Abu Bokor Siddik

Abu Bokor Siddik Abu Bokor Siddik is an Islamic Nasheed Artist, Writer & Member of Nasheed Band Anupam ShilpiGosthi.

Abu Bokor Siddik is a Bangladeshi Musician and Musical Artist.He is a Member of Islamic Nasheed Band Anupam Shilpigosthi.

তাক্বাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম!ঈদ মোবারক🥰🖤  AbAbu Bokor Siddik
31/03/2025

তাক্বাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম!
ঈদ মোবারক🥰🖤




AbAbu Bokor Siddik

শূন্যে লাফাচ্ছে হরিণ। এক লাফেই তেইশ হাত!আর বাঘ যায় এক লাফে বাইশ হাত। তাহলে অংকের হিসেবে বাঘ কখনও হরিণকে ধরার কথা নয়।কিন্...
24/03/2025

শূন্যে লাফাচ্ছে হরিণ। এক লাফেই তেইশ হাত!

আর বাঘ যায় এক লাফে বাইশ হাত। তাহলে অংকের হিসেবে বাঘ কখনও হরিণকে ধরার কথা নয়।

কিন্তু বাস্তবে ঘটছে উল্টোটা। বাঘের হাতে হরিণকে কাবু হতে হয়।

কিন্তু কেন?

কারণ হলো— হরিণ লাফাতে লাফাতে কখনও কখনও পিছন ফিরে তাকায়, বাঘের চাইতে সে কতোটা এগিয়েছে তা বুঝার জন্য।

আর এটাই হয় হরিণের সর্বনাশের কারণ। পেছন ফিরতে গিয়ে এক লাফ কমলেই তেইশ হাত পিছনে চলে আসে!

তাই জীবনের চলার পথে কখনো কখনো শত বাধা বিপত্তি থাকলেও পিছনে তাকাতে নেই। দৃঢ় প্রত্যয়ে সামনে এগিয়ে যাওয়ার নামই হচ্ছে স্বপ্নের কাছাকাছি পৌঁছানো।




Abu Bokor Siddik

আমার আসবে যবে জীবনের সন্ধ্যাদিবসের ক্রমে হবে ঘোরকানেতে পুষিবে নাকো পৃথিবীর সুরমোর পাশে ফোট তুমি হে রজনীগন্ধ্যা✍️ সেলিম হ...
18/02/2025

আমার আসবে যবে জীবনের সন্ধ্যা
দিবসের ক্রমে হবে ঘোর
কানেতে পুষিবে নাকো পৃথিবীর সুর
মোর পাশে ফোট তুমি হে রজনীগন্ধ্যা

✍️ সেলিম হোসাইন




Abu Bokor Siddik
আবু বকর ছিদ্দিক
Abu Bokor Siddik

জীবনের কঠিন সময়গুলোতে নিজেকে গোপন রাখাই ভালো। নিজের দুঃখ কষ্ট কাউকে না দেখানোই উত্তম।জীবনে যদি কখনও খুব খারাপ সময় আসে, ত...
06/02/2025

জীবনের কঠিন সময়গুলোতে নিজেকে গোপন রাখাই ভালো। নিজের দুঃখ কষ্ট কাউকে না দেখানোই উত্তম।

জীবনে যদি কখনও খুব খারাপ সময় আসে, তাহলে নিজের দুঃখ কষ্টগুলো নিজের মাঝে এমন ভাবে আড়াল করে রেখো যেনো তোমার গা ঘেঁষে বসে থাকা মানুষটিও টের না পায় গোপনে তুমি ভেঙে গেছো খুব। পুড়ে ছারখার হয়ে গেছে মনের বন। আকস্মিক ঝড়ে, ঝরে গেছে জীবন বৃক্ষের সব কয়টি সবুজ পাতা। শক্ত হও। নিজেকে নিজে বুঝাও যে এত সামান্য বাতাসে ঝরে যেতে নেই, ভেঙে যেতে নেই অমন হাল্কা আঘাতে।
কান্না পেলে একা একা গোপনে কাঁদো, তবুও নিজের দুঃখের ক্ষতগুলো কাউকে দেখাতে যাবে না। মনে রেখো, যে নিজের জন্য আলো হতে পারে না, পৃথিবীর সমস্ত আলো মিলেও তাকে পথ দেখাতে পারে না।
জানোই তো মানুষ বড় নিষ্ঠুর ও নির্দ্বয়। ভেঙে যাওয়া মৌচাক দেখলে ঢিল মেরে আরও বেশী ভেঙে দিয়ে পৈশাচিক আনন্দ পায়।🖤




©️ Abu Bokor Siddik

~ জুম'আর সালাত পড়তে এসেছি। অজুখানায় ঢুকে দেখি একটা বাচ্চা পানির কল ছেড়ে দাঁড়িয়ে আছে। ভাবলাম.. হয়তো পানি নিয়ে খেলা করছে। ...
05/02/2025

~ জুম'আর সালাত পড়তে এসেছি। অজুখানায় ঢুকে দেখি একটা বাচ্চা পানির কল ছেড়ে দাঁড়িয়ে আছে। ভাবলাম.. হয়তো পানি নিয়ে খেলা করছে। একেবারেই ছোট বাচ্চা। এই বয়সের বাচ্চারা সুন্দর কিছু দেখলে খেলায় মেতে ওঠে।

কিন্তু কাছে গিয়ে দেখি সে ওযু করছে। হাত ধোয়ার সময় বলছে— এক..দুই.. তিন.। এভাবে তিনবার করে নিজের ছোট্ট ছোট্ট আঙুল দিয়ে হাত-পা ধৌত করছে।

তাকে বললাম— মাশা আল্লাহ। তুমি তো ভালোই ওযু করতে জানো দেখি!

আমার কথা শুনে ভাঙা ভাঙা বুলিতে সে যা বলল তা ছিল এমন—

'ওযু করা এক্কেবারে সহজ। এতে আমার অসুবিধা হয় না কখনও। অসুবিধা হয় নামাজে দাঁড়াতে গেলে। ছোট বলে সবাই আমাকে পেছনের কাতারে পাঠিয়ে দেয়। কিন্তু আমি তো অন্যদের মতো দুষ্টুমি করি না। তখন বরং ওদের দুষ্টুমির কারণে আমিও নামাজ পড়তে পারি না ঠিকমতো।'

বললাম— 'তোমার আব্বুর সাথে নামাজে দাঁড়াবে। তাহলে কেউ তোমাকে পেছনে পাঠাবে না।'

বলল— 'আব্বু মারা গেছেন। প্রতিবেলা নামাজের সময় হলে আম্মু আমাকে মসজিদে পাঠান। আর বলে দেন, আব্বুর সাথে দেখা করতে চাইলে; নামাজ পড়ে তার জন্য দুআ করো। তাহলে খুব তাড়াতাড়ি আব্বুর সাথে সুন্দর একটা জায়গায় তোমার দেখা হবে।'

এটি কোনো গল্প নয়। বাস্তব ঘটনা। জানি না.. কে সেই মহিয়সী; যিনি এমন পবিত্র ফুলের জন্ম দিয়েছেন। সালাম তাকে।

✒️ আবু হাসানাত কাসিম




Abu Bokor Siddik

উনারা হলেন জাতি গঠনের প্রথম কারিগর। উনাদের ঠকানো কোনো ভাবেই কাম্য নয়
01/02/2025

উনারা হলেন জাতি গঠনের প্রথম কারিগর। উনাদের ঠকানো কোনো ভাবেই কাম্য নয়

শিশুর শিক্ষার ভিত তৈরি হয় প্রাথমিকেই। কিন্তু যারা সেই ভিত পোক্ত করেন, সেই শিক্ষকরা এখনও তৃতীয় শ্রেণির কর্মচারী!

সবচেয়ে বড় যুদ্ধে হয় না কোনো রক্তারক্তি, চলে না কোনো মামলা মোকাদ্দমা, থাকে না কোনো সাক্ষী। সবচেয়ে বড় যুদ্ধটা মানুষে মানুষ...
26/12/2024

সবচেয়ে বড় যুদ্ধে হয় না কোনো রক্তারক্তি, চলে না কোনো মামলা মোকাদ্দমা, থাকে না কোনো সাক্ষী। সবচেয়ে বড় যুদ্ধটা মানুষে মানুষে নয়; নিজের সাথে নিজের।

Me vs Me!
Head vs Heart!




কেউ জানে না, কেউ বোঝে না। নীরবে নিজের সাথেই নিজে যুদ্ধ চালিয়ে যাচ্ছে কত মানুষ...প্রতিনিয়ত!

Abu Bokor Siddik

পিতৃহারা ৭/৮ বছর বয়সের ছেলেটি স্কুল হতে বাড়ীতে এসে মাকে বলল,,,,"মা"-- প্রিন্সিপাল আমাকে আদর করে কিছু ক্যান্ডি দিয়েছে,, আ...
17/12/2024

পিতৃহারা ৭/৮ বছর বয়সের ছেলেটি স্কুল হতে বাড়ীতে এসে মাকে বলল,,,,
"মা"-- প্রিন্সিপাল আমাকে আদর করে কিছু ক্যান্ডি দিয়েছে,, আর-- তোমার জন্য এই চিঠিটা,,,

মা চিঠিখানা খুলে পড়ে কেঁদে ফেললেন,,

মায়ের চোখে জল দেখে ছেলেটি বললো --"মা"
কাঁদছো কেনো?

চোখ মুছতে মুছতে মা বললেন-- "বাবা"
এটা আনন্দের কান্না,,,,,

বলেই ছেলেটিকে চুমু দিয়ে বললেন,; আমার
জিনিয়াস বাবা,; তোকে চিঠিটা পড়ে শোনাই,,

মা আনন্দের সাথে চিৎকার করে স্যার‌ের ল‌েখার ভাষা বদল‌ে নিজের মত কর‌ে পড়তে লাগলেন,,,, "ম্যাম"
আপনার ছেলেটি সাংঘাতিক জিনিয়াস,,
আমাদের ছোট্ট শহরে ওকে শিক্ষা দেওয়ার মত
শিক্ষক আমাদের নেই;;
তাই--যদি পারেন আপনার ছেলেকে বড় শহরে
কোনো স্কুলে ভর্তি করে দিলে ভালো হয়,,
এই ছেলেটি একদিন বিশ্বে প্রচুর সুনাম অর্জন করবে,,

পত্রখানা পড়েই মা, ছেলেটিকে চুমু দিয়ে বললেন, এই জিনিয়াস ছেলেটিকে আমি নিজেই পড়াবো,,,

মা নিজেই শিক্ষা দিয়ে ছেলেটিকে যুক্তরাষ্ট্রের তথা সমগ্ৰ পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ বৈজ্ঞানিক বানালেন,,

""" #টমাস_আলভা_এডিসন"""

বৈদ্যুতিক বাল্ব, শব্দ রেকর্ডিং, মুভি ক্যামেরা বা চলমান ছবি ইত্যাদি সহ হাজারো আবিষ্কার তাঁর;;

মায়ের মৃত্যুর পর টমাস এডিসন একদিন সেই ছোট্ট গ্রামে মায়ের সেই ছোট্ট বাড়ীতে গিয়ে ঘর পরিষ্কারের সময় স্কুলের প্রিন্সিপ্যালের দ‌েয়া চিঠিটা পেল,, চিঠিখানা পড়ে টমাস কেঁদে দিল!!

তাতে লেখা ছিল,
"ম্যাডাম--
আপনার ছেলে টমাস এডিসন একজন মেন্টালি রিটার্ডেড;;
সে এতটাই নির্বোধ যে- তাকে শিক্ষা দেওয়ার মত ক্ষমতা আমাদের নেই//
কার'"ও আছে বলেও আমাদের জানা নেই,, আপনার ছেলের কারণে আমাদের স্কুলটির সুনাম ক্ষুন্ন হবে,,
তাই কমিটির সিদ্ধান্ত অনুযায়ী আপনার ছেলেকে স্কুল থেকে স্থায়ীভাবে বহিস্কার করা হল;;;

শিক্ষনীয়ঃ-
সন্তানের সাথে সর্বদাই পজিটিভ আচরন করবেন, বাসস্থান হল সর্বশ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান এবং মা হলেন সর্বশ্রেষ্ঠ শিক্ষক!!,//

#শিক্ষা_ও_তথ্য_কেন্দ্র।



Abu Bokor Siddik

একাত্তুরের রাজপুত্র...(৪এপ্রিল, ১৯৭১, চুয়াডাঙ্গা)   Abu Bokor Siddik
16/12/2024

একাত্তুরের রাজপুত্র...
(৪এপ্রিল, ১৯৭১, চুয়াডাঙ্গা)





Abu Bokor Siddik

 #একটি_শিক্ষনীয়_গল্প -একটি ইঁদুর এক চাষীর ঘরে বাসা বেঁধে ছিল। একদিন ইঁদুরটি দেখলো চাষী আর তার স্ত্রী থলে থেকে কিছু একটা ...
15/12/2024

#একটি_শিক্ষনীয়_গল্প

-একটি ইঁদুর এক চাষীর ঘরে বাসা বেঁধে ছিল।
একদিন ইঁদুরটি দেখলো চাষী আর তার স্ত্রী থলে থেকে কিছু একটা জিনিস বের করছেন।
ইঁদুর ভাবলো থলের ভিতর নিশ্চয়ই কোনো খাবার আছে, তাই সে গুটি গুটি পায়ে এগুলো।
এগিয়ে দেখলো সেটা খাওয়ার কিছু নয়, সেটা ছিল একটা ইঁদুর ধরার ফাঁদ।

-ফাঁদ দেখে ইঁদুর পিছাতে থাকলো। ইঁদুরটি বাড়ির পিছনের খোপে থাকা পায়রাকে গিয়ে বলল- জানো আজ বাড়ির মালিক একটা ইঁদুর ধরার ফাঁদ এনেছে !! এটা শুনে পায়রা হাসতে থাকলো আর বলল-
তাতে আমার কি?
আমি কি ওই ফাঁদে পড়তে যাব না কি.?

-নিরাশ হয়ে ইঁদুরটি মুরগীকে গিয়ে একই কথা বলল। মুরগী ইঁদুরকে হেয় করে বলল- 'যা ভাই, এটা আমার কোনো সমস্যা নয়।'

-ইঁদুরটি হাঁপাতে হাঁপাতে মাঠে গিয়ে ছাগলকে শোনালো। ছাগল শুনে হেসে লুটোপুটি খেতে থাকলো আর বললো, এটা তোকে মামা ফাঁদ, আমিতো আর সেখানে আটকা পড়ে মরবো না, যা এখান থেকে.!!!
কেউ তার কথার গুরুত্ব দিলনা, তার সহযোগীতায় কেউ এগিয়ে এলোনা।

-সেই দিন রাত্রে 'ফটাস' করে একটি শব্দ হলো, ফাঁদে
একটি বিষাক্ত সাপ আটকে গিয়েছিল। অন্ধকারে চাষীর স্ত্রী সাপের লেজকে ইঁদুর ভেবে বের করলো, আর সাপটি তাকে ছোবল মারল।

-অবস্থা বেগতিক দেখে চাষীটি ওঝাকে ডাকলো।
ওঝা তাকে পায়রার মাংস খাওয়ানোর পরামর্শ দিল।
পায়রাটি এখন রান্নার হাঁড়িতে।

-চাষীর স্ত্রীর এই সংবাদ শুনে তার বাড়িতে আত্মীয়
স্বজন এসে হাজির হল। তাদের খাওয়ার বন্দোবস্তের
জন্য মুরগীকে কেটে ফেলা হল।
মুরগী বেঁচারিও এখন রান্নার হাঁড়িতে।

-দিন দুই পর চাষীর স্ত্রী মারা গেল। আর তার অন্তোষ্টিক্রিয়ার কিছু দিন পরে ছাগলটিকেও কেটে ফেলা হল।
ছাগলও হাঁড়িতে রান্নার জন্য চলে গেল।

ইঁদুর তো আগেই পালিয়ে ছিল, দুর..বহুদূর।

#কি শিক্ষা পেলাম আমরা ...??
যদি কেউ আপনাকে তার সমস্যার কথা শোনায় আর
আপনি ভাবেন যে এটাতো আমার সমস্যা নয়, যার সমস্যা তার ব্যাপার!
তবে একটু দাঁড়ান, আর একবার ভালো করে
চিন্তা করুন, আপনার অবস্তাও কখনো এমন হতে পারে.!!! মানুষ মাত্রই সমাজবদ্ধ জীব। সমাজের একটা
অংশ, একটি ধাপ বা পর্যায়, একজন নাগরিক যদি বিপদে থাকেন তবে পুরো দেশ বিপদে পড়তে পারে!!

মনে রাখবেন,
মানুষ মানুষের জন্য
আর মানবতা সবার জন্য!

゚ ゚ ৃষ্ঠা

Address

Kishoreganj
2300

Alerts

Be the first to know and let us send you an email when Abu Bokor Siddik posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share