D.M Aminul Islam

D.M Aminul Islam আমার পেইজে আপনাকে অভিনন্দন �

🌿প্রকৃতির প্রতিটি জিনিস আল্লাহর সৃষ্টির পরিচয় বহন করে🏞️
18/09/2025

🌿প্রকৃতির প্রতিটি জিনিস আল্লাহর সৃষ্টির পরিচয় বহন করে🏞️

📖হে আল্লাহর বান্দাগণ! তোমরা চিকিৎসা গ্রহণ কর। কেননা আল্লাহ এমন কোনো রোগ দেননি, যার চিকিৎসা দেননি।🌴— আবু দাউদ
18/09/2025

📖হে আল্লাহর বান্দাগণ! তোমরা চিকিৎসা গ্রহণ কর। কেননা আল্লাহ এমন কোনো রোগ দেননি, যার চিকিৎসা দেননি।🌴
— আবু দাউদ

পুরাতন অভিজ্ঞতা থেকে শিক্ষা নিতে হবে।
17/09/2025

পুরাতন অভিজ্ঞতা থেকে শিক্ষা নিতে হবে।

🌳রাসূলুল্লাহ ﷺ বলেছেনঃ“দুই নিয়ামতের ব্যাপারে অধিকাংশ মানুষ ধোঁকায় থাকে: স্বাস্থ্য ও অবসর সময়।”🌴— (সহীহ বুখারী)
16/09/2025

🌳রাসূলুল্লাহ ﷺ বলেছেনঃ
“দুই নিয়ামতের ব্যাপারে অধিকাংশ মানুষ ধোঁকায় থাকে: স্বাস্থ্য ও অবসর সময়।”🌴
— (সহীহ বুখারী)

🌿মেঘাচ্ছন্ন আকাশ যেমন সূর্যের আলো আড়াল করে, তেমনি গুনাহ মানুষের অন্তর আড়াল করে দেয় আল্লাহর নূর থেকে।🌿
15/09/2025

🌿মেঘাচ্ছন্ন আকাশ যেমন সূর্যের আলো আড়াল করে, তেমনি গুনাহ মানুষের অন্তর আড়াল করে দেয় আল্লাহর নূর থেকে।🌿

15/09/2025

আলহামদুলিল্লাহ 🤲
প্রতিদিনের মতো আবারও আমার মালিক নতুন সকাল দান করলেন। 🌳🌳🌳🌳🌳🌳🌳🌳🌳

মানুষ বলে: আমার সম্পদ, আমার সম্পদ। অথচ মানুষের প্রকৃত সম্পদ কেবল সে যা খেয়েছে ও শেষ করেছে, যা পরিধান করেছে ও ক্ষয় করেছে,...
14/09/2025

মানুষ বলে: আমার সম্পদ, আমার সম্পদ। অথচ মানুষের প্রকৃত সম্পদ কেবল সে যা খেয়েছে ও শেষ করেছে, যা পরিধান করেছে ও ক্ষয় করেছে, আর যা দান করেছে ও চিরস্থায়ী করেছে।”
— সহিহ মুসলিম

🕯️রাতের একাংশে এবং ভোর হওয়ার আগে ক্ষমা প্রার্থনা করো।”— [সূরা আলে-ইমরান: 17
12/09/2025

🕯️রাতের একাংশে এবং ভোর হওয়ার আগে ক্ষমা প্রার্থনা করো।”
— [সূরা আলে-ইমরান: 17

📖যে ব্যক্তি মানুষের প্রয়োজন পূরণ করে, আল্লাহ তার প্রয়োজন পূরণ করবেন।”(সহিহ মুসলিম)
12/09/2025

📖যে ব্যক্তি মানুষের প্রয়োজন পূরণ করে, আল্লাহ তার প্রয়োজন পূরণ করবেন।”
(সহিহ মুসলিম)

সাদিক কায়েম (Md. Abu Shadik) – জীবন ও শিক্ষাজন্মস্থান ও প্রাথমিক শিক্ষাতিনি চট্টগ্রামের খাগড়াছড়ি জেলার (Khagrachari Dist...
10/09/2025

সাদিক কায়েম (Md. Abu Shadik) – জীবন ও শিক্ষা

জন্মস্থান ও প্রাথমিক শিক্ষা

তিনি চট্টগ্রামের খাগড়াছড়ি জেলার (Khagrachari District) বাসিন্দা ।

প্রাথমিক বা মাধ্যমিক শিক্ষার সঠিক তারিখ বা বছর প্রকাশিত না হলেও, তাঁর মাধ্যমিক শিক্ষা নিয়েছেনঃ

দাখিল পাশ করেছেন খাগড়াছড়ি বায়তুশ শরাফ জাববাইরি আদর্শ মাদ্রাসা থেকে ।

আলিম পাশ করেছেন চট্টগ্রামের বায়তুশ শরাফ আদর্শ কামিল মাদ্রাসা থেকে ।

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি ও পড়াশোনা

তিনি ২০১৬-১৭ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের Political Science (রাষ্ট্রবিজ্ঞান) বিভাগে ভর্তি হন ।

---

রাজনৈতিক পরিচয় ও কর্মজীবন

তিনি বাংলাদেশ ইসলামী ছাত্রী শিবির-এর একজন সক্রিয় শাখা নেতা। বর্তমানে কেন্দ্রীয় প্রকাশনা সচিব (Central Publication Secretary), যেটি ১ জানুয়ারি ২০২৫ থেকে দায়িত্বে রয়েছেন ।

২০২৪ সালে বাংলাদেশে ছাত্র-জনতার আন্দোলনের নন-কোঅপারেশন (Non-cooperation) আন্দোলনের অন্যতম সমন্বয়ক ছিলেন তিনি ।

চলতি ২০২৫ সালের DUCSU নির্বাচন-এ তিনি বিপুল ভোটে সহ-সভাপতি (Vice President) পদে নির্বাচিত হয়েছেন, ভোট পেয়েছেন ১৪,০৪২ ।

🍎যে পরিশ্রমকে ভালোবাসে, আল্লাহ তাকে সফলতা দান করেন।🍃
07/09/2025

🍎যে পরিশ্রমকে ভালোবাসে, আল্লাহ তাকে সফলতা দান করেন।🍃

“হে মুমিনগণ! তোমরা আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীদের সঙ্গী হও।”— সূরা আত-তাওবা: 119
06/09/2025

“হে মুমিনগণ! তোমরা আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীদের সঙ্গী হও।”
— সূরা আত-তাওবা: 119

Address

Kishoreganj
2316

Website

Alerts

Be the first to know and let us send you an email when D.M Aminul Islam posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share