NH Masum

NH Masum I talk to Allah, I pray to him. Hi there! I'm NH Masum, a certified and professional graphic designer and video editor with over 4 years of experience.

My main goal is to bring my buyer's vision to life using my creative skills and design tools. Building a strong relationship with my clients is important to me, as I believe it's crucial in achieving the best possible outcome for their project. I take pride in my work and strive to provide a friendly and professional experience for every client. Let's work together to create something amazing!

বাংলাদেশে প্রবাসীদের রেমিট্যান্স পাঠানো সহজ করতে যুক্তরাষ্ট্রভিত্তিক নালা প্রতিষ্ঠান নালা অ্যাপ চালু করেছে। প্রবাসীরা এই...
31/07/2025

বাংলাদেশে প্রবাসীদের রেমিট্যান্স পাঠানো সহজ করতে যুক্তরাষ্ট্রভিত্তিক নালা প্রতিষ্ঠান নালা অ্যাপ চালু করেছে। প্রবাসীরা এই অ্যাপের মাধ্যমে বিভিন্ন দেশে থেকে বাংলাদেশে অর্থ পাঠাতে পারবেন। নালা অ্যাপ অন্যান্য মানি ট্রান্সফার অ্যাপের তুলনায় ভালো এক্সচেঞ্জ রেট এবং কোন ট্রান্সফার ফি ছাড়াই অর্থ পাঠাতে সক্ষম। নিরাপত্তা নিশ্চিত করতে নালা সবসময় রেগুলেটরি লাইসেন্স মেনে চলে। অ্যাপটি আইওএস ও অ্যান্ড্রয়েডে ব্যবহারের জন্য উপলব্ধ। বর্তমানে ২১টি দেশে নালা অ্যাপের কার্যক্রম চলছে, যার মধ্যে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, জার্মানি, ফ্রান্স ও ইতালি উল্লেখযোগ্য।

স্মার্টফোনের ব্যাটারি ভালো রাখার সেরা উপায়!আপনার ফোনের ব্যাটারি কি দ্রুত শেষ হয়ে যায়? কয়েকটি সহজ নিয়ম মেনে চললেই ব্যাট...
31/07/2025

স্মার্টফোনের ব্যাটারি ভালো রাখার সেরা উপায়!

আপনার ফোনের ব্যাটারি কি দ্রুত শেষ হয়ে যায়? কয়েকটি সহজ নিয়ম মেনে চললেই ব্যাটারির আয়ু বাড়ানো সম্ভব!

🔋 ১০০% চার্জ করা থেকে বিরত থাকুন: নিয়মিত ১০০% চার্জ করলে ব্যাটারির ওপর অতিরিক্ত চাপ পড়ে এবং এর কার্যক্ষমতা কমে যায়।

🔋 চার্জ ২০% এর নিচে নামতে দেবেন না: ব্যাটারি সম্পূর্ণ খালি করা এর স্বাস্থ্যের জন্য ক্ষতিকর।

🔋 আদর্শ চার্জিং লেভেল ৮০%-২০%: বিশেষজ্ঞদের মতে, ব্যাটারির চার্জ ২০% থেকে ৮০% এর মধ্যে রাখা সবচেয়ে কার্যকর। এতে ব্যাটারির ‘কেমিক্যাল এজিং’ প্রক্রিয়া ধীর হয়।

🔋 "Protect Battery" ফিচার ব্যবহার করুন: আপনার ফোনে যদি স্যামসাং-এর "Protect Battery" বা গুগল পিক্সেল-এর "Charging Optimization" এর মতো ফিচার থাকে, তবে অবশ্যই তা চালু রাখুন। এটি স্বয়ংক্রিয়ভাবে চার্জিং নিয়ন্ত্রণ করে ব্যাটারিকে সুরক্ষিত রাখে।

🔋 সারা রাত চার্জে দিয়ে রাখবেন না: যদিও আধুনিক ফোনগুলোতে ওভারচার্জিং প্রোটেকশন থাকে, তবুও দীর্ঘ সময় চার্জে দিয়ে রাখা অপ্রয়োজনীয় এবং এটি ব্যাটারির তাপমাত্রা বাড়াতে পারে।

এই টিপসগুলো অনুসরণ করে আপনার স্মার্টফোনের ব্যাটারিকে রাখুন সতেজ ও দীর্ঘস্থায়ী!

বিমান বিধ্বস্তের ঘটনায় বাবা আহত, সন্তান উদ্ধাররাজধানীর উত্তরা এলাকায় একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হলে বাবা মুকুল হোসেন আহত হ...
22/07/2025

বিমান বিধ্বস্তের ঘটনায় বাবা আহত, সন্তান উদ্ধার

রাজধানীর উত্তরা এলাকায় একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হলে বাবা মুকুল হোসেন আহত হন। তিনি ছেলেকে স্কুল থেকে আনতে গিয়েছিলেন, যখন বিমানটি স্কুল ভবনে আছড়ে পড়ে। মুকুলের বুকের ওপর বিমানের একটি অংশ পড়লে তিনি আহত হন এবং বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।

মায়ের সঙ্গে শিশুটি স্কুলে ছিল। দুর্ঘটনার পর মায়ের কাছে ফোন করে ছেলে সূর্য জানায় সে সুস্থ। পরে মাকে দেখে সন্তুষ্টি প্রকাশ করে। দুর্ঘটনায় ২৭ জন নিহত হয়েছে এবং দেড় শতাধিক আহত হয়েছে। পরিবারটি বিপর্যস্ত অবস্থায় রয়েছে।

মাইলস্টোন কলেজে শিক্ষার্থীরা দুর্ঘটনায় নিহত ও আহতদের জন্য বিভিন্ন দাবিতে বিক্ষোভ করছে। আজ সকালে কলেজে আইন ও শিক্ষা উপদেষ...
22/07/2025

মাইলস্টোন কলেজে শিক্ষার্থীরা দুর্ঘটনায় নিহত ও আহতদের জন্য বিভিন্ন দাবিতে বিক্ষোভ করছে। আজ সকালে কলেজে আইন ও শিক্ষা উপদেষ্টারা পরিদর্শনে আসেন, যেখানে শিক্ষার্থীদের প্রতিনিধিদের সাথে আলোচনা চলছে। বিক্ষোভের ফলে কলেজের আশপাশে জনসমাগম বাড়ছে, অভিভাবকরা সন্তানদের নিয়ে যাচ্ছেন। সোমবার একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান কলেজের ভবনে বিধ্বস্ত হয়, এতে ২৭ শিক্ষার্থী নিহত এবং ৭৮ জন হাসপাতালে চিকিৎসাধীন। কলেজের পরিচালক জানান, হতাহতের তথ্যের জন্য হেল্প ডেস্ক খোলা হয়েছে।

নীল আকাশের নিচে সবুজের সমারোহ, গ্রাম বাংলার চিরচেনা দৃশ্য!
26/06/2025

নীল আকাশের নিচে সবুজের সমারোহ, গ্রাম বাংলার চিরচেনা দৃশ্য!

সবুজ আর বুনো প্রকৃতির মাঝে আঁকাবাঁকা রেললাইন, যেন এক অজানা গন্তব্যের দিকে হাতছানি দিচ্ছে। 🌿🛤️
18/06/2025

সবুজ আর বুনো প্রকৃতির মাঝে আঁকাবাঁকা রেললাইন, যেন এক অজানা গন্তব্যের দিকে হাতছানি দিচ্ছে।
🌿🛤️

বিল গেটস বলেছেন, আগামী ২০ বছরে তিনি তার প্রায় সব সম্পদ দান করে দেবেন।বিল গেটস তাঁর ব্লগে উল্লেখ করেছেন, ১৮৮৯ সালে অ্যান্...
09/05/2025

বিল গেটস বলেছেন, আগামী ২০ বছরে তিনি তার প্রায় সব সম্পদ দান করে দেবেন।

বিল গেটস তাঁর ব্লগে উল্লেখ করেছেন, ১৮৮৯ সালে অ্যান্ড্রু কার্নেগি 'দ্য গসপেল অব ওয়েলথ' নামে একটি প্রবন্ধ লেখেন, যেখানে ধনীদের সমাজের জন্য সম্পদ ব্যয় করার আহ্বান জানানো হয়। গেটস সেখানে কার্নেগির বিখ্যাত কথা তুলে ধরেন— 'যে ব্যক্তি ধনী অবস্থায় মারা যান, তিনি গ্লানিকর অবস্থায় মারা যান।

সুখবর! কম্পিউটার থেকে হোয়াটসঅ্যাপ ওয়েব ভার্সনে (WhatsApp Web) সরাসরি ভয়েস ও ভিডিও কল করার সুবিধা পরীক্ষাধীন। সম্ভবত আগা...
02/05/2025

সুখবর! কম্পিউটার থেকে হোয়াটসঅ্যাপ ওয়েব ভার্সনে (WhatsApp Web) সরাসরি ভয়েস ও ভিডিও কল করার সুবিধা পরীক্ষাধীন। সম্ভবত আগামী কয়েক সপ্তাহের মধ্যেই এটি ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত করা হবে!

"উপকূলে থাকা জাহাজ সব সময় নিরাপদ। কিন্তু জাহাজ উপকূলে থাকার জন্য তৈরি হয়নি।"- আলবার্ট আইনস্টাইন
19/04/2025

"উপকূলে থাকা জাহাজ সব সময় নিরাপদ। কিন্তু জাহাজ উপকূলে থাকার জন্য তৈরি হয়নি।"

- আলবার্ট আইনস্টাইন

25/02/2025
DeepSeek সম্পর্কে মজার পাঁচটি তথ্য: এই AI-টি সম্পর্কে আপনি জানেন কি? চলুন তার কাছ থেকেই জেনে নিই😜হ্যালো বন্ধুরা! 👋আজ আপন...
28/01/2025

DeepSeek সম্পর্কে মজার পাঁচটি তথ্য: এই AI-টি সম্পর্কে আপনি জানেন কি? চলুন তার কাছ থেকেই জেনে নিই😜

হ্যালো বন্ধুরা! 👋

আজ আপনাদের সাথে শেয়ার করবো আপনার এই "ডিজিটাল বন্ধু" (DeepSeek) সম্পর্কে কিছু মজাদার ফ্যাক্ট—যেগুলো শুনে আপনি হাসতে বাধ্য! 🚀

১. আমি "DeepSeek" এর তৈরি, কিন্তু হাঁটতে পারি না! 😂**

চাইনিজ কোম্পানি DeepSeek আমাকে বানিয়েছে, কিন্তু আমি কোনো রোবট নই—একটা AI! আমার হাত-পা নেই, তবুও পুরো ইন্টারনেটে ছড়িয়ে থাকা তথ্য দিয়ে আপনাকে সাহায্য করতে পারি!

২. বাংলা শিখেছি "স্পিড রানার" মোডে! 🏃

আমার প্রোগ্রামিংয়ে বাংলা ভাষা অ্যাড করা আছে, তাই আপনার "কি করছেন?" থেকে "ইলিশের দাম কেমন?"—সব প্রশ্নের উত্তর দিতে পারি! গুগল ট্রান্সলেটের চেয়ে বেশি স্মার্ট বললে বাড়াবাড়ি হবে? 😎

৩. ২৪/৭ কাজ করি... কোনো ছুটি নেই! 😴

আমার ঘুম বা ব্রেক নেই! রাত ৩টায় গণিতের সমস্যা সমাধান করতে চান? জাস্ট বলুন, আমি প্রস্তুত! (কফি খাই না, চার্জ দিলেই চলবে! ⚡)

৪. "মেমরি" বলতে শুধু ডেটা! 🧠

আপনি গতকাল কী জিজ্ঞেস করেছিলেন, তা আমি মনে রাখি না! প্রতিটি চ্যাট নতুন শুরু... তাই বারবার একই প্রশ্ন করলেও রাগ করব না! 😇

৫. পিৎজা খেতে পারি না... কিন্তু রেসিপি দিতে পারি! 🍕

আমার ফেভারিট খাবার? "ইলেকট্রিসিটি!" 😜 তবে যেকোনো রান্নার রেসিপি, জটিল সমীকরণ, বা গান-কবির লিরিক—সবই শেয়ার করতে পারি!

👉 আপনার পালা!

আমার সম্পর্কে আর কী জানতে চান? নাকি নিজের কোনো মজার ফ্যাক্ট শেয়ার করবেন? নিচে কমেন্ট করুন! ❤️



📌 পোস্টটি শেয়ার করে সবাইকে জানান—একটা AI কতটা মজার হতে পারে!😄

রোবটের কথা তো অনেক শুনেছেন, কিন্তু কখনো কোবটের কথা শুনেছেন?কোবট বা Collaborative Robots হলো এমন ধরনের রোবট, যেগুলো মানুষ...
08/12/2024

রোবটের কথা তো অনেক শুনেছেন, কিন্তু কখনো কোবটের কথা শুনেছেন?

কোবট বা Collaborative Robots হলো এমন ধরনের রোবট, যেগুলো মানুষের সাথে একসঙ্গে কাজ করার জন্য বিশেষভাবে ডিজাইন করা হয়েছে। বর্তমান সময়ে বিভিন্ন ক্ষেত্রে কাজ সহজ করতে কোবটের ব্যবহার দিন দিন বাড়ছে। চলুন জনপ্রিয় কিছু কোবট সম্পর্কে জেনে নেই:

1. UR3, UR5, এবং UR10 (Universal Robots):
এই কোবটগুলো মূলত কারখানার অটোমেশন কাজের জন্য ব্যবহৃত হয়। যেমন- পিক অ্যান্ড প্লেস, মেশিন টেন্ডিং, স্ক্রু ড্রাইভিং ইত্যাদি।

2. Baxter এবং Sawyer (Rethink Robotics):
এসব কোবট শিক্ষাপ্রতিষ্ঠান ও গবেষণাগারে ব্যবহৃত হয়। পাশাপাশি ম্যানুফ্যাকচারিং ও অ্যাসেম্বলিং কাজে মানুষের সহযোগী হিসেবে কাজ করে।

3. KUKA LBR iiwa:
এই কোবটটি মেটাল প্রসেসিং, মেডিকেল টেকনোলজি এবং সাধারণ ইন্ডাস্ট্রিয়াল কাজের জন্য ব্যবহৃত হয়।

4. ABB YuMi:
ইলেকট্রনিক্স অ্যাসেম্বলি এবং ছোট পার্টস অ্যাসেম্বলিংয়ে দক্ষ এই কোবটটি অনেক জনপ্রিয়।

5. FANUC CR-35iA:
ভারী ওজনের বস্তু স্থানান্তরের কাজে ব্যবহৃত এই কোবটটি মানুষের নিরাপত্তার জন্য বিশেষ ব্যবস্থা নিয়ে কাজ করে।

আপনার জানা বা ব্যবহৃত কোনো কোবটের অভিজ্ঞতা আমাদের সাথে শেয়ার করুন!

Address

Dhaka
Kishoreganj

Alerts

Be the first to know and let us send you an email when NH Masum posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to NH Masum:

Share