Md Bayazid Mia

Md Bayazid Mia সবাই আমার পেইজ টা সাপোর্ট করবেন
(1)

31/08/2023

একদিন ক্যানাডার এক শহরে কনকনে ঠান্ডা এক শীতের রাতে একজন কোটিপতি ভদ্রলোক তার বাড়ির সামনে এক দরিদ্র বৃদ্ধ কে দেখতে পেলেন। কিন্তু আশ্চর্যের বিষয় হলো বৃদ্ধ লোকটি সম্পূর্ণ খালি গায়ে ছিল তার গায়ে কোন কাপড় ছিলনা। এটা দেখে তার কাছে খুবই খারাপ লাগলো। তিনি বৃদ্ধ লোকটিকে জিজ্ঞাসা করলেন বাহিরে এত ঠান্ডা আর আপনার গায়ে কোন কাপড়ও নেই আপনার কি শীত লাগে না। কোটিপতির এই কথা শুনে বৃদ্ধ লোকটি একটু মুচকি হাসলো। তারপর উত্তরে বললো। আমার কাছে কোন উঞ্চ কাপড় নেই কিন্তু আমি এটা মানিয়েছি নিয়েছি। এতে আমার কোন সমস্যা হয়না।

কোটিপতি লোকটি তার কথা শুনে আরও অবাক হয়ে গেলেন। এটা কি করে সম্ভব। এত ঠান্ডা শীত কি কোন মানুষ সহ্য করতে পারে। যাইহোক সেই বৃদ্ধের জন্য তার মনে খুবই মায়া লাগলো। তিনি বৃদ্ধকে বললেন আপনি আমার জন্য অপেক্ষা করুন কোথাও যাইয়েন না আবার। আমি আপনার জন্য ভিতর থেকে একটা শীতের পোশাক নিয়ে আসবো।

বৃদ্ধ লোকটি তার এই কথা শুনে মনে মনে খুবই খুশি হলেন। একটু মাথা নারিয়ে বলল ঠিক আছে আমি অপেক্ষা করব।

কোটিপতি লোকটি তার বাড়ির ভেতরে চলে গেলেন এবং আলমারি থেকে বৃদ্ধের জন্য ভাল দেখে একটা শীতের পোষাক বের করলেন। কিন্তু এরই মধ্যে হঠাৎ করেই বাড়ির কাজে তিনি ব্যস্ত হয়ে পড়লেন। তিনি এতটা ব্যাস্ত হয়ে পড়েছিলেন যে, সেই বৃদ্ধের কথা তিনি একেবারেই ভুলেই গেলেন। এভাবেই কেটে গেল সারা রাত।

সকালে ঘুম থেকে উঠা মাত্রই তার মনে হল সেই বৃদ্ধ দরিদ্র লোকটির কথা। তিনি আর দেরি না করে শীতের পোশাক টি নিয়ে ঘর থেকে বের হলেন বৃদ্ধ লোকটিকে দেয়ার জন্য। কিন্তু তিনি তার বাড়ির কিছু সামনেই দেখতে পেলেন বৃদ্ধ লোকটি মৃত অবস্থায় পড়ে আছে নিশ্চয়ই লোকটি ঠান্ডায় অনেক কষ্ট পেয়ে তারপর মারা গেছে। এটা তার কাছে খুবই খারাপ লাগলো। নিজেকে নিজের কাছে খুবই অপরাধী মনে হচ্ছিল। এটা আমি কি করলাম। বৃদ্ধতো আমার কাছে চায়নি। আমিইতো নিজে থেকে সেধে তাকে শীতের কাপড় টি দেয়ার কথা বললাম। এটা কি করলাম আমি।

লোকটি দেখলো বৃদ্ধে মানুষটির হাতে একটা চিরকুট রয়েছে। তিনি সেটা হাতে নিয়ে খুলে দেখলেন - তাতে লেখা রয়েছে।

আমার কাছে যখন কোন শীতের গরম কাপড় ছিল না। তখন আমার ঠান্ডার সাথে লড়াই করার ক্ষমতা ছিল। আমার কোন কষ্ট হতনা। কারন আমি এটা মানিয়ে নিয়েছিলাম। এটা আমার শরীরের সাথে সয়ে গিয়েছিল। কিন্তু আপনি যখন আমাকে সাহায্য করার জন্য প্রতিশ্রুতি দিয়েছিলেন তখন আমি আপনার কথার

25/06/2023

এই ঈদ উদযাপন কোথায় করবেন,,,,??
❤️ 🥰‌ 😥
গ্রামে শহরে প্রবাসে

শূন্য পকেট, হাতে বাজারের ব্যাগ, কাঁধে নারিকেল...কত ক্ষুদ্র চাহিদা! এ মানুষগুলো যেন সুন্দর.
23/06/2023

শূন্য পকেট, হাতে বাজারের ব্যাগ, কাঁধে নারিকেল...
কত ক্ষুদ্র চাহিদা!
এ মানুষগুলো যেন সুন্দর.

Social media marketing: বর্তমান সময়ের সময়ের সাথে তাল মিলিয়ে লোকাল মার্কেটিং যেরকম ভাবে জনপ্রিয়তা পাচ্ছে তার চেয়ে বে...
20/05/2023

Social media marketing: বর্তমান সময়ের সময়ের সাথে তাল মিলিয়ে লোকাল মার্কেটিং যেরকম ভাবে জনপ্রিয়তা পাচ্ছে তার চেয়ে বেশি জনপ্রিয়তা পাচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং। কেননা বর্তমানে মানুষ সোশ্যাল মিডিয়ার দিকে ঝুকে পড়ছে দিনে দিনে।

সোসাল মিডিয়া মার্কেটিং কি?

সোশ্যাল মিডিয়া মার্কেটিং হলো বর্তমানে যে সোশ্যাল মিডিয়া (Social Media Marketing) রয়েছে সেখানে আপনার সার্ভিস বা পণ্য টা কে বিজ্ঞাপন বা শেয়ারিং এর মাধ্যমে প্রচার করা কি সোশ্যাল মিডিয়া মার্কেটিং (Social Media Marketing বলে।

যে Social Media তে আমরা অনেক সময়ই নষ্ট করে থাকি কিন্তু আমরা সেটা বুঝতে পারিনা শুধু বিনোদন এর জন্য। কিন্তু আমাদের লাইফে সময় খুব গুরুত্বপূর্ণ জিনিস।

তাহলে আসুন অযথা সময় নষ্ট না করি অনলাইনে বসে,ফ্রিল্যান্সিং এর ডিজিটাল মার্কেটিং সেক্টর এ স্কিলডোভেলপমেন্ট করে কাজ করতে পারি সে Social Media তে। 💻🧑‍💻



💻👉ডাটা এন্ট্রি কি ? (What Is Data Entry)✅ডাটা এন্ট্রি কাজটা কি, এবিষয়ে স্পষ্ট করে বোঝার জন্যে আপনাকে ডাটা এন্ট্রি মানে ক...
18/05/2023

💻👉ডাটা এন্ট্রি কি ? (What Is Data Entry)

✅ডাটা এন্ট্রি কাজটা কি, এবিষয়ে স্পষ্ট করে বোঝার জন্যে আপনাকে ডাটা এন্ট্রি মানে কি সেবিষয়ে আগে বুঝে নিতে হবে।

✅Data entry মানে, একজন টাইপিস্ট (typist) এর সাহায্যে টাইপিং এর মাধ্যমে যেকোনো হার্ড কপি থেকে ডাটা গুলোকে সফ্ট কপিতে কনভার্ট করা এবং ডাটা গুলোকে তাদের যথাযত স্থানে সংগ্রহ করা বা জমা করা।

💻মূলত, ডাটা গুলোকে একটি কম্পিউটারের মাধ্যমে কিছু সফটওয়্যার এর সাহায্যে যোগ বা আপডেট করা হয়।

ডাটা (DATA) বলতে যেকোনো ধরণের object, file, information বা media ইত্যাদি হতে পারে।

যেমন, audio, video, document, image, numbers, text ইত্যাদি।

💻ডাটা এন্ট্রির ক্ষেত্রে বিভিন্ন ধরণের ডাটা গুলোকে একটি physical paper document থেকে দেখে কীবোর্ড এর দ্বারা কম্পিউটারে টাইপ করে digital কপিতে রূপান্তর করা হয়।

👉আর, এই ধরণের ডাটা এন্ট্রির কাজ যেই ব্যক্তির দ্বারা করানো হয় তাকেই বলা হয় “ডাটা এন্ট্রি👈
#হেপিফ্রীল্যান্সিং
#ডিজিটালমারকেটিং
#ফ্রিল্যান্সিং
#স্কিলস

  কী ❓(WordPress)  #ওয়ার্ডপ্রেস হচ্ছে বর্তমানে সর্বাধিক জনপ্রিয় ব্লগ পাবলিশিং অ্যাপলিকেশনস এবং শক্তিশালী কন্টেন্ট ম্যা...
18/05/2023

কী ❓

(WordPress) #ওয়ার্ডপ্রেস হচ্ছে বর্তমানে সর্বাধিক জনপ্রিয় ব্লগ পাবলিশিং অ্যাপলিকেশনস এবং শক্তিশালী কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম (CMS), যা পিএইচপি এবং মাইএসকিউএল দ্বারা তৈরিকৃত ।

বিশ্বের 🌏 প্রায় ৪৫% ওয়েবসাইট আজ #ওয়ার্ডপ্রেস দ্বারা তৈরি।

্রিয়_কেনো ❓

#ওয়ার্ডপ্রেস বিশ্বের সব থেকে শক্তিশালী এবং অনেক সহজ একটি ফ্রি অনলাইন ওয়েবসাইট মাধ্যম।
দিন দিন ওয়ার্ডপ্রেসের চাহিদা এবং কাজের সংখ্যা বেড়ে চলেছে। যেকোনো ধরনের ওয়েবসাইট বানানোর জন্য বর্তমানে সেরা সিএমএস প্ল্যাটফর্ম।

মাধ্যমে আপনি কোডিং না শিখেও চমৎকার একটি ওয়েবসাইট তৈরী করতে পারেন।👈

✨এ-ই একটি স্কিল আপনাকে দিতে পারে একটা স্ট্রং ও পারফেক্ট ক্যারিয়ার। ✨

িখে_কি_কি_করা_যায় ❓

১. ইন্টারন্যাশনাল বা লোকাল মার্কেটে ফ্রিল্যান্সিং করা যায়।

২. প্রফেশনাল মানের নিজেস্ব ওয়েবসাইট তৈরি করা যায়।

৩. ব্লগ বা কন্টেন্ট তৈরি করা যায় 🖊️

৩. ই-কমার্স ব্যাবসা করা বা সাইট বিল্ডার হয়া যায়

৪. এফিলেইট মার্কেটিং করা যায় পৃথিবীর 🌎 সব বড় বড় ই-কমার্স সাইট থেকে।








Address

Karimganj
Kishoreganj

Alerts

Be the first to know and let us send you an email when Md Bayazid Mia posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share