13/03/2025
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ কেমন আছেন আপনারা আশা করি আল্লাহর রহমতে অনেক ভালই আছেন আমিও আলহামদুলিল্লাহ খানিকটা ভালোই হাসিখুশি জীবন আর কি চাই দেখেন চলতে গেলে টাকার প্রয়োজন আছে আপনি কি করে টাকা ইনকাম করছেন কিভাবে টাকা ইনকাম করছেন এটা দেখার বিষয় না সামান্য কাজ ওটা একটা টাকা ইনকাম করার সোর্স আপনি দুবেলা না খেলে কেউ এসে বলবে না যায় আমার এখানে এসে খেয়ে যা কেউ এসে দেখবে না আজ আপনি চা বিক্রি করছেন লোকে কি বলবে কি ভাবে এটা ভেবে বসে আছি আমরা মানুষ রা জীবনে অনেক কিছুই করতে পারিনা যে লুকে কি ভাববে এটা চিন্তা করে ভাই আমার চা বিক্রি করে দিব্যি দিন চলে যাচ্ছে যদি চা বিক্রি করে আমি ভালো আছি তাহলে সেটা বিক্রি করতে আমার ক্ষতি কিসের তাই ভাই যাই করো একটা কাজ করো টাকা ইনকাম করার সস অনেক আছে কিছু একটা করো দেখা হবে এই পেইজে! আবির্ভাব হবে এই পেইজ এ নতুন এক কন্টেইন ক্রিয়াটর এর ইনশাল্লাহ 💗👍