19/07/2024
এই সংলাপের প্রস্তাব আরো আগে হতে পারতো। দেশ ও জনগণের স্বার্থে একটু নমনীয় হওয়া যেতো।
তাতে সম্মান এবং অবস্থান মোটেই কমতো না
বরং; আরো বাড়তো।
উফ!! এতো গুলো মেধাবী শিক্ষার্থীদের লাশের বোঝা কাঁধে নিয়ে সংলাপের প্রস্তাবে রাজি হওয়াটা ছাত্র জনতার পক্ষে এখন অনেক কঠিন হয়ে গেছে।
তাদের ভয় ভেঙে গেছে।
তারপরও আশা রাখি , চলমান এই পরিস্থিতি একটি গ্রহণযোগ্য এবং সুষ্ঠু সমাধানের মাধ্যমে সমাপ্ত হোক।
হাসবুনাল্লাহু ওয়ানি'মাল ওয়াকিল...