13/11/2024
অপেক্ষা :
অপেক্ষা মানুষের অনুভূতি নষ্ট করে দেয়।
ধরুন,,
আপনি প্রপোজ করবেন বলে কেউ অপেক্ষা করছে, কিন্তু আপনি তাকে শুধু অপেক্ষাই করালেন এবং অন্য কারোর প্রতি গুরুত্ব দেখালেন। অপেক্ষার একটা পর্যায়ে সে হতাশ হয়ে তার ইমোশন গুলো কবর দিয়ে শক্ত হয়ে যাবে। তখন আর তার কাছে আপনার কোন কিছুই গুরুত্ব পাবেনা।
ধরুন,
আপনাকে কেউ সারপ্রাইজ দিবে বলে অপেক্ষায় আছে। কিন্তু আপনি তাকে আসছি বলে অন্য কাউকে বা কিছুকে বেশি গুরুত্ব দিয়ে তাকে অপেক্ষা করালেন। তখন আর তার সারপ্রাইজের কোন অর্থ খুঁজে পাবেনা সে।
ধরুন,
কারোর সাথে দেখা করবেন বলে অপেক্ষা করালেন। সে সুন্দর একটা অনুভূতি নিয়ে আপনার অপেক্ষায় থাকল। কিন্তু আপনি ইচ্ছে করেই নিজের ওজন বৃদ্ধির জন্য দেরি করে গেলেন।
তখন আর তার সুন্দর অনুভূতিগুলো কাজ করবেনা।
পৃথিবীতে কারোর প্রিয় মানুষগুলো যখন এমন আচরণ করে তখন আর কারোর প্রতিই আস্থা রাখা যায়না।