02/11/2025
কথায় আছে না অতি বাড় বেড়ো না ঝরে পড়ে যাবে,, অতি ছোট হয়োনা ছাগলে মোড়ে খাবে,, বিল্লালের অবস্থাটা হল এরকম, জুয়েল ভাই বাংলাদেশের একজন বড় মাপের জনপ্রিয় মানবতার ফেরিওয়ালা,, তাকে কে না চিনে কমবেশি সবাইতো চিনে,, সে তো এখানে খারাপ কিছু বলে নাই, সে শুধু বইটার দামটা নিয়ে একটু কথা বলছে,, দামটা বেশি হয়ে গেছে এবং সে এটাও বলছে আমিও বিল্লালের একজন ভক্ত,, বিল্লাল আমার বন্ধু, কি সুন্দর শান্তভাবে গুছিয়ে বলছে,, আর বিল্লাল কি ব্যবহারটা করছে, ওর মুখের ভাষা এত খারাপ কেন.? ও কেমন সেলিব্রিটি কত কোটি টাকার মালিক.? ও তো এখনো ভাঙা টিনের ঘরে থাকে,, আর একটা কথা বলছে জুয়েল ভাইয়ের নাকি ভিউ কমে গেছে,, জুয়েল ভাই ৮ থেকে ১০ মিনিটের ভিডিও বানায়,, মিলিয়ন মিলিয়ন ভিউ হয়,, বিল্লাল মাত্র ১৫ থেকে ৩০ সেকেন্ডের ভিডিও বানায়,, ও জুয়েল ভাইয়ের মর্ম বুঝবে কিভাবে,, আর একটা কথা ওমর ভাই বইয়ের একটা পোস্ট করতেই ওর ফেটে গেছে,, ওমর ভাই তো এমনিতেই ফেমাস,, তারও কি ওকে নিয়ে কথা বলে বিউ কামানোর দরকার আছে.? নাসা ভাই বিনোদন রাসেল ভাই,, তিনি তো বিল্লালের বন্ধু উনি তো ফানি কন্টেন্ট বানিয়ে এমনিই সেরা,, সেও তো ওর বই নিয়ে রোস্ট করছে,, তাহলে তার ও কি ভিউ কমে গেছে.? ওকে নিয়ে কথা বলে বিউ কামানোর দরকার আছে.? ওরম ভাই ইউটিউব জগতে এমনিতেই সেরা,, বিল্লালের হাজারটা ভিডিও জোড়া লাগালেও ওমর ভাইয়ের একটা ভিডিওর সমান হবে না,, এতটাই দুড় দিন এসে গেছে, ওমর ভাইকেও ওর নাম করে ভিউ কামাতে হবে.? আমি বুঝলাম না বিল্লাল ও নাকি মানুষের অনুপ্রেরণা,, ওতো ভালো করে কথাই বলতে পারেনা,, কার সাথে কেমন ব্যবহার করতে হবে সেটাই জানেনা,, ও আবার কেমনে মানুষের অনুপ্রেরণা হয়..? বিল্লাল বলছে বাংলাদেশে ওর হাজার হাজার ছেলেমেয়ে আছে হাজার হাজার ছেলে মেয়ের ও হল বা-বা ওর ছেলেরা এসে এখন এইখানে কমেন্টে গা-লা-গা-লি, দিবে একটু কম করে দিও..!🥴☺️☺️