26/12/2024
আমাদের মিঠামইন
মিঠামইন, হাওরের রানী,
জল আর সবুজের গল্প জানি।
নিচু ভূমি বিস্তৃত মাঠে,
স্বপ্ন বুনে কৃষকের হাতে।
কাঠের বাজার কোলাহলে,
বাণিজ্যের গান বাজে জলে।
গাছের ঘ্রাণে মাতোয়ারা প্রাণ,
বহে বাতাসে সুমধুর গান।
গুড়া মাছের স্বাদ যে অমৃত,
হাওরের জলে তৃপ্তির গীত।
ঢেউয়ের ছন্দে বয়ে চলে,
জীবনের ছবি আঁকে জলে।
দিল্লির আখড়া ইতিহাস ধরে,
ধ্বনি ওঠে যুগের সুরে।
সাধু-সন্ন্যাসীর ধ্যানের ঠাঁই,
ভক্তের মনে শান্তি পাই।
এখানেই তো রাষ্ট্রপতি,
আব্দুল হামিদের স্মৃতি বাটি।
গর্বের হাসি মাটির বুকে,
স্মরণে থাকে চিরসুখে।
ঐতিহ্যের গান গায় ধরণি,
মিঠামইনের রূপ যে অমনি।
হাওরের বুকে বয়ে যায় সুর,
প্রকৃতির প্রেমে হৃদয় পুর।
মিঠামইন, তোমায় ঘিরে,
বাংলা জাগে ভালোবাসার নীরে।
ইতিহাস আর প্রকৃতির টানে,
তুমি রয়েছো গানের মানে।