12/04/2025
মুহূর্তেই বিলুপ্ত হয়ে যাবো আমি, হারিয়ে যাবো কঠিন লিলাভূমিতে। তবুও ফের তাকাবো দেখতে, ফেল ফেলিয়ে হাসতে থাকা, আদম গুলোর দিকে। ঠিক তখনই শুরু হবে, কঠিন বজ্রপাত! বিজলির চমক উপভোগ করবো দুনয়নে " জোড়া জোড়া আঁখি ছলছল করে বৃষ্টিধারা বয়ে চলবে! আত্মাযুক্ত লাশ গুলো " কেহ আফসোস ' কেহ অট্টহাসি দিয়ে চেয়ে রইবে, এই গল্পের জনকের দিকে।গল্পের জননীর অশ্রু টলটল করে হয়তোবা নদীর ধারা অব্যাহত করে দিবে। হয়তো আদতে নয়তো মিথ্যের ছলে! , কিন্তু অশ্রু স্রোত একদিন সত্যিই বেগবান হবে। সেদিন আর্তচিৎকার করেও গল্পের রাজা কে পাবে না, জননী।
- হোজাইফা ইবনে আরিফ।