3:00AM

3:00AM "স্বপ্ন দেখি অসহায়ের,
মুখে হাসি ফোটানোর,সামর্থ্য না থাকলেও,
~এই ইচ্ছেটা বেঁচে আছে প্রবলভাবে...❤️‍🩹🥀
(27)

হারানো বিজ্ঞপ্তি মাদারীপুরের শিবচরে ডিসি রোড এলাকার বাসিন্দা মাওলানা রফিকুল ইসলামের তিন মাসবয়সী শিশু সন্তান চুরি হয়ে গ...
06/09/2025

হারানো বিজ্ঞপ্তি
মাদারীপুরের শিবচরে ডিসি রোড এলাকার বাসিন্দা মাওলানা রফিকুল ইসলামের তিন মাস
বয়সী শিশু সন্তান চুরি হয়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে । জানা যায় শিশুটির মাকে
অচেতন করে তার সন্তানকে চুরি করে নিয়ে যায়। এই ঘটনায় মেয়েটিকে ফিরে পেতে সবার সহযোগিতা চেয়েছেন স্বজনরা।যদি কোন ব্যক্তি শিশুটির সন্ধান পেয়ে থাকেন তাহলে নিচের নাম্বারে যোগাযোগ করার অনুরোধ রইলো :
01744616469

দয়া করে সবাই এই পোস্টটি শেয়ার করুন। একটি মাত্র শেয়ার হয়তো তাজপিয়াকে তার পরিবারের কাছে ফিরিয়ে দিতে পারে। আপনার একটি ছোট প...
03/09/2025

দয়া করে সবাই এই পোস্টটি শেয়ার করুন। একটি মাত্র শেয়ার হয়তো তাজপিয়াকে তার পরিবারের কাছে ফিরিয়ে দিতে পারে। আপনার একটি ছোট প্রচেষ্টা একটি মেয়ের জীবন বাঁচাতে পারে, নাম: তাজপিয়া (১৩) শিক্ষার্থী: চতুর্থ শ্রেণি, ফেনী জামেয়া আমেনা মহিলা মাদ্রাসা।
হারানোর তারিখ ও স্থান: পুরাতন পুলিশ কোয়ার্টার, ফেনী।
তাজপিয়া গত দুইদিন ধরে নিখোঁজ। তার পরিবার চরম উৎকণ্ঠার মধ্যে আছে। যেকোনো তথ্যের জন্য তারা অধীর আগ্রহে অপেক্ষা করছে।যদি কেউ তার খোঁজ পেয়ে থাকেন, দয়া করে এই নম্বরে যোগাযোগ করুন: 01690186441।
#নিখোঁজ_বিজ্ঞপ্তি #হারানো_মেয়ে #সাহায্য_প্রয়োজন #ফেনী #প্লিজ_শেয়ার

চোখ দুটো বন্ধ করে একবার ভাবুন তো, আপনার ছোট্ট শিশুটা যখন হাসছে, খেলছে, তখন তার শরীরজুড়ে বাসা বেঁধেছে নানা রকম রোগ। পিঠে...
26/08/2025

চোখ দুটো বন্ধ করে একবার ভাবুন তো, আপনার ছোট্ট শিশুটা যখন হাসছে, খেলছে, তখন তার শরীরজুড়ে বাসা বেঁধেছে নানা রকম রোগ। পিঠে বড় টিউমার, মাথায় পানি জমে আছে, পা বাঁকা এবং লিঙ্গের সমস্যা—সবকিছু একসঙ্গে মিলে ওর ছোট্ট জীবনটা আজ হুমকির মুখে।
রাফসান, মাত্র ৬ মাস বয়সের একটি বাচ্চা। ওর বাবা সজীব, একজন দিনমজুর। দারিদ্র্যের কশাঘাতে জর্জরিত এই পরিবারটির পক্ষে ছেলের চিকিৎসার জন্য প্রয়োজনীয় ৪ লক্ষ ৫০ হাজার টাকা জোগাড় করা অসম্ভব।
রাফসানের চিকিৎসার জন্য জরুরি অস্ত্রোপচার প্রয়োজন। কিন্তু টাকার অভাবে সেই চিকিৎসা শুরু করা যাচ্ছে না। একটি ছোট্ট জীবনের এই অসহায় লড়াইয়ে আমরা কি পাশে দাঁড়াতে পারি না?
আপনার সামান্য সাহায্যও এই শিশুটির জীবন ফিরিয়ে দিতে পারে। আসুন, সবাই মিলে রাফসানকে একটি সুস্থ জীবন উপহার দিই।

অবশ্যই যাচাই করার পর কেউ সাহায্য করবেন! আমি কপি পেস্ট করলাম, আমার লক্ষ্য সাহায্য করা কিন্তু সামর্থ নাই, কিন্তু পোষ্ট করার সামর্থ আছে বলেই পোষ্ট করলাম, আমার এই পোষ্ট করার মাধ্যমে যদি কাউর উপকার হয়। তাতেই আলহামদুলিল্লাহ ❤️✅
সাহায্য পাঠাতে পারেন এই নম্বরে (বিকাশ / নগদ / রকেট - পার্সোনাল):
+8801608744981
আপনি যদি আর্থিকভাবে সাহায্য করতে নাও পারেন, দয়া করে পোস্টটি শেয়ার করুন। আপনার একটি শেয়ার হয়তো হাজারো মানুষের কাছে এই বার্তা পৌঁছে দেবে এবং একটি জীবন বাঁচিয়ে দেবে।
#শিশুর_জীবন_বাঁচান

আজ কাকরাইল মোড়ে যে অভিজ্ঞতাটা হলো, তা সহজে ভোলার নয়। একটি ছোট্ট ছেলে, বয়ামে কলম নিয়ে বিক্রি করছে। তাকে বিশ টাকা দিয়...
24/08/2025

আজ কাকরাইল মোড়ে যে অভিজ্ঞতাটা হলো, তা সহজে ভোলার নয়। একটি ছোট্ট ছেলে, বয়ামে কলম নিয়ে বিক্রি করছে। তাকে বিশ টাকা দিয়ে বললাম, "কলম লাগবে না।" ছেলেটা সাফ জানিয়ে দিলো, "আমার মা বলেছে, ভিক্ষা করা ভালো না। এমনি টাকা নেওয়া যাবে না।"
আমি জোর করে তাকে কলমগুলো ফেরত নিতে বললাম, কিন্তু সে টাকা ফেরত দিতে চাইলো। এমনকি তাকে ১০০ টাকা হাদিয়া দিতে চাইলেও সে নিলো না। তার একটাই কথা, সে শুধু তার শ্রমের বিনিময়ে ন্যায্য মূল্য নেবে। সে দুটো কলম দিয়ে বিশ টাকাই নিলো, এক টাকাও বেশি নয়।
আমরা যখন বড় বড় কথা বলি, তখন এই ছোট্ট শিশুটি তার কাজ দিয়ে দেখিয়ে দিল সততা, নীতিবোধ আর আত্মসম্মান কাকে বলে। এই সমাজে এমন নীতিবান মানুষের খুবই প্রয়োজন, সে যত ছোটই হোক না কেন। এই বাচ্চার গল্পটা আমাদের সবার জন্য অনুপ্রেরণা।
#সততারগল্প #কাকরাইল #অনুপ্রেরণা #আকর্ষিতবিক্রেতা #বাস্তবেরশিক্ষা #আত্মসম্মান

চিকিৎসা নয়, যেন মৃ"ত্যু"র জন্য অপেক্ষা! আপনাদের একটু সহযোগিতা হয়তো বাঁচাতে পারে একটি জীবন। 😔 খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল...
20/08/2025

চিকিৎসা নয়, যেন মৃ"ত্যু"র জন্য অপেক্ষা! আপনাদের একটু সহযোগিতা হয়তো বাঁচাতে পারে একটি জীবন। 😔 খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ৬ তলায়, বার্ন ইউনিটের ৪ নম্বর বেডে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছেন একজন মানুষ। টাকার অভাবে বন্ধ হয়ে আছে তার চিকিৎসা। খাবার, ঔষধ, ড্রেসিং এবং জরুরি প্লাস্টিক সার্জারির জন্য প্রয়োজন প্রায় ৳৫০০০০।
সামর্থ্য না থাকায় অসহায় মা আর পরিবারের সদস্যরা নিরুপায়। তাদের পাশে দাঁড়ানোর মতো কেউ নেই। আপনার সামান্য সাহায্যও এই কঠিন সময়ে তাদের জন্য এক নতুন আশার আলো হয়ে আসতে পারে।
আসুন, আমরা সবাই মিলে এই মানুষটির জীবন বাঁচাতে এগিয়ে আসি। আপনার প্রতিটি শেয়ার এবং প্রতিটি আর্থিক সহায়তা তার চিকিৎসাকে এক ধাপ এগিয়ে দেবে।
যোগাযোগ (রোগীর মা): 01814-597512 (বিকাশ)
ঠিকানা: খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল, ৬ষ্ঠ তলা, বার্ন ইউনিট, ৪ নং বেড।
#সাহায্য_করুন #মানবতা #জীবন_বাঁচাই #খুলনা #চিকিৎসা_সহায়তা

গতকাল বিকাল ৩টা থেকে আমাদের ছোট ভাই A SM Sindeed Ariyan Nirjhor-কে খুঁজে পাওয়া যাচ্ছে না। সে রংপুর শহরের নিউ আদর্শ পাড়া ...
20/08/2025

গতকাল বিকাল ৩টা থেকে আমাদের ছোট ভাই A SM Sindeed Ariyan Nirjhor-কে খুঁজে পাওয়া যাচ্ছে না। সে রংপুর শহরের নিউ আদর্শ পাড়া (বউ বাজার), শাপলা চত্বর থেকে তার ক্যাডেট কোচিংয়ের (অনির্বান) উদ্দেশ্যে বের হয়েছিল। কিন্তু সে কোচিং সেন্টারে পৌঁছায়নি।
বিস্তারিত তথ্য:
* নাম: A SM Sindeed Ariyan Nirjhor
* শ্রেণি: ষষ্ঠ (ক্লাস ৬)
* স্কুল: কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ, রংপুর
* পোশাক: স্কুল ড্রেস ছিল না।
সিসিটিভি ফুটেজে তাকে আমাদের বাসার রাস্তা পর্যন্ত হেঁটে যেতে দেখা গেছে। এরপর থেকে তার আর কোনো খোঁজ নেই। আমরা খুবই দুশ্চিন্তায় আছি।
যদি কেউ তাকে দেখে থাকেন বা তার সম্পর্কে কোনো তথ্য জেনে থাকেন, তাহলে দয়া করে দ্রুত আমাদের এই নম্বরে যোগাযোগ করুন: +880 1773508911।
আপনার একটি শেয়ার আমাদের ভাইকে খুঁজে পেতে অনেক সাহায্য করতে পারে। সবাই দোয়া করবেন।
হ্যাশট্যাগসমূহ:
#নিখোঁজ #রংপুর

এমন কোনো পাথরের মানুষ থাকবে যে শেয়ার করবে না।জন্ম মৃত্যু মহান আল্লাহর হাতে, তবুও আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করতে পারি।...
19/08/2025

এমন কোনো পাথরের মানুষ থাকবে যে শেয়ার করবে না।জন্ম মৃত্যু মহান আল্লাহর হাতে, তবুও আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করতে পারি।আট বছরের ছোট্ট শিশু জান্নাতুল সাইমা, যার হাসি-খেলার দিনগুলোতে নেমে এসেছে ঘোর অন্ধকার। এলার্জি থেকে শুরু হওয়া সমস্যা এখন ক্যান্সারে রূপ নিয়েছে। তার ছোট্ট হাত-পাগুলো রোগের যন্ত্রণায় কাতর।
সাইমার বাবা একজন সামান্য মুরগী খামারি। মেয়েকে বাঁচাতে তিনি তার শেষ সম্বলটুকুও হারিয়েছেন। এখন নিরুপায় হয়ে তিনি আপনাদের সাহায্যের দিকে তাকিয়ে আছেন। সাইমার উন্নত চিকিৎসার জন্য প্রয়োজন প্রায় পাঁচ লাখ টাকা। এই বিশাল অঙ্কের টাকা জোগাড় করা তার পক্ষে অসম্ভব।
আমরা অনেকেই প্রতিদিন সামান্য কিছু টাকা অপ্রয়োজনে খরচ করি। সেই টাকা থেকে মাত্র ১,২,৫,২০, ৫০ বা ১০০ টাকা বাঁচিয়ে যদি সাইমার চিকিৎসার জন্য দেই, তবে আমাদের সামান্য সাহায্যেই হয়তো একটি জীবন বেঁচে যাবে। বিশ্বাস করুন, আপনার ছোট্ট একটি অনুদানও সাইমার জীবনে নতুন করে আলো ফেরাতে পারে।
দান-সাদকা হিসেবে এই মহৎ কাজে অংশ নিন। আপনার সাহায্যের হাত বাড়িয়ে দিন।
অবশ্যই যাচাই করার পর কেউ সাহায্য করবেন! আমি কপি পেস্ট করলাম, আমার লক্ষ্য সাহায্য করা কিন্তু সামর্থ নাই, কিন্তু পোষ্ট করার সামর্থ আছে বলেই পোষ্ট করলাম, আমার এই পোষ্ট করার মাধ্যমে যদি কাউর উপকার হয়। তাতেই আলহামদুলিল্লাহ ❤️✅
সাহায্য পাঠানোর ঠিকানা:
* বিকাশ ও নগদ (পার্সোনাল): (সাইমার বাবা)
আপনারা প্রয়োজনে সাইমার বাবার সাথে সরাসরি কথা বলতে পারেন। আমি নিজে ২০০ টাকা দিয়ে এই উদ্যোগে শরিক হয়েছি। আসুন, আমরা সবাই মিলে এই ছোট্ট বোনটির জীবন বাঁচানোর এই যুদ্ধে সামিল হই।
প্রবাসী ও বিত্তবান ভাইদের প্রতি বিশেষভাবে দৃষ্টি আকর্ষণ করছি, আপনাদের সহযোগিতা এই পরিবারটির জন্য আশার আলো হয়ে আসবে।
পোস্টটি শেয়ার করে অন্যদের কাছে পৌঁছে দিন। আপনার একটি শেয়ার হয়তো সাইমার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে।
ধন্যবাদ।
#জান্নাতুল_সাইমা #চিকিৎসার_জন্য_সাহায্য_প্রয়োজন #সাহায্যের_হাত_বাড়ান #মানবতার_ডাকে

দয়া করে পোস্টটি শেয়ার করে আমাদের সাহায্য করুন! গতকাল, অর্থাৎ ১৮ আগস্ট, ২০২৫ তারিখ সকাল ৮টার দিকে ময়মনসিংহের গফরগাঁও ই...
19/08/2025

দয়া করে পোস্টটি শেয়ার করে আমাদের সাহায্য করুন! গতকাল, অর্থাৎ ১৮ আগস্ট, ২০২৫ তারিখ সকাল ৮টার দিকে ময়মনসিংহের গফরগাঁও ইউনিয়নের দুগাছিয়া হাফিজিয়া মাদ্রাসার কিতাব বিভাগের ছাত্র মোঃ শাওন (১৫) নিখোঁজ হয়েছে। সে প্রতিদিনের মতো বাড়ি থেকে মাদ্রাসার উদ্দেশ্যে রওনা দিলেও সেখানে পৌঁছায়নি।
সন্ধ্যায় তার পরিবার এই খবর জানতে পারে। আত্মীয়-স্বজন ও বন্ধুদের বাড়িতে খোঁজ করেও শাওনের কোনো সন্ধান মেলেনি। তার পরিবারের প্রতিটি মুহূর্ত এখন চরম উৎকণ্ঠা ও অনিশ্চয়তায় কাটছে।
শাওনের বিবরণ:
* নাম: মোঃ শাওন
* বয়স: ১৫ বছর
* বাবার নাম: মোঃ গোলাপ মিয়া
* ঠিকানা: গ্রাম: উথুরী, ইউনিয়ন: গফরগাঁও, থানা: গফরগাঁও, জেলা: ময়মনসিংহ
* শিক্ষা প্রতিষ্ঠান: দুগাছিয়া হাফিজিয়া মাদ্রাসা
যদি কোনো সহৃদয় ব্যক্তি শাওনের খোঁজ পেয়ে থাকেন, দয়া করে নিচের নম্বরে যোগাযোগ করে তার পরিবারকে সাহায্য করুন। আপনার একটি ছোট্র তথ্য আমাদের জীবনে স্বস্তি ফিরিয়ে আনতে পারে।
যোগাযোগের নম্বর: ০১৭০০১৩৪৫৩৫ (শাওনের নানা)
এই পোস্টটি বেশি বেশি শেয়ার করে আমাদের পাশে দাঁড়ান। আপনার একটি শেয়ার হয়তো একটি পরিবারকে তার সন্তানকে ফিরিয়ে দিতে সাহায্য করবে।
#নিখোঁজ #নিখোঁজসংবাদ #গফরগাঁও #ময়মনসিংহ #হারানোমানুষ #সাহায্য #শেয়ারকরুন #হারানোব্যক্তি

পরিবারকে কি আর খুঁজে পাবেন? ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিচতলায় অসহায় অবস্থায় পড়ে আছেন এক বৃদ্ধ বাবা। দয়া করে পোস্...
19/08/2025

পরিবারকে কি আর খুঁজে পাবেন? ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিচতলায় অসহায় অবস্থায় পড়ে আছেন এক বৃদ্ধ বাবা। দয়া করে পোস্টটি শেয়ার করে এই দুঃসময়ে পাশে থাকুন। তার নাম আব্দুস সোবাহান, বয়স আনুমানিক ৫০ বছর। তিনি মানসিক ও শারীরিকভাবে অসুস্থ।
বাবার নাম: সমির উদ্দিন
ঠিকানা: ভুঁইয়াপাড়া, নান্দাইল, ময়মনসিংহ
কেউ বা কারা তাকে এখানে ফেলে রেখে গেছে, যার ফলে বিনা চিকিৎসায় প্রস্রাব-পায়খানায় নোংরা অবস্থায় দিন কাটাচ্ছেন এই মানুষটি। তার শরীর যেন আর সইছে না।
আমরা তার পরিবারের খোঁজ করছি। আপনার একটি শেয়ারই হয়তো এই অসহায় বাবাকে তার পরিবারের কাছে ফিরিয়ে দিতে পারে।
আপনার সহযোগিতা একান্ত প্রয়োজন!
যদি কেউ তাকে চিনে থাকেন অথবা তার পরিবারের কোনো খবর জানেন, তবে জরুরি ভিত্তিতে আমাদের সাথে যোগাযোগ করুন।
যোগাযোগ: মোঃ আব্দুল গনি ফিটু
মানবিক সহায়তা স্বেচ্ছাসেবক টিম
মোবাইল: ০১৭৬১-৭০৫৬১৮
আমাদের সবার সামান্য সহযোগিতাই পারে একজন মানুষকে নতুন জীবন দিতে। পোস্টটি বেশি বেশি শেয়ার করে একজন হারিয়ে যাওয়া বাবাকে তার পরিবারের কাছে ফিরিয়ে দিতে সাহায্য করুন।
#ঢাকা_মেডিকেল #অসহায় #মানুষের_জন্য #মানবিক_সহায়তা #আব্দুস_সোবাহান #নান্দাইল #ময়মনসিংহ #পরিবারকে_খুঁজছি #শেয়ার_করুন

পোস্টটি একটু শেয়ার করে আমাদের এই দুঃসময়ে পাশে থাকুন। আমাদের আদরের ছোট্ট ভাই, সাদিকুর রহমান তোফা, গতকাল দুপুর ২টা ৩০ থেকে...
17/08/2025

পোস্টটি একটু শেয়ার করে আমাদের এই দুঃসময়ে পাশে থাকুন। আমাদের আদরের ছোট্ট ভাই, সাদিকুর রহমান তোফা, গতকাল দুপুর ২টা ৩০ থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তার ছবি বা কোনো খবর পেলে দয়া করে আমাদের জানাবেন।
আমাদের পরিবারের প্রতিটি মুহূর্ত কাটছে চরম দুশ্চিন্তায়। এই মুহূর্তে আপনাদের একটি শেয়ার আমাদের জন্য অনেক বড় সাহায্য হতে পারে।
যদি কেউ তাকে দেখে থাকেন, এই নাম্বারে দ্রুত যোগাযোগ করুন: ০১৭৮৭৫২৫১৪০
স্থান: সিরাজগঞ্জ সদর

অঞ্জনা, বয়স ১৭, গত ১৩ আগস্ট, বুধবার, সকাল ১০টা থেকে নিখোঁজ। ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের কাইতলা গ্রামের এই মেয়েটি খাড়েরা রোড...
17/08/2025

অঞ্জনা, বয়স ১৭, গত ১৩ আগস্ট, বুধবার, সকাল ১০টা থেকে নিখোঁজ। ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের কাইতলা গ্রামের এই মেয়েটি খাড়েরা রোড থেকে নিখোঁজ হয়েছে।
আজ ৩ দিন পার হলেও তার কোনো খোঁজ পাওয়া যায়নি। তার পরিবার চরম উৎকণ্ঠায় দিন কাটাচ্ছে।
যদি কেউ এই মেয়েটিকে দেখে থাকেন বা তার কোনো খবর জেনে থাকেন, তবে মানবিকতার খাতিরে অনুগ্রহ করে এই মুহূর্তে নিচের নম্বরে যোগাযোগ করুন।
📞 যোগাযোগ নম্বর: ০১৩০৪৯৪১১৩৭
একটি শেয়ার হয়তো একটি পরিবারকে তাদের প্রিয়জনকে ফিরিয়ে দিতে পারে। আসুন সবাই মিলে চেষ্টা করি। এই পোস্টটি বেশি বেশি শেয়ার করে ছড়িয়ে দিন।
#নিখোঁজ_বিজ্ঞপ্তি #ব্রাহ্মণবাড়িয়া #নবীনগর #হারানো_খোঁজ #সহযোগিতা #নিখোঁজ_অঞ্জনা

আমার আম্মু রহিমা খাতুন (৫৫) কয়েকদিন আগে নিখোঁজ হয়েছেন। তিনি মানসিক ভারসাম্যহীন। তিনি আমার নানির বাড়ি, নৌলুয়া ভুঁইয়া...
14/08/2025

আমার আম্মু রহিমা খাতুন (৫৫) কয়েকদিন আগে নিখোঁজ হয়েছেন। তিনি মানসিক ভারসাম্যহীন। তিনি আমার নানির বাড়ি, নৌলুয়া ভুঁইয়ার হাটের পূর্ব দিক, থেকে হারিয়ে গেছেন। অনেক খোঁজাখুঁজি করেও তাঁকে খুঁজে পাওয়া যাচ্ছে না।
আম্মুর বিবরণ:
* নাম: রহিমা খাতুন
* বাবার নাম: বাকার হোসেন
* বয়স: আনুমানিক ৫৫ বছর
* শারীরিক অবস্থা: মানসিকভাবে অসুস্থ।
আমাদের বাড়ির ঠিকানা:
* গ্রাম: বরাগি
* স্থান: রাস্তা মাথা, ফায়ার সার্ভিসের পূর্ব দিকে।
যদি কোনো হৃদয়বান ব্যক্তি আমার আম্মুকে দেখে থাকেন বা তাঁর সন্ধান পেয়ে থাকেন, দয়া করে নিচের নাম্বারে যোগাযোগ করুন।
যোগাযোগের নাম্বার:
* 01660104178
* 01839829578
আপনার সামান্য একটু শেয়ার হয়তো আমার আম্মুকে আমাদের কাছে ফিরিয়ে আনতে পারে। সবার কাছে বিনীত অনুরোধ, পোস্টটি বেশি বেশি শেয়ার করুন। আপনাদের সাহায্য আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ।
#হারানো_বিজ্ঞপ্তি #নিখোঁজ_সংবাদ #রহিমা_খাতুন #নৌলুয়া_ভুঁইয়ার_হাট #জরুরি_সাহায্য #শেয়ার_করুন
👇👇✅
যে কোনো হারানো বিজ্ঞপ্তি , ঐ পেইজে দিতে! ইনবক্স এ যোগাযোগ করুন! সবার জন্য ভালোবাসা রইলে ❤️

Address

Dhaka
Kishoreganj
2316

Telephone

+8801920950415

Website

Alerts

Be the first to know and let us send you an email when 3:00AM posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share