
07/05/2025
সফলতায় সবকিছুর উর্ধ্বে নয়
আল্লাহর দেওয়া মনের প্রকৃত শান্তিই পৃথিবীতে বেচে থাকার প্রধান চালিকাশক্তি
কোনো কিছুরই তার অভাব ছিলোনা। যেমন মেধাবী তেমনই সুদর্শন পুরুষ ছিলেন তিনি । শুধুমাত্র পারিবারিক শান্তিটা ছিল না! যা তিনি বারবার চেয়েছিলেন!
"কাওকে ভালো রাখতে পারলাম না"
—পলাশ সাহা, এএসপি-৩৭তম বিসিএস
তিনি চিরকুেট এই উক্তিটি লিখে আজ ৭ মে, ২০২৫ এএসপি পলাশ আত্মহত্যা করেছেন।
প্রথমে সাব-রেজিস্ট্রার, এরপর শিক্ষা ক্যাডার এবং সর্বশেষ জয়েন করেছিলো পুলিশ ক্যাডারে।
বর্তমানে সিনিয়র এএসপি হিসেবে চট্টগ্রামে র্যাবে কর্মরত ছিলেন। নিজের ইস্যু করা পিস্তল নিজের উপর ব্যবহার করেই আ-ত্ম-হ*ত্যা*র পথ বেছে নিয়েছেন।
কি হবে এতো এতো অর্জন দিয়ে যদি পরিবারেই শান্তি না থাকে....!!!!
সহজ কথায় এটাই বুঝা যায় সফল হলেই ভালো থাকা যায় না..