02/11/2025
আয়নার সামনে দাঁড়িয়ে থাকা ৬০ বছর বয়সী লোকটার সম্পূর্ণ নিজস্ব একটা গল্প আছে,, " KAAL HO NAA HO" বা " MY NAME IS KHAN"-এর থেকেও নিজস্ব , নিষ্ঠুর কোনো গল্প,, যেখানে হয়ত "MOHABBATEIN" র মতো ফিরে আসা আছে,
" VEER-ZARA"র মত অধিকার ফলানো আছে কিন্তু "ZERO" হয়ে থেমে থাকা নেই।
একের পর এক ফ্লপ, ফ্যানেদের হতাশায় রোজ রাতে ভেঙে পড়া লোকটার পাশে তখন KABIR, RAHUL , SAMAR, AZAD ছাড়া কেউ থাকেনা ,, পিঠে চাপড়ে ওদেরই কেউ একজন বলে ওঠে ,
"Chahey kuch rahe yah na rahey , tum haro ya jeeto , lekin ye pal tumse koi nehi chin saktaa"
গাল ভর্তি আধ-পাঁকা দাড়ির মানুষটা হয়ত এবার চোখ বন্ধ করে,,দু-এক ফোঁটা জল গড়ায়,, রাজেন্দ্র নগরের মাঝবয়সি ছেলেটাকে দেখতে পায়,
বাড়ি থেকে খুব জেদ করে বেরিয়ে আসার সময় আম্মীর মুখটা দেখতে পায়,
নোংরা জামা, দিল্লীর অন্ধকার গলি, মানুষ ভর্তি ট্রেনটা দেখতে পায়..আর দেখতে পায় ওকে ঘিরে থাকা অগনতি মানুষের ভালোবাসা।
আর এভাবেই শহর পেরিয়ে দেশ, দেশ পেরিয়ে বিশ্বকে কোমর সামান্য হেলিয়ে দু-হাত খুলে যে ছেলেটা ঝুঝিয়েছে,
" Har pal yahan, jee var jiyo"
সে কখনই সময়ের ভারে ঝুঁকে পড়েনি বরং
OM KAPOOR সেজে লক্ষ্য লক্ষ্য Fan-এর সামনে বারবার বলে চলেছে,
" PICTURE ABHI BAAKI HAIN MERE DOST"
কিছু রাজার সাম্রাজ্য বাড়ে, বয়স বাড়েনা...
HAPPY BIRTHDAY SENIOR.. 🙌🏻 ❤️
📷 - Collected