Ibne Arif ইবনে আরিফ

Ibne Arif ইবনে আরিফ আমার পেইজে লাইক দিয়ে সাথে থাকার জন্য ধন্যবাদ।

12/04/2025

মুহূর্তেই বিলুপ্ত হয়ে যাবো আমি, হারিয়ে যাবো কঠিন লিলাভূমিতে। তবুও ফের তাকাবো দেখতে, ফেল ফেলিয়ে হাসতে থাকা, আদম গুলোর দিকে। ঠিক তখনই শুরু হবে, কঠিন বজ্রপাত! বিজলির চমক উপভোগ করবো দুনয়নে " জোড়া জোড়া আঁখি ছলছল করে বৃষ্টিধারা বয়ে চলবে! আত্মাযুক্ত লাশ গুলো " কেহ আফসোস ' কেহ অট্টহাসি দিয়ে চেয়ে রইবে, এই গল্পের জনকের দিকে।গল্পের জননীর অশ্রু টলটল করে হয়তোবা নদীর ধারা অব্যাহত করে দিবে। হয়তো আদতে নয়তো মিথ্যের ছলে! , কিন্তু অশ্রু স্রোত একদিন সত্যিই বেগবান হবে। সেদিন আর্তচিৎকার করেও গল্পের রাজা কে পাবে না, জননী।

- হোজাইফা ইবনে আরিফ।

Eid Mobarak
31/03/2025

Eid Mobarak

24/03/2025

লেখক হাফেজ হোজাইফা ইবনে।

★ আমি আমাতেই ফিরবো ★
- অনেক ঝর আর তুফান রোজ রোজ, স্বীয় জীবনটাকে তচনচ করে দিচ্ছে। বারংবার আঘাতেও ঘুরে দাড়িয়েছি , খোদার অপার দয়া আর ভালোবাসায়, ফিরে পেয়েছি সঠিক পথ। তবুও " ইবলিসের নগ্ন থাবায় আবারও অশ্লীলতার স্রোতের কাছে হেরে গিয়িছে! প্রতি রাতের রবের ডাকে সাড়া দিতে মন চায় " কিন্তু আযাযীল ( শয়তান) এর জন্য পারি না। খালেস তওবা করে ও ফিরতে পারি না " এভাবেই চলছে " মাননীয় জীবন! এ যাত্রা থেমে যাবে একদিন তাই হুশিয়ার!! সবাই নিজেকে এই নসিহত করো.....

24/03/2025

এই হাসিখুশি মানুষটা এভাবে কত মানুষের জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে বিভিন্ন সময়ে, সেই কলিজাওয়ালা খান এখন নিজেই জীবন মৃত্যুর সন্ধিক্ষণে। এই মানুষগুলোর দোয়ায় তিনি অবশ্যই সুস্থ হয়ে উঠবেন ইনশাআল্লাহ..

20/03/2025

একজন না দুইজন না। ২৬ হাজার নারী এবার প্রাইমারিতে নিয়োগ পেতে যাচ্ছে।
কথিত মহীয়সী বেগম রোকেয়া আজ ঘরে ঘরে।
আপনাদের কাছে এগুলা স্বাভাবিক। প্রাণবন্ত। মনে হতে পারে।
সামান্য স্যালারী আর পেনশনের লোভ যাদের ঘরে আটকে রাখতে পারেনি।
দা-জ্জালের আগমনে যখন এক ফোটা পানিও পাওয়া যাবে না। তখন তারা ঘরে বসে তাহাজ্জুদ পড়বে তাই না।
আপনারা ভাবছেন নারীরা ঘর থেকে বের হয়েছে স্বাভাবিক কিছু।

এ-ই ২৬ হাজার নারীর বদলে পুরুষ যদি চাকরিটা পেতো। ২৬ হাজার মেয়ের বিয়ে হত। ২৬ হাজার পরিবারের দায়িত্ব কাধে নিত।
এ-ই ২৬ হাজার রোকায়েরা কিন্তু কোনো বেকারের দায়িত্ব নিবে না।
এখানে দেখবেন হাজার হাজার হিজাবী যুক্তির মারপ্যাঁচ দিয়ে হযরত খাদীজা হয়ে যাবে৷
আমি আপনাদের একটা নসীহত করবো। ভুলেও চাকরিজীবী মেয়ে বিয়ে করবেন না যতোই ধার্মিক হোক।

আর বিয়ে করবেন এ-ই যুগে কাকে।
নারীরা স্বামীর আনুগত্যের বিপরীতে চাকরির আনুগত্য টা মানে বেশি।
সংসারের উপযোগী মেয়ে পাবেন না এখন। এটা রেয়ার।
শৃঙ্খল ভেঙে বেরিয়ে গেছে যারা। তাদের নিয়ে ভেবেও লাভ নেই।

15/02/2025

"যে নারী তার সাজের টাকা দিয়ে বই কিনে পড়ে, সে সমাজে মহান মানুষের জন্ম দেয়!"

12/02/2025
11/02/2025

জাস্ট কল্পনা করো ☺️

ঘুমের মধ্যে হঠাৎ করে প্রিয় নবী হযরত মোহাম্মদ সা: তোমার সপ্নে আসলো এবং তোমার দিকে তাকিয়ে মুচকি হাসি দিলো। আল্লাহর কসম এর থেকে আর ভালো কোনো সপ্ন পৃথীবিতে নাই! ❤️‍🩹

06/02/2025

ভুলে গেছো নাকি 🥲😭

পায়ের তলায় তেল লাগানোর উপকারিতা১। একজন মহিলার নানার ৮৭ বছর বয়সে মৃত্যু হয়েছে, কিন্তু তার পিঠ বাঁকা হয়নি, গাঁটে ব্যথ...
30/01/2025

পায়ের তলায় তেল লাগানোর উপকারিতা

১। একজন মহিলার নানার ৮৭ বছর বয়সে মৃত্যু হয়েছে, কিন্তু তার পিঠ বাঁকা হয়নি, গাঁটে ব্যথা হয়নি, মাথা ব্যথা বা দাঁতের সমস্যা হয়নি। তিনি বলেছিলেন, "কলকাতায় রেললাইনের কাজ করার সময় একজন বুদ্ধিমান ব্যক্তি আমাকে শিখিয়েছিলেন যে, ঘুমানোর আগে পায়ের তলায় তেল লাগালে শারীরিক সুস্থতা বজায় থাকে।"

২। একজন ছাত্র জানিয়েছে, তার মায়ের পরামর্শে সে তেল লাগানোর অভ্যাস করেছিল। তার মায়ের দৃষ্টিশক্তি একসময় কমে গিয়েছিল, কিন্তু তেল লাগানোর মাধ্যমে ধীরে ধীরে তা স্বাভাবিক হয়ে যায়।

৩। এক ব্যবসায়ী চিত্রালে একবার ঘুমাতে না পারায় এক বৃদ্ধ রাত্রিকালীন প্রহরী তাকে পায়ের তলায় তেল লাগানোর পরামর্শ দেন। ফলস্বরূপ, তিনি গভীর ঘুমে ঢলে পড়েন।

৪। ঘুমানোর আগে পায়ের তলায় তেল লাগালে ক্লান্তি দূর হয় এবং গভীর ঘুম আসে।

৫। আমার পেটের সমস্যাও পায়ের তলায় তেল লাগানোর মাধ্যমে দুই দিনের মধ্যে সেরে গেছে।

৬। তেল লাগানোর এই অভ্যাসে সত্যিই জাদুর মতো কাজ করে!

৭। আমি ১৫ বছর ধরে এটি করছি। আমার সন্তানদেরও পায়ের তলায় তেল লাগাই, এতে তারা সুস্থ থাকে।

৮। পায়ে ব্যথা ছিল, তেল লাগিয়ে ব্যথা দূর হয়েছে।

৯। পায়ের ফোলাভাবও মাত্র দুই দিনে কমে গেছে।

১০। এটি ঘুমের ওষুধের থেকে ভালো কাজ করে।

১১। একজন থাইরয়েড রোগী তেল লাগানোর অভ্যাসে ধীরে ধীরে সুস্থতা লাভ করেছেন।

১২। বয়স ৯০-এর এক হাকিম আমাকে বাওয়াসিরের চিকিৎসায় তেল লাগানোর পরামর্শ দিয়েছিলেন। এটি শুধু বাওয়াসিরই নয়, কোষ্ঠকাঠিন্য এবং শরীরের ক্লান্তিও দূর করেছে।

পদ্ধতি
রাতে ঘুমানোর আগে সরিষার তেল, জলপাই তেল বা যে কোনো তেল পায়ের তলায় ২-৩ মিনিট ধরে ভালোভাবে মালিশ করুন। শিশুদেরও এই অভ্যাস গড়ে তুলুন।

প্রাচীন চীনা চিকিৎসা মতে, পায়ের নিচে প্রায় ১০০টি এক্যুপ্রেশার পয়েন্ট রয়েছে, যেগুলো মালিশের মাধ্যমে শরীরকে সুস্থ রাখে।

শেয়ার করুন:
এই সহজ অথচ কার্যকর পদ্ধতিটি সবার সাথে শেয়ার করুন। এটি আপনার জন্য সওয়াবের কাজ হবে।

আল্লাহ আমাদের সবাইকে সুস্থ রাখুন।

Address

Bajitpur Kishoreganj
Kishoreganj
28280

Telephone

+8801909699065

Website

Alerts

Be the first to know and let us send you an email when Ibne Arif ইবনে আরিফ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Ibne Arif ইবনে আরিফ:

Share

Category