কিশোরগঞ্জের মেয়ে আমরা

কিশোরগঞ্জের মেয়ে আমরা Blogger
(9)

রিচ এনগেজমেন্ট বাড়াতে চাইলে দ্রুত এই পোস্টে সাড়া দেন!🥀🥰💞 ফলো দিয়ে ফলো ব্যাক বুঝে নাও।🥀🖤
10/09/2025

রিচ এনগেজমেন্ট বাড়াতে চাইলে দ্রুত এই পোস্টে সাড়া দেন!🥀🥰💞
ফলো দিয়ে ফলো ব্যাক বুঝে নাও।🥀🖤

Nadu Joku Lifestyle পাকুন্দিয়া র মেয়ে
10/09/2025

Nadu Joku Lifestyle
পাকুন্দিয়া র মেয়ে

Good Morning
10/09/2025

Good Morning

ফেসবুক মামা আমারে টাকা দেয় না 😭😭😭😭😭
09/09/2025

ফেসবুক মামা আমারে টাকা দেয় না 😭😭😭😭😭

কি খবর সবার ভাল আছেন ত
09/09/2025

কি খবর সবার ভাল আছেন ত

শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছেন?Nadu Joku Lifestyle
09/09/2025

শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছেন?
Nadu Joku Lifestyle

09/09/2025
মনে রাখবেন, আপনার মাথায় আঘাত লাগলে কিন্তু দ্বিতীয় সুযোগ পাবেন না।হেলমেট কেমন দেখায় সেটা গুরুত্বপূর্ণ নয়, এর আসল কাজ হলো ...
08/09/2025

মনে রাখবেন, আপনার মাথায় আঘাত লাগলে কিন্তু দ্বিতীয় সুযোগ পাবেন না।

হেলমেট কেমন দেখায় সেটা গুরুত্বপূর্ণ নয়, এর আসল কাজ হলো আপনাকে সেইফ করা।
প্রতিটি দাগ আর ফাটল বোঝায় যে হেলমেট আঘাত নিয়েছে, মাথা নয়। তাই প্রতিটি রাইডে, হোক ছোট অথবা বড়, সবসময় হেলমেট পরা উচিত।

মেয়েকে দিন দিন সুন্দর হতে দেখে সন্দেহ হয় বাবার। তিনি খেয়াল করে দেখেন, বাবা-মা কারও সঙ্গেই মেয়ের চেহারার মিল নেই। পরে...
08/09/2025

মেয়েকে দিন দিন সুন্দর হতে দেখে সন্দেহ হয় বাবার। তিনি খেয়াল করে দেখেন, বাবা-মা কারও সঙ্গেই মেয়ের চেহারার মিল নেই। পরে গোপনে ডিএনএ টেস্ট করে নিশ্চিত হন যে, ওই মেয়ের বাবা তিনি নন। এরপর স্বামী-স্ত্রীর মধ্যে শুরু হয় দাম্পত্য কলহ। একপর্যায়ে স্বামী-স্ত্রীর বিচ্ছেদ ঘটে। ভিয়েতনামের হো চি মিন শহরে ঘটেছে এ ঘটনা।

তবে ঘটনার শেষ এখানেই নয়। স্বামীর এই অভিযোগ অস্বীকার করে বাড়ি ছেড়ে চলে যান মেয়ের মা। তার নাম হং ও মেয়ের নাম ল্যান। বাবার নাম প্রকাশ করা হয়নি। শহর ছেড়ে মেয়েকে নতুন স্কুলে ভর্তি করেন হং। কিন্তু সেখানেই আরও চমক অপেক্ষা করছিল তার জন্য।

সেই স্কুলে নতুন এক মেয়ের সঙ্গে বন্ধুত্ব হয় ল্যানের। তাদের দুজনের জন্মসাল ও দিনও এক ছিল। তাই বন্ধুত্ত্ব হয় গাঢ়। জন্মদিন দুজনের জন্য অনুষ্ঠান করেন মেয়ের মা। আর সেখানেই ল্যানকে দেখে বিস্মিত হয়ে যান তিনি। একদম নিজের কিশোর বয়সের ছাপ দেখতে পান ল্যানের মাঝে। পরে তিনি ল্যানের মায়ের সঙ্গে যোগাযোগ করেন এবং জন্ম সম্পর্কে বিস্তৃত জানতে চান।

আলোচনায় বেরিয়ে আসে যে, দুজন মেয়েই একই সময়ে একই হাসপাতালে জন্ম নেয়। নার্সদের ভুলে তারা ভুল বাবা-মার কাছে পৌঁছায় আর সেখানেই বড় হতে থাকে। বিষয়টি জানার পর ল্যানের বাবাও আবার পরিবারের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করেন।

সাউথ চায়না মর্নিং পোস্টের প্রতিবেদনে বলা হয়, এখন দুই পরিবারই একসঙ্গে সময় কাটায়। তবে মেয়েদের বিষয়টি জানানোনি তারা। উপযুক্ত সময়ে সবকিছু জানানোর পরিকল্পনা তাদের।

নোয়াখালীর  অন্চলের বিলুপ্ত পথে কাচারি বাড়ি।এই কাচারি ঘরে ছোট্ট বাচচারা আরবি পরতো।এখন আর দেখা যায় না।
08/09/2025

নোয়াখালীর অন্চলের বিলুপ্ত পথে কাচারি বাড়ি।
এই কাচারি ঘরে ছোট্ট বাচচারা আরবি পরতো।এখন আর দেখা যায় না।

Address

Kishoreganj

Website

Alerts

Be the first to know and let us send you an email when কিশোরগঞ্জের মেয়ে আমরা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share