19/08/2025
এমন কোনো পাথরের মানুষ থাকবে যে শেয়ার করবে না।জন্ম মৃত্যু মহান আল্লাহর হাতে, তবুও আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করতে পারি।আট বছরের ছোট্ট শিশু জান্নাতুল সাইমা, যার হাসি-খেলার দিনগুলোতে নেমে এসেছে ঘোর অন্ধকার। এলার্জি থেকে শুরু হওয়া সমস্যা এখন ক্যান্সারে রূপ নিয়েছে। তার ছোট্ট হাত-পাগুলো রোগের যন্ত্রণায় কাতর।
সাইমার বাবা একজন সামান্য মুরগী খামারি। মেয়েকে বাঁচাতে তিনি তার শেষ সম্বলটুকুও হারিয়েছেন। এখন নিরুপায় হয়ে তিনি আপনাদের সাহায্যের দিকে তাকিয়ে আছেন। সাইমার উন্নত চিকিৎসার জন্য প্রয়োজন প্রায় পাঁচ লাখ টাকা। এই বিশাল অঙ্কের টাকা জোগাড় করা তার পক্ষে অসম্ভব।
আমরা অনেকেই প্রতিদিন সামান্য কিছু টাকা অপ্রয়োজনে খরচ করি। সেই টাকা থেকে মাত্র ১,২,৫,২০, ৫০ বা ১০০ টাকা বাঁচিয়ে যদি সাইমার চিকিৎসার জন্য দেই, তবে আমাদের সামান্য সাহায্যেই হয়তো একটি জীবন বেঁচে যাবে। বিশ্বাস করুন, আপনার ছোট্ট একটি অনুদানও সাইমার জীবনে নতুন করে আলো ফেরাতে পারে।
দান-সাদকা হিসেবে এই মহৎ কাজে অংশ নিন। আপনার সাহায্যের হাত বাড়িয়ে দিন।
অবশ্যই যাচাই করার পর কেউ সাহায্য করবেন! আমি কপি পেস্ট করলাম, আমার লক্ষ্য সাহায্য করা কিন্তু সামর্থ নাই, কিন্তু পোষ্ট করার সামর্থ আছে বলেই পোষ্ট করলাম, আমার এই পোষ্ট করার মাধ্যমে যদি কাউর উপকার হয়। তাতেই আলহামদুলিল্লাহ ❤️✅
সাহায্য পাঠানোর ঠিকানা:
* বিকাশ ও নগদ (পার্সোনাল): (সাইমার বাবা)
আপনারা প্রয়োজনে সাইমার বাবার সাথে সরাসরি কথা বলতে পারেন। আমি নিজে ২০০ টাকা দিয়ে এই উদ্যোগে শরিক হয়েছি। আসুন, আমরা সবাই মিলে এই ছোট্ট বোনটির জীবন বাঁচানোর এই যুদ্ধে সামিল হই।
প্রবাসী ও বিত্তবান ভাইদের প্রতি বিশেষভাবে দৃষ্টি আকর্ষণ করছি, আপনাদের সহযোগিতা এই পরিবারটির জন্য আশার আলো হয়ে আসবে।
পোস্টটি শেয়ার করে অন্যদের কাছে পৌঁছে দিন। আপনার একটি শেয়ার হয়তো সাইমার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে।
ধন্যবাদ।
#জান্নাতুল_সাইমা #চিকিৎসার_জন্য_সাহায্য_প্রয়োজন #সাহায্যের_হাত_বাড়ান #মানবতার_ডাকে