08/08/2025
গল্পের নাম: "চালাক বাচ্চাটা"
একদিন এক শিক্ষক ছাত্রদের জিজ্ঞেস করলেন —
"তোমরা বড় হয়ে কে কি হতে চাও?"
একজন বলল – ডাক্তার,
আরেকজন – পাইলট,
আরেকজন – বিজ্ঞানী।
শুধু একটা ছেলে চুপ করে বসে ছিল।
স্যার জিজ্ঞেস করলেন, “তুমি কিছু বললে না কেন?”
ছেলে উত্তর দিল,
“আমি বড় হয়ে ছোট হতে চাই!”
স্যার হেসে বললেন, "তা কেন?"
ছেলে বলে,
"কারণ ছোটরা ভুল করলে সবাই বলে, ছোট তো… ঠিক হয়ে যাবে!"