06/12/2023
আসসালামু আলাইকুম।
২০২০ থেকে আমার স্পেশাল গরুর মাংসের আচার ভাইরাল ছিলো।
মাঝখানে বন্ধ রেখেছিলাম সময়ের অভাবে!এই আচারের স্বাদ যে একবার পেয়েছে কখনো ভুলতে পারবে না ইনশাআল্লাহ।
প্রাইস ও সেই তিন বছর আগের প্রাইস এই আছে।
যখন অর্ডার আসে আমি ফ্রেস মাংস কিনে ফ্রেস তৈরি করে দেই।আগে থেকে তৈরি করে রাখি না এইটা আমার পছন্দ না।সাথে সাথে তৈরি করে দিলে কাষ্টমার ও অনেক দিন রেখে খেতে পারবে।
সাদা ভাত,পোলাও,খিচুড়ি,পরোটা,মুরি সব কিছুর সাথেই খাওয়া যায়।
এবার আসি অনেকের কাছে দাম বেশি মনে হতেই পারে। আপনি যদি হাফ কেজি অর্ডার করেন,আমাকে বাজার থেকে এক কেজি মাংস কিনতে হবে!এক কেজি মাংস এর আচার তৈরি করলে এক কেজি কখনোই হবে না।খাঁটি ঘানিতে ভাংগা সরিষার তেল দিয়ে তৈরি করি,কোন প্রকার পানি দেয়া হয় না।তারপর আছে মসলা,আর আমার নিজের তৈরি সিক্রেট স্পেশাল মসলা।
সব কিছুর পরে আপনি যখন আচার খাবেন তখন বলবেন আপু যদি মুল্য আরো বেশি ও রাখে সমস্যা নেই,আর আমি কিন্তু আমার পরিশ্রম এর মুল্য নিচ্ছি না।
কাষ্টমার হ্যাপি তো আমিও খুশি
আমি কোয়ালিটির দিক থেকে কোন ছাড় দেই না।আমার পন্যের কোয়ালিটি ঠিক তো আমার শান্তি।
প্রাইস ৪২০ থেকে শুরু!