

27/12/2024
23/12/2024

একটা সময়ে এসে বড্ড মনে পরে বা পরবে মানুষের হারিয়ে যাওয়া দিনগুলোর কথা এবং খুব বেশি মনে পরে কিংবা মনে পড়বে, ফিরে পেতে শৈশব, কৈশর অথবা যৌবনে হারিয়ে যাওয়া মানুষ গুলোকে আবার নতুন করে খুঁজতে ইচ্ছে করবে এক সময়ের চেনা জানা মুখ গুলো নতুন করে ভেসে ওঠে বা উঠবে চোখের সামনে।

শুভ সন্ধ্যা... 🥀

16/12/2024

কবে যে একটা শান্তির ঘুম ঘুমাইছি কোনো চিন্তা ছাড়া সেটা আমার মনেই নাই!
শুভ রাত.. 🥀

25/11/2024

"পৃথিবী দেখতে এসে
জীবনে আটকা পড়লাম ”

শুভ রাত.. 🥀

13/11/2024

তুমি যদি হেরে যেতে না চাও
তবে অপেক্ষা করো
তুমি যদি জীবনের কাছে ফুল চাও
জীবন তোমাকে ছাই দেবে
তাই , অপেক্ষা করো।
তুমি যদি চাঁদ তারা আকাশের দিকে
নিজেকে বিলিয়ে দিতে চাও , আর
জীবন তোমাকে যদি দূষিত একটা পৃথিবীই দেয়
তবু ,অপেক্ষা করো!

অপেক্ষা করো
আরেকটা সুযোগের
অপেক্ষা করো আরেকটা আঘাতের
যে আঘাতের পাল্টা প্রত্যাঘাতে তুমি
ছাই থেকে উঠে দাঁড়াতে পারো ফিনিক্স পাখির মতো!

তখন আর অপেক্ষা করতে হবে না । কেননা
তখন তুমিই জীবনকে হারিয়ে দিতে পারবে।
তখন সুন্দর একটা জীবন
তোমার জন্যই অপেক্ষা করতে থাকবে।

শুভ রাত.... 🥀

12/11/2024

প্রতিটি মুহূর্ত একটি নতুন শুরু।

শুভ রাত …..🥀

11/11/2024

অর্ধসত্য মিথ্যার চেয়েও ভয়ংকর!

শুভ রাত... ❌

08/10/2024

আসলেই জীবনটা বড়ই অদ্ভুত। অর্জন আর ব্যর্থতার হিসেব কষতে কষতে হয়তোবা অর্ধেকটা কেটে যাচ্ছে বা কেটে যায় বাকিটুকু হয়তোবা কাটবে অন্যেকে /অন্যদেরকে খুশি করতে করতে। আত্নাটা নিজের হলেও জীবনটা যাপন করতে হয় অন্যদের জন্যে, অন্যদের মত করে।সত্যি সত্যিই পুরুষদের জীবন বড়ই অদ্ভুত। লোকে কি বলবে এই ভেবে নিজের ভাললাগার কাজটা করা হয়ে ওঠে না।অন্যের / অন্যেদের মুখে হাসি ফুটাতে ফুটাতে নিজের হাসির কথা প্রায়ত্রয় ভুলে যায় বা ভুলে যেতে হয়ে, আঘাত-কষ্ট পেলেও কাঁদার অধিকারও থাকে না আর যদিওবা কাঁদতে হয় তাউ আবার নিরবে নিভৃতে কারণ আমি পুরুষ............!!

শুভ রাত....... ❤️🥀

03/10/2024

কিছু কিছু মানুষের জন্য এ পৃথিবীটা কোন উপযুক্ত স্থান নয়, তাদের জন্য এ পৃথিবীটা যেন এক সমুদ্র জল....🤣

02/10/2024

কষ্ট কখনো একা একা আসে না!

16/08/2024

“মানুষ যেমন হবে রাষ্ট্রও তেমনিই হবে। মানুষের চরিত্র দ্বারাই রাষ্ট্র গড়ে ওঠে।“

--- প্লেটো

14/07/2024

জীবনের শিখার কোন শেষ নেই। জন্মলগ্ন থেকে আজ পর্যন্ত প্রতিনিয়ত আমি,আমরা শিখেই চলেছি। পুরো জীবনটাই একটি শিক্ষাক্ষেত্র। শিক্ষা গ্রহণের জন্য কোন বয়সের প্রয়োজন হয় না, কোন সময়ের প্রয়োজন হয় না।অনেক দূরের কিংবা কাছের মানুষদের বিভিন্ন ছোটখাটো বিষয় থেকে আমরা শিক্ষা গ্রহণ করতে পারি। শিক্ষা শুধুমাত্র যে পাঠ্য বই থেকে গ্রহণ করা যায় তা কিন্তু নয় প্রতিটা ক্ষেত্র থেকে আমি,আমরা শিক্ষা গ্রহণ করতে পারি। পাঠ্য বইয়ের থেকে অর্জিত সেই শিক্ষাগুলোর থেকে বাস্তব জীবনে অর্জিত সেই শিক্ষাগুলো আমাদের জীবনে সবথেকে বেশি কাজে আসে। কারণ জীবনের বাস্তব মুখী শিক্ষা গুলোকে কাজে লাগিয়ে আমি, আমরা অনেক দূর পর্যন্ত পৌঁছাতে পারি বা পারবো!!

এক একটি ঘটনা, এক একটি ভুল থেকে আমি বা আমরা চাইলে শিক্ষা গ্রহণ করতে পারি। আর সেগুলোকে আমরা পরবর্তী পদক্ষেপে কাজে লাগাতে পারি। আর যে কোন ভুল থেকে যে শিক্ষাটা গ্রহণ করি জীবনে সেই শিক্ষাটাই বেশি কাজে আসে। তাই মাঝেমধ্যে ছোটখাটো ভুল হয়ে গেলে সে ভুল নিয়ে খুব বেশি চিন্তা করার প্রয়োজন নেই কেননা ওই ভুল থেকে কিন্তু আমরা শিক্ষা গ্রহণ করতে পারছি এবং সময় ও বাস্তবতা আমি বা আমাদেরকে প্রতিনিয়তই শিক্ষা দিচ্ছে যা পাঠ্য বইয়ের চেয়েও বেশি!!

বর্তমানে পারিবারিক শিক্ষা, সামাজিক শিক্ষা খুব একটা নেই শুধুমাত্র আমরা পাঠ্যবই শিক্ষাগুলোর পেছনে ছুটে চলেছি। অথচ এই শিক্ষাগুলি জীবনে সবথেকে বেশি কাজে আসে। বর্তমানে ঘরে ঘরে প্রত্যেকের শিক্ষিত তবে আসল শিক্ষায় শিক্ষিত মানুষের সংখ্যা অত্যন্ত..........! এবং...!!

শুভ রাত....... 🥀

12/07/2024

আমরা মৃত মানুষের অভাব বুঝি কিন্তু জীবিত মানুষের আর্তনাদ বুঝি না!
শুভ রাত.... 🥀

08/07/2024

পৃথিবীতে আমি কবরের মতো একা...

শুভ রাএি...🥀

Good Morning...
06/07/2024

Good Morning...

05/07/2024

অল্প সময়ের জীবন যুদ্ধটা বড়ই অদ্ভুত, অসম্ভব বৈচিত্র্যময়। যত বড় হবেন তত বেশি করেই সত্যটা টের পাবেন। একটা অসীম দৌড় প্রতিযোগিতা যার কোন ফিনিশিং লাইন নেই, চাওয়া, পাওয়ার পূর্ণতায় শুধু ছুটে চলা,ছুটেই চলা, ছুটতে থাকা, ছুটতেই থাকা, প্রতিদিন, প্রতিমুহূর্ত এবং........!!

Address

Dhaka
Kishoreganj

Telephone

+8801745898985

Website

Alerts

Be the first to know and let us send you an email when Yousuf vlog posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Yousuf vlog:

Videos

Share

Category