Afrin BD

Afrin BD কিছু বলার নেই
(9)

আপনার স্ক্যাল্পে যদি খুশকি থাকে, তাহলে চুল পড়ার অন্যতম বড় কারণ সেটাই হতে পারে। নিচে ৫টি কার্যকর ঘরোয়া টিপস দেওয়া হলো খুশ...
03/05/2025

আপনার স্ক্যাল্পে যদি খুশকি থাকে, তাহলে চুল পড়ার অন্যতম বড় কারণ সেটাই হতে পারে। নিচে ৫টি কার্যকর ঘরোয়া টিপস দেওয়া হলো খুশকি দূর করার জন্য:

1. লেবু ও নারকেল তেল ম্যাসাজ

২ টেবিল চামচ নারকেল তেলে ১ চা চামচ লেবুর রস মিশিয়ে স্ক্যাল্পে ম্যাসাজ করুন। ২০-৩০ মিনিট রেখে শ্যাম্পু করুন। লেবু খুশকি দূর করতে খুব কার্যকর।

2. টক দই হেয়ার মাস্ক

৩-৪ টেবিল চামচ টক দই সরাসরি স্ক্যাল্পে লাগান। ৩০ মিনিট রেখে ভালোভাবে ধুয়ে ফেলুন। এতে খুশকি ও চুলের গন্ধ কমে।

3. মেথি বীজ পেস্ট

২ চামচ মেথি সারা রাত পানিতে ভিজিয়ে রেখে পেস্ট বানিয়ে স্ক্যাল্পে লাগান। ৩০-৪০ মিনিট পর শ্যাম্পু করুন। এটি স্ক্যাল্প ঠান্ডা রাখে ও খুশকি কমায়।

4. নিমপাতার পেস্ট

কিছু নিমপাতা বাটিয়ে স্ক্যাল্পে লাগিয়ে ২০ মিনিট রাখুন। এটি অ্যান্টিসেপ্টিক ও অ্যান্টিফাঙ্গাল, যা খুশকি দূর করে।

5. অ্যাপল সাইডার ভিনেগার (ACV) রিন্স

১ অংশ অ্যাপল সাইডার ভিনেগার ও ২ অংশ পানি মিশিয়ে শ্যাম্পুর পর স্ক্যাল্পে ঢেলে ২-৩ মিনিট রাখুন, তারপর ধুয়ে ফেলুন।

01/05/2025

লবণ যদি নষ্ট হয়ে যায়, কে করবে তার পরিশোধন?

একজন তরুণ গ্রামের যুবক তাঁর সম্প্রদায়ের একজন শালীন, ধার্মিক ও সজ্জন মেয়েকে বিয়ে করেছিলেন। বিয়ের মাত্র এক বছর পার হয়েছে, হঠাৎ একদিন এক ঘনিষ্ঠ আত্মীয়ের সাথে তীব্র ঝগড়ায় জড়িয়ে পড়েন তিনি। রাগের বশে ঐ আত্মীয়কে মা*রধর করে ফেলেন।

গ্রামের রীতিনীতি অনুযায়ী, এর পর তাঁকে গ্রাম ছেড়ে চলে যেতে হয়। স্ত্রীকে সাথে নিয়ে তিনি দূরবর্তী এক অজানা অঞ্চলের গ্রামে গিয়ে বসবাস শুরু করেন। নতুন পরিবেশে তিনি জীবন গুছিয়ে নিতে থাকেন।

প্রতিদিনের মতো তিনি গ্রামের মোড়লের আসরে যেতেন, গল্প করতেন, পরামর্শ নিতেন। একদিন, হঠাৎ মোড়ল তাঁর বাড়ির পাশ দিয়ে যাওয়ার সময় প্রথমবারের মতো তাঁর স্ত্রীকে দেখতে পান—একজন শালীন, রূপবতী ও গম্ভীর নারীর সম্মোহনী দৃশ্য।

ঐ মুহূর্তেই মোড়লের অন্তরে কামনা জেগে ওঠে। লালসার শিকারে পরিণত হয়ে, এক অশুভ পরিকল্পনা আঁটেন—কীভাবে যুবককে কিছুদিনের জন্য দূরে পাঠিয়ে, সুযোগ বুঝে তাঁর স্ত্রীকে নিজের করে নেওয়া যায়।

কয়েকদিন পর আসরে মোড়ল এক আলোচনা তুললেন:

"শুনেছি এক জায়গায় দারুণ চারণভূমি আছে। কিছু লোক পাঠিয়ে যাচাই করতে চাই।"

তিনি চারজন লোক বাছাই করলেন, যার মধ্যে যুবকও ছিল।

কয়েকদিনের যাত্রা নির্ধারিত হলো, আর তারা রওনা দিল।

রাতে, মোড়ল চুপিচুপি যুবকের বাড়ির দিকে এগোলেন। অন্ধকারে দেয়ালে ধাক্কা খেয়ে শব্দ করে ফেলেন। স্ত্রীর ঘুম ভেঙে যায়।

ভয় পেয়ে তিনি জিজ্ঞেস করলেন, "কে ওখানে?"

মোড়ল নিজের পরিচয় দিলেন।

স্ত্রী বললেন, "এত রাতে? সব ঠিক আছে তো?"

মোড়ল নিজের আসল উদ্দেশ্য প্রকাশ করলেন:

"তোমায় দেখার পর থেকে মনে শান্তি নেই। তোমায় চাই; আমাকে সঙ্গ দাও।"

মহিলাটি অত্যন্ত ধীরস্থির কণ্ঠে বললেন:

"ভালবাসা চাইলে ঠিক আছে, তবে আগে আমার একটা প্রশ্নের উত্তর দিন। যদি ঠিক উত্তর দিতে পারেন, তবে আপনার ইচ্ছা পূর্ণ হবে।"

মোড়ল খুশি হয়ে বললেন, "বলুন!"

তিনি জিজ্ঞেস করলেন:

"যেমন মাংস নষ্ট না হয় বলে আমরা লবণ ব্যবহার করি, তবে যদি লবণ নিজেই নষ্ট হয়ে যায়… তাহলে কে তা পরিশোধন করবে?"

মোড়ল গভীর চিন্তায় ডুবে গেলেন।

একদিন, একরাত পেরিয়ে গেল, কিন্তু তিনি কোনো উত্তর খুঁজে পেলেন না।

পরদিন আসরে তিনি সকলকে প্রশ্নটি করলেন, কিন্তু কারো কাছ থেকেই সন্তোষজনক উত্তর এল না।

এক কোণে বসে থাকা এক বৃদ্ধ নীরবে তাকিয়ে ছিলেন।

মোড়ল তাঁকে জিজ্ঞেস করলেন,

"আপনি কিছু বলছেন না কেন?"

বৃদ্ধ উত্তর দিলেন:

"কারণ, এটা কেবল একটা প্রশ্ন নয়; এটা যুগের যুগের জ্ঞানভাণ্ডার থেকে আসা একটি বার্তা।

তিনি আপনাকে অপমান করতে পারতেন, কিন্তু অপমানের বদলে আপনার বিবেক জাগিয়ে দিলেন।"

তারপর তিনি ব্যাখ্যা করলেন:

"মাংস নষ্ট হলে লবণ তা রক্ষা করে। কিন্তু যদি লবণ নিজেই পচে যায়, তবে তাকে কে রক্ষা করবে?

অর্থাৎ,

সাধারণ মানুষ ভুল করলে নেতারা তাদের সঠিক পথে ফেরান, কিন্তু যদি নেতা নিজেই বিপথগামী হয়, তবে জাতিকে কে রক্ষা করবে?"

মোড়ল লজ্জায় মাথা নিচু করলেন, চোখ ভরে এল অশ্রুতে।

যদি পিতা বিপথে যায়—কে সন্তানের পথ দেখাবে?
যদি শিক্ষক পথ হারায়—কে জ্ঞানের আলো ছড়াবে?
যদি নেতা পথভ্রষ্ট হয়—কে জাতিকে রক্ষা করবে?

স্মরণ রাখো—
জ্ঞানীদের সঙ্গ গ্রহণ করো।
মূর্খদের সঙ্গ কেবল হৃদয় নষ্ট করে না,
পুরো প্রজন্মকেও ধ্বংস করে দেয়।

(কপি পোস্ট) Afrin BD

28/04/2025

এমন দু’টি নিয়ামত আছে, যে দু’টোতে অধিকাংশ মানুষ ক্ষতিগ্রস্ত। তা হচ্ছে, সুস্থতা আর অবসর।

[মুহাম্মাদ (সা)]

10/04/2025

মানুষ এত নির্মম কেন?

এক টুকরো গাজাযখন বাংলাদেশে❤️❤️❤️
08/04/2025

এক টুকরো গাজা
যখন বাংলাদেশে❤️❤️❤️

08/04/2025

আহ ফিলিস্তিন😭😭😭

27/03/2025

জীবন চলার পথে, যে তোমাকে বলবে,তুমি চিন্তা করো না, আমি তো আছি তোমার পাশে, ভাববে সেই প্রকৃতভাবে তোমাকে ভালোবাসে❤️❤️❤️🙏🙏🙏

26/03/2025

কি অদ্ভুত জীবন মরে গেলে সবাই কাঁদে কিন্তুু,বেঁচে থাকতে সবাই কাঁদায়...!!

25/03/2025

রমজান থেকে রমজান
দীর্ঘ একটি বসর
অতপঃ খতম।

25/03/2025

সময় পরিস্থিতি কত কিছুই শিখাই

Address

Kishoreganj

Website

Alerts

Be the first to know and let us send you an email when Afrin BD posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share