10/08/2025
মাত্র চার বছর বয়সী তুবা, যার হাসিখেলার বয়স, সে এখন ব্লাড ক্যানসারের সাথে লড়ছে।সবাই মিলে এই অসহায় পরিবারটির পাশে দাঁড়াই। সাহায্য না করতে পারলে, দয়া করে পোস্টটি সর্বোচ্চ শেয়ার করুন। 🙏 গত রমজান মাস থেকে সে ঢাকায় স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন আছে।
তুবার বাবা দিদারুল ইসলাম তার মেয়ের চিকিৎসার জন্য নিজের সবকিছু বিক্রি করে দিয়েছেন। এখন তার আর কোনো সামর্থ্য নেই, অথচ মেয়ের চিকিৎসার জন্য আরও অনেক টাকার প্রয়োজন। ছোট্ট তুবা বাঁচতে চায়, আর আমাদের একটু সহযোগিতা তার সেই স্বপ্ন পূরণ করতে পারে।
আপনার সামান্য সাহায্যও একটি জীবন বাঁচাতে পারে। আসুন সবাই মিলে তুবাকে বাঁচানোর জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দিই। আপনার দেওয়া প্রতিটি টাকা তুবার চিকিৎসার জন্য ব্যবহৃত হবে।
তুবার পরিবারের পাশে দাঁড়ান, একটি তাজা প্রাণকে বাঁচান।
অবশ্যই যাচাই করার পর কেউ সাহায্য করবেন! আমি কপি পেস্ট করলাম, আমার লক্ষ্য সাহায্য করা কিন্তু সামর্থ নাই, কিন্তু পোষ্ট করার সামর্থ আছে বলেই পোষ্ট করলাম, আমার এই পোষ্ট করার মাধ্যমে যদি কাউর উপকার হয়। তাতেই আলহামদুলিল্লাহ ❤️✅
সাহায্য পাঠানোর ঠিকানা:
* বিকাশ: 01631464587
* নগদ: 01735349880
* ব্যাংক একাউন্ট: 0760310057186 (MTB Bank)
প্রয়োজনে যোগাযোগ: তুবার বাবা মো: দিদারুল ইসলাম (01735349880)
ঠিকানা: গ্রাম-পুখুরিয়া, থানা-গফরগাঁও, জেলা-ময়মনসিংহ।
#চিকিৎসায়_সহযোগিতা #মানুষ_মানুষের_জন্য #জীবন_বাঁচান #সাহায্যের_আবেদন