জিহাদ ভাই

জিহাদ ভাই Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from জিহাদ ভাই, Dhaka, Kishoreganj.
(27)

Active 12m ago

-----------"স্বপ্ন দেখি অসহায়ের,
মুখে হাসি ফোটানোর,সামর্থ্য না থাকলেও,
~এই ইচ্ছেটা বেঁচে আছে প্রবলভাবে। ইনশাআল্লাহ, একদিন সফল হয়ে সবার পাশে দাঁড়াবো
👇
যে কোনো হারানো বিজ্ঞপ্তি , ঐ পেইজে দিতে ইনবক্স এ যোগাযোগ করুন!সবার জন্য ভালোবাসা রইলে ❤️

আমাদের ছোট ভাই নুর মোহাম্মদ ইসলাম তাইম (১৫) গত শনিবার সকাল থেকে নিখোঁজ। আমরা তার জন্য খুবই চিন্তিত। যদি তাকে কেউ দেখে থা...
11/08/2025

আমাদের ছোট ভাই নুর মোহাম্মদ ইসলাম তাইম (১৫) গত শনিবার সকাল থেকে নিখোঁজ। আমরা তার জন্য খুবই চিন্তিত। যদি তাকে কেউ দেখে থাকেন অথবা তার সম্পর্কে কোনো তথ্য জেনে থাকেন, তাহলে দয়া করে আমাদের দেওয়া নম্বরে যোগাযোগ করুন।
চট্টগ্রামের টেক্সটাইল গেইট, বায়েজিদ থানা রোডের আশেপাশে থাকলে বা তার ছবি দেখে চিনে থাকলে অবশ্যই জানাবেন। একটি শেয়ার হয়তো তাকে খুঁজে পেতে সাহায্য করতে পারে। সবার কাছে অনুরোধ, পোস্টটি শেয়ার করুন।
#হারানো #নিখোঁজ #চট্টগ্রাম #বায়েজিদ #টেক্সটাইল_গেইট #নুরমোহাম্মদ_ইসলাম_তাইম #খুঁজে_পেতে_সাহায্য_করুন

গত, ১০ই আগস্ট, সে প্রতিদিনের মতো সকাল ৮টায় স্কুলে গিয়েছিল। সাধারণত দুপুর ১২:৩০ মিনিটে সে বাসায় ফিরে আসে। কিন্তু গতকাল সে...
11/08/2025

গত, ১০ই আগস্ট, সে প্রতিদিনের মতো সকাল ৮টায় স্কুলে গিয়েছিল। সাধারণত দুপুর ১২:৩০ মিনিটে সে বাসায় ফিরে আসে। কিন্তু গতকাল সে আর ফিরে আসেনি। আমরা সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাইনি।
আয়েশার বাবা: আলমগীর হোসেন
আয়েশার মা: মাকসুদা বেগম
যদি কোনো সহৃদয় ব্যক্তি তার খোঁজ পান অথবা কোনো তথ্য দিতে পারেন, তাহলে দয়া করে নিচের নম্বরগুলোতে যোগাযোগ করুন।
যোগাযোগের নম্বর:
☎️ ০১৯১১৬৬২২৫২
☎️ ০১৯১১০০৯৬৯৫
দয়া করে পোস্টটি বেশি বেশি শেয়ার করে আমাদের সাহায্য করুন। আপনার একটি শেয়ার হয়তো আয়েশাকে তার পরিবারের কাছে ফিরিয়ে দিতে পারে।
ধন্যবাদ।
হ্যাশট্যাগসমূহ:
#আয়েশা_নিখোঁজ #নিখোঁজ_সংবাদ #হারানো_সংবাদ #জরুরী_সাহায্য

গত ৩ দিন ধরে আমার ছোট ভাই নাজবুল হাসান (বয়স-১৪) নিখোঁজ। তাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। দয়া করে পোস্টটি শেয়ার করে ...
11/08/2025

গত ৩ দিন ধরে আমার ছোট ভাই নাজবুল হাসান (বয়স-১৪) নিখোঁজ। তাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। দয়া করে পোস্টটি শেয়ার করে আমাদের এই দুঃসময়ে পাশে থাকুন।
সর্বশেষ তাকে (ফেনী ) দেখা গিয়েছিল। তার গায়ের রং (ফর্সা) । এই ছবিগুলো আমার ভাইয়ের। যদি কোনো সহৃদয় ব্যক্তি তার খোঁজ পেয়ে থাকেন, তাহলে দয়া করে দ্রুত এই নম্বরে যোগাযোগ করবেন: ০১৬৪৫-১৩৯৪০৬।
আমাদের পুরো পরিবার খুব দুশ্চিন্তার মধ্যে আছে। যেকোনো তথ্যই আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
দয়া করে পোস্টটি শেয়ার করে আমাদের সাহায্য করুন। আপনার একটি শেয়ার আমাদের ভাইকে খুঁজে পেতে সাহায্য করতে পারে।
* #নিখোঁজ_সংবাদ
* #নিখোঁজ_নাজবুল
* #হারানো_মানুষ
*
*
* #ভাইরাল_হোক
* #নিখোঁজ_শিশু
আপনার ভাইয়ের দ্রুত এবং নিরাপদে ফিরে আসার জন্য আমরা প্রার্থনা করি।

দয়া করে পোস্টটি শেয়ার করে আমাদের এই দুঃসময়ে পাশে থাকুন। নেত্রকোনা, নাগড়া মীরবাড়ি থেকে নাফিসা নামের একটি ছোট্ট মেয়ে...
11/08/2025

দয়া করে পোস্টটি শেয়ার করে আমাদের এই দুঃসময়ে পাশে থাকুন। নেত্রকোনা, নাগড়া মীরবাড়ি থেকে নাফিসা নামের একটি ছোট্ট মেয়ে হারিয়ে গেছে। সে চতুর্থ শ্রেণীতে পড়ে। তার বাবার নাম হান্নান।
আজ সন্ধ্যা ৭টার পর থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। নাফিসাকে দেখতে শান্তশিষ্ট এবং হাসিখুশি। যদি কোনো সহৃদয় ব্যক্তি এই মেয়েটিকে কোথাও দেখে থাকেন, তবে দয়া করে দেরি না করে নিচের নম্বরগুলোতে যোগাযোগ করুন:
* 01747756633
* 01305231451
আপনার একটি শেয়ার এই ছোট্ট মেয়েটিকে তার পরিবারের কাছে ফিরিয়ে দিতে পারে। দয়া করে সবাই পোস্টটি শেয়ার করুন এবং মেয়েটিকে খুঁজে পেতে সাহায্য করুন।🙏🙏🙏
#হারানো_বিজ্ঞপ্তি #নেত্রকোনা #নাগড়া_মীরবাড়ি #জরুরি_সাহায্য #শেয়ার_করুন

মাত্র চার বছর বয়সী তুবা, যার হাসিখেলার বয়স, সে এখন ব্লাড ক্যানসারের সাথে লড়ছে।সবাই মিলে এই অসহায় পরিবারটির পাশে দাঁড...
10/08/2025

মাত্র চার বছর বয়সী তুবা, যার হাসিখেলার বয়স, সে এখন ব্লাড ক্যানসারের সাথে লড়ছে।সবাই মিলে এই অসহায় পরিবারটির পাশে দাঁড়াই। সাহায্য না করতে পারলে, দয়া করে পোস্টটি সর্বোচ্চ শেয়ার করুন। 🙏 গত রমজান মাস থেকে সে ঢাকায় স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন আছে।
তুবার বাবা দিদারুল ইসলাম তার মেয়ের চিকিৎসার জন্য নিজের সবকিছু বিক্রি করে দিয়েছেন। এখন তার আর কোনো সামর্থ্য নেই, অথচ মেয়ের চিকিৎসার জন্য আরও অনেক টাকার প্রয়োজন। ছোট্ট তুবা বাঁচতে চায়, আর আমাদের একটু সহযোগিতা তার সেই স্বপ্ন পূরণ করতে পারে।
আপনার সামান্য সাহায্যও একটি জীবন বাঁচাতে পারে। আসুন সবাই মিলে তুবাকে বাঁচানোর জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দিই। আপনার দেওয়া প্রতিটি টাকা তুবার চিকিৎসার জন্য ব্যবহৃত হবে।
তুবার পরিবারের পাশে দাঁড়ান, একটি তাজা প্রাণকে বাঁচান।
অবশ্যই যাচাই করার পর কেউ সাহায্য করবেন! আমি কপি পেস্ট করলাম, আমার লক্ষ্য সাহায্য করা কিন্তু সামর্থ নাই, কিন্তু পোষ্ট করার সামর্থ আছে বলেই পোষ্ট করলাম, আমার এই পোষ্ট করার মাধ্যমে যদি কাউর উপকার হয়। তাতেই আলহামদুলিল্লাহ ❤️✅
সাহায্য পাঠানোর ঠিকানা:
* বিকাশ: 01631464587
* নগদ: 01735349880
* ব্যাংক একাউন্ট: 0760310057186 (MTB Bank)
প্রয়োজনে যোগাযোগ: তুবার বাবা মো: দিদারুল ইসলাম (01735349880)
ঠিকানা: গ্রাম-পুখুরিয়া, থানা-গফরগাঁও, জেলা-ময়মনসিংহ।
#চিকিৎসায়_সহযোগিতা #মানুষ_মানুষের_জন্য #জীবন_বাঁচান #সাহায্যের_আবেদন

গত পাঁচ দিন ধরে নিখোঁজ আছেন একজন মা ও তাঁর ৩ বছরের শিশু।সবাই মিলে এই অসহায় পরিবারটির পাশে দাঁড়াই। দয়া করে পোস্টটি সর্...
10/08/2025

গত পাঁচ দিন ধরে নিখোঁজ আছেন একজন মা ও তাঁর ৩ বছরের শিশু।সবাই মিলে এই অসহায় পরিবারটির পাশে দাঁড়াই। দয়া করে পোস্টটি সর্বোচ্চ শেয়ার করুন। 🙏 তাঁরা হলেন নিলুফা খাতুন (২৬) এবং তাঁর ছোট্ট সন্তান। নিলুফা খাতুন একজন পর্দানশীল নারী এবং একজন আলেমের স্ত্রী। তাঁর স্বামী মাওলানা রমজান আলী সম্ভাব্য সব জায়গায় তাঁদের খুঁজেছেন, এমনকি প্রশাসনের সাহায্যও নিয়েছেন। কিন্তু এখন পর্যন্ত কোনো খবর পাওয়া যায়নি। তিনি খুবই অসহায় হয়ে পড়েছেন।
আমরা যদি সবাই মিলে এই পোস্টটি শেয়ার করি, তাহলে হয়তো তাঁদের খুঁজে পেতে সাহায্য করতে পারব। আপনার একটি শেয়ার তাঁদের পরিবারকে ফিরিয়ে দিতে পারে।
যদি কোনো হৃদয়বান ব্যক্তি তাঁদের সন্ধান পেয়ে থাকেন, তাহলে নিচের নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হচ্ছে:
01341332548
মোঃ রমজান আলী
গ্রাম: গোপালপুর, ইউনিয়ন: ভুরুঙ্গামারী, থানা/উপজেলা: ভুরুঙ্গামারী।
আসুন, আমরা সবাই মিলে এই অসহায় পরিবারটির পাশে দাঁড়াই। দয়া করে পোস্টটি সর্বোচ্চ শেয়ার করুন। 🙏
#নিখোঁজ #নিখোঁজসংবাদ #সহযোগিতা #ভুরুঙ্গামারী #কুড়িগ্রাম #শেয়ারকরুন

একজন ৭৫ বছর বয়সী বৃদ্ধ মানুষ ৬০ ফিট,শেওড়াপাড়া, মিরপুর এলাকা থেকে হারিয়ে গিয়েছেন। দয়া করে সবাই এই পোস্টটি শেয়ার কর...
10/08/2025

একজন ৭৫ বছর বয়সী বৃদ্ধ মানুষ ৬০ ফিট,শেওড়াপাড়া, মিরপুর এলাকা থেকে হারিয়ে গিয়েছেন। দয়া করে সবাই এই পোস্টটি শেয়ার করে আমাদের এই দুঃসময়ে পাশে থাকুন। আপনার একটি শেয়ার হয়তো পরিবারকে স্বস্তি ফিরিয়ে দিতে পারে।
* বয়স: ৭৫ এর কাছাকাছি
* পোশাক: ছাই রঙের পাঞ্জাবি ও লুঙ্গি
* বিশেষ লক্ষণ: তিনি মানসিক ভারসাম্যহীন এবং নিজের ঠিকানা বলতে পারছেন না।
আমরা বিশ্বাস করি, মানবিকতার শক্তি সবার উপরে। আপনার একটি শেয়ার হয়তো তাঁর জীবনে আলো ফিরিয়ে আনতে পারে। যদি কোনো সহৃদয় ব্যক্তি তাঁর খোঁজ পান, তবে এই নম্বরে যোগাযোগ করুন: 😓😐👉01309914244
#হারানো_বিজ্ঞপ্তি #মিরপুর #শেওড়াপাড়া #৬০ফিট #ঢাকা

এই অসহায় মানুষটির পরিচয় খুঁজে বের করতে সবাই পোস্ট বেশি বেশি শেয়ার করুন প্লিজ ,একজন পেয়ারা বিক্রেতা তার ভ্যান গাড়িতে পে...
10/08/2025

এই অসহায় মানুষটির পরিচয় খুঁজে বের করতে সবাই পোস্ট বেশি বেশি শেয়ার করুন প্লিজ ,একজন পেয়ারা বিক্রেতা তার ভ্যান গাড়িতে পেয়ারা বিক্রি করতে এসে স্ট্রোক করে মারা গেছেন। সবচেয়ে দুঃখের বিষয় হলো, তার কোনো পরিচয় বা ঠিকানা পাওয়া যাচ্ছে না।
আমরা সবাই মিলে যদি এই পোস্টটি শেয়ার করি, তাহলে হয়তো তার পরিবারকে খুঁজে পাওয়া সম্ভব হবে। আপনার একটি শেয়ার হয়তো একটি পরিবারকে তাদের প্রিয়জনের কাছে পৌঁছে দেবে।
যদি কেউ তাকে চিনতে পারেন, তাহলে মানবিক কারণে এই নম্বরে যোগাযোগ করুন:
01711254922
আসুন, এই অসহায় মানুষটির পরিচয় খুঁজে বের করতে আমরা সবাই এক হই।
#মানবতার_জন্য_শেয়ার #গাজীপুর #সাহায্য_করুন #পরিচয়_খুঁজছি #শেয়ার_করুন_প্লিজ

হরষপুর-চকরাজেন্দ্রপুরের বাসিন্দা, মরহুম ছেরাগ আলী সর্দারের নাতি এবং আল আমিন সাহেবের ছোট ছেলে হাফেজ মোহাম্মদ রকিবুল হাসান...
09/08/2025

হরষপুর-চকরাজেন্দ্রপুরের বাসিন্দা, মরহুম ছেরাগ আলী সর্দারের নাতি এবং আল আমিন সাহেবের ছোট ছেলে হাফেজ মোহাম্মদ রকিবুল হাসান (শান্ত) নিখোঁজ হয়েছেন।
আজ, আসরের নামাজের পর থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। সে তুলাতলা নিজামিয়া গোনিয়া সুন্নিয়া দাখিল ও হাফেজিয়া মাদ্রাসা, বিজয়নগরে অধ্যয়নরত ছিল।
যদি কোনো সহৃদয় ব্যক্তি নিচের ছবিতে থাকা ছেলেটি অর্থাৎ রকিবুল হাসান শান্তকে দেখে থাকেন, তাহলে দয়া করে দ্রুত নিচের ফোন নম্বরগুলোতে যোগাযোগ করুন:
* আল আমিন (বাবা): +881330999770
* ইকবাল হোসেন (শিক্ষক): +8801776360106
* কফিল উদ্দিন: +8801730899322
আপনার একটি শেয়ার তার পরিবারকে খুঁজে পেতে সাহায্য করতে পারে। পোস্টটি শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দিন।
#নিখোঁজ_বিজ্ঞপ্তি #রকিবুল_হাসান_শান্ত #হরষপুর_চকরাজেন্দ্রপুর #তুলাতলা_মাদ্রাসা #হারানো_খোঁজ

মনুষ্যত্ব কি আজ সত্যিই বিলুপ্ত?ভিডিওটা দেখে সারা শরীর শিউরে উঠল! একজন স্বামী তার অসুস্থ স্ত্রীকে  #জীবন্ত_ক"বর দেওয়ার চে...
09/08/2025

মনুষ্যত্ব কি আজ সত্যিই বিলুপ্ত?
ভিডিওটা দেখে সারা শরীর শিউরে উঠল! একজন স্বামী তার অসুস্থ স্ত্রীকে #জীবন্ত_ক"বর দেওয়ার চেষ্টা করছে। আর চারপাশে দাঁড়িয়ে থাকা মানুষগুলো কী করছে জানেন? তারা তাকে বাঁচানোর বদলে মোবাইলে ভিডিও করছে!
কী ভয়"ঙ্কর! কী নির্লজ্জ! যে সম্পর্ক ভালোবাসার আর ভরসার হওয়া উচিত, সেই সম্পর্কই যখন মৃত্যু"পুরী হয়ে ওঠে, তখন আমরা কী বলতে পারি? আর যে সমাজ এমন পাশবি"কতাকে নীরব দর্শকের মতো দেখে, সেই সমাজকে কি আমরা সভ্য বলতে পারি?
আজ প্রশ্ন জাগছে, আমরা কি সত্যিই মানুষ? নাকি আমরা একদল বিবে"কহীন জীব, যারা কেবল নিজেদের স্বার্থ আর বিনোদন নিয়ে ব্যস্ত? এই ঘটনাটা কেবল একটা অপ"রাধ নয়, এটা আমাদের সমাজের পচন ধরা মুখের প্রতিচ্ছবি।
আমরা যদি এখনই এই ধরনের ঘটনার বিরুদ্ধে সোচ্চার না হই, যদি আমাদের বিবেককে জাগ্রত না করি, তাহলে এই বর্বরতা আমাদের সবার দরজা পর্যন্ত চলে আসবে।
আসুন, এই অন্যা"য়ের বিরুদ্ধে কথা বলি। আসুন, আমরা এমন এক সমাজ গড়ি যেখানে মানুষের প্রতি মানুষের ভালোবাসা, সম্মান এবং দায়িত্ববোধ থাকবে।
আপনারা কি মনে করেন? এই ধরনের ঘটনা কেন ঘটছে?
#মানুষ_নামে_অমানুষ #মনুষ্যত্ব_কোথায় #অমানবিক #প্রতিবাদ #নারী_নির্যাতন #অন্যায় #সচেতনতা

09/08/2025

🐟 মাছ খেয়ে পানি খাবেন না
কারণ পেটের ভিতর সাঁতার কাটলে আপনার কাতুকুতু লাগতে পারে।
🙂

গতকাল বিকেলে ঢাকার মগবাজার এলাকা থেকে ৭ বছরের শিশু শাহ পরান নিখোঁজ হয়েছে। তার পরনে ছিল নীল রঙের একটি গেঞ্জি। দয়া করে প...
08/08/2025

গতকাল বিকেলে ঢাকার মগবাজার এলাকা থেকে ৭ বছরের শিশু শাহ পরান নিখোঁজ হয়েছে। তার পরনে ছিল নীল রঙের একটি গেঞ্জি। দয়া করে পোস্টটি শেয়ার করে আমাদের এই দুঃসময়ে পাশে থাকুন।
শেষ খবর অনুযায়ী, কিছু মানুষ তাকে কমলাপুর রেলস্টেশনে দেখেছেন বলে জানা গেছে। আমরা এই মুহূর্তে খুবই চিন্তিত এবং তার সন্ধানের জন্য সবার সাহায্য কামনা করছি।
যদি কেউ শাহ পরানকে দেখে থাকেন অথবা তার সম্পর্কে কোনো নতুন তথ্য পান, তাহলে দয়া করে দ্রুত এই নম্বরে যোগাযোগ করুন: 01961-836449
একটি শিশুকে তার পরিবারের কাছে ফিরিয়ে দিতে আপনার সহযোগিতা আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। দয়া করে এই পোস্টটি শেয়ার করে আমাদের সাহায্য করুন। আপনার একটি শেয়ার হয়তো শাহ পরানকে তার বাবা-মায়ের কাছে ফিরিয়ে দিতে পারে।
#হারানো_বিজ্ঞপ্তি #নিখোঁজ_শিশু #শাহ_পরান #মগবাজার #কমলাপুর #ঢাকা

Address

Dhaka
Kishoreganj
2316

Alerts

Be the first to know and let us send you an email when জিহাদ ভাই posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share