
21/05/2025
একটা ম্যাচ হারলেই পাপনকে নিয়ে ট্রল করা হতো। আমরাও তখন ভাবতাম, বিসিবি সভাপতির চেয়ারে নাজমুল হাসান পাপনের চেয়ে অন্য কাউকে বসানো দরকার। তবে সময়ের পরিক্রমায় বুঝা গেল পাপন ই বেস্ট ছিলো।
৫ আগস্টের আগে বিসিবির কোষাগারে ১৩০০ কোটি টাকা রেখে গিয়েছিলেন কথিত ফ্যাসিস্টের দোসর এই পাপন। এটি ছিল বিসিবির ইতিহাসে সর্বোচ্চ আর্থিক মজুদ। আর ৫ আগস্টের পর কোথ থেকে একজনরে এনে বসানো হইসে সে এতোগুলো টাকা একসাথে দেইখা পাগল হই গেসে। নামে-বেনামে প্রায় ১২০ কোটি টাকা গায়েব করে ফেলসে। বিসিবির কোটি টাকা খরচ
পাপন বিতর্কের ঊর্ধ্বে ছিলেন না। একটা বোর্ড চালাতে শুধু চার ছক্কা বুঝতে পারাটা যথেষ্ট নয়, প্রয়োজন প্রাতিষ্ঠানিক দক্ষতা, আন্তর্জাতিক যোগাযোগ, নেতৃত্বগুণ, দুরদর্শি চিন্তাভাবনা এবং সহজ ভাষায় বলতে গেল হেড্যম। সবগুলো পাপনের মধ্যে ছিল। তাঁর সময়েই বাংলাদেশ ক্রিকেটে ছিল স্থিতি, উন্নতি, গৌরব। এককথায় বলতে গেলে ক্রিকেটের স্বর্ণযুগ।