RIFAT HASAN - গালিব

RIFAT HASAN - গালিব নিয়মিত বি পজেটিভ রক্তদাতা

05/08/2024

আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা আল্লাহর। আজ এই দেশ জনগণের দেশ ৫ আগস্ট,২০২৪

06/01/2024

প্রিয় স্বেচ্ছাসেবী ভাই আযিজুল নাদিম ভাইয়ের একটু পর খাদ্যনালীর অপারেশন।
আল্লাহ সহজ করে দিক,আমিন।
সবাই দোয়া করবেন🤲

প্রতি বছর চলে যায় আর আমাদের জন্য রেখে যায় নতুন নতুন শিক্ষা।তবে মনে রাখবেন আপনার সাথে যা কিছু ঘটেছে সবই আপনার “রব” চেয়েছে...
31/12/2023

প্রতি বছর চলে যায় আর আমাদের জন্য
রেখে যায় নতুন নতুন শিক্ষা।

তবে মনে রাখবেন আপনার সাথে যা কিছু ঘটেছে সবই আপনার “রব” চেয়েছে বলে ঘটেছে। সুতরাং সর্বদা সন্তুষ্ট থাকুন “নিশ্চয়ই তিনি উত্তম প্রতিদান কারি এবং উত্তম পরিকল্পনাকারী” বিজয় আপনারী হবে শুধু একটু অপেক্ষা করতে হবে।

Alhamdulillah for everything ❤️

18/12/2023

আলহামদুলিল্লাহ Humyra Borna আপুর অপারেশন সফলভাবে সম্পন্ন হয়েছে!❤️

উপকার খুবই অদ্ভুত জিনিস, করলে ভুলে যায়। না করলে সারাজীবন মনে রাখে...🙂
13/12/2023

উপকার খুবই অদ্ভুত জিনিস, করলে ভুলে যায়। না করলে সারাজীবন মনে রাখে...🙂

জীবনে কিছু কিছু সময় আসে, সৃষ্টিকর্তার দিকে তাকিয়ে থাকা ছাড়া আর কিছুই করার থাকে না।🥹© MN Monirul Islam
25/11/2023

জীবনে কিছু কিছু সময় আসে, সৃষ্টিকর্তার দিকে তাকিয়ে থাকা ছাড়া আর কিছুই করার থাকে না।🥹
© MN Monirul Islam

15/06/2023

রবীন্দ্রনাথ ১২বছরে বিয়ে করেছিলেন! এটা সকল গার্জিয়ানদের জানানো উচিৎ..!🙂💔

15/06/2023

বিয়ে করে ফে!লার পরে কেউ এসে বইলো না আমি তো ভালোবাসতাম।
তখন কিন্তু আর কোনো সুযোগ নাই।🌚

14/06/2023

যখন আমরা মনেপ্রাণে কাউকে ভালোবাসি তখন আমরা তার একটা মেসেজের জন্য প্রায় 24 ঘণ্টা অপেক্ষায় থাকি কখন সে একটা মেসেজ দিবে।

তার একটা মেসেজ হয়তো আমাদের পুরো দিন ভালো করে দেয়, অথবা তার একটা ম্যাসেজ না দেওয়ায় পুরোদিন খারাপ করে দেয়।

কিন্তু আমরা এটা বুঝিনা এর ফলে আমাদের Self-Esteem কমে যাচ্ছে।

অনেক সময় আমরা ভালবাসায় এতটাই অন্ধ হয়ে যায় যে যখন সে মেসেজের রিপ্লাই না দেয় অথবা মেসেজের রিপ্লাই দেরিতে দেয়, তখন আমাদের মেন্টালি প্রেসার বাড়তে থাকে।

শোনো তোমাকেই বলছি এসব বাদ দাও!
তুমি এতটাও সস্তা নও। যে, কারো একটা মেসেজের রিপ্লাই না পাওয়ার জন্য তুমি ভেঙ্গে পড়বে। নিজের আত্মবিশ্বাস বাড়াও। নিজের দিকে ফোকাস দাও, নিজেকে অন্যের উপর নির্ভর করো না, বরং নিজেই নিজেকে কন্ট্রোল করার চেষ্টা করো।
Take Care yourself.❤💛💙

আজ ১৪ জুন, বিশ্ব রক্তদাতা দিবস 🥰রক্তদানের প্রথম এবং প্রধান কারণ: একজনের দানকৃত রক্ত আরেকজন মানুষের জীবন বাঁচাবে। রক্তদান...
14/06/2023

আজ ১৪ জুন, বিশ্ব রক্তদাতা দিবস 🥰
রক্তদানের প্রথম এবং প্রধান কারণ: একজনের দানকৃত রক্ত আরেকজন মানুষের জীবন বাঁচাবে। রক্তদান স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী। রক্তদান করার সঙ্গে সঙ্গে শরীরের মধ্যে অবস্থিত 'বোন ম্যারো' নতুন কণিকা তৈরির জন্য উদ্দীপ্ত হয় এবং রক্তদানের ২ সপ্তাহের মধ্যে নতুন রক্তকণিকার জন্ম হয়ে ঘাটতি পূরণ হয়ে যায়। নিয়মিত রক্তদান করলে হৃদরোগ ও হার্ট অ্যাটাকের ঝুঁকি অনেকটাই কমে যায়। আরেক গবেষণায় দেখা যায়, যারা বছরে দুই বার রক্ত দেয়, অন্যদের তুলনায় তাদের ক্যান্সারে আক্রান্ত হওয়ার ঝুঁকি কম থাকে। বিশেষ করে ফুসফুস, লিভার, কোলন, পাকস্থলী ও গলার ক্যান্সারের ঝুঁকি নিয়মিত রক্তদাতাদের ক্ষেত্রে অনেক কম পরিলক্ষিত হয়েছে।

আসুন নিজে রক্তদান করি,
এবং অন্যজনকে রক্তদানে উৎসাহিত করি।।✊

সবাইকে বিশ্ব রক্তদাতা দিবস এর শুভেচ্ছা 💝

I have reached 3K followers! Thank you for your continued support. I could not have done it without each of you. 🙏🤗🎉
26/02/2023

I have reached 3K followers! Thank you for your continued support. I could not have done it without each of you. 🙏🤗🎉

শীত
21/12/2022

শীত

Address

2316
Kishoreganj
2316

Telephone

+8801710105833

Website

Alerts

Be the first to know and let us send you an email when RIFAT HASAN - গালিব posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to RIFAT HASAN - গালিব:

Share