অন্যরকম কিছু

অন্যরকম কিছু বাস্তবতা আপনি তখনই বুঝবেন, যখন দেখবেন আপনার পাশে অনেক মানুষও আছে। কিন্তু আপনার উপকারে আসছে বা উপকার করছেনা 🤝
(6)

আজকে আমার লাইভে যারা উপস্থিত ছিলেন, আপনাদের প্রতি রইলো আন্তরিক কৃতজ্ঞতা।আপনাদের ভালোবাসা আর সাপোর্ট আমার এগিয়ে যাওয়ার ...
01/09/2025

আজকে আমার লাইভে যারা উপস্থিত ছিলেন, আপনাদের প্রতি রইলো আন্তরিক কৃতজ্ঞতা।
আপনাদের ভালোবাসা আর সাপোর্ট আমার এগিয়ে যাওয়ার মূল প্রেরণা।
ধন্যবাদ দিয়ে কাউকে ছোট করবো না, কারণ আপনারা আমার হৃদয়ের অংশ।
আপনাদের জন্যই আমি আজ এ পর্যন্ত আসতে পেরেছি।
প্রতিটি মুহূর্তে আমি আপনাদের ভালোবাসা অনুভব করি।
আপনাদের পাশে থাকাটাই আমার সবচেয়ে বড় অর্জন।
সবাই আমার জন্য দোয়া করবেন, আমি সবার জন্য দোয়া করি।
আল্লাহ আমাদের সকলকে সুখী ও সফল করুন—এই কামনা করি। 🌸

01/09/2025

ফেসবুক লাইভ



গোলাপ যেমন একটি বিশেষ জাতের ফুল, বন্ধু তেমনি একটি বিশেষ জাতের মানুষ
31/08/2025

গোলাপ যেমন একটি বিশেষ জাতের ফুল, বন্ধু তেমনি একটি বিশেষ জাতের মানুষ

🌸 প্রতিদিনের সকাল আমাদের জন্য নতুন এক সুযোগ নিয়ে আসে।☀️ কেউ ঘুমিয়ে থেকে শুধু স্বপ্ন দেখে, আর কেউ জেগে উঠে সেই স্বপ্ন প...
30/08/2025

🌸 প্রতিদিনের সকাল আমাদের জন্য নতুন এক সুযোগ নিয়ে আসে।
☀️ কেউ ঘুমিয়ে থেকে শুধু স্বপ্ন দেখে, আর কেউ জেগে উঠে সেই স্বপ্ন পূরণে ছুটে যায়।
💪 সাফল্য কখনো অলসদের ঘরে প্রবেশ করে না, তা আসে পরিশ্রমীদের দরজায়।
✨ জীবন পরিবর্তনের শক্তি তোমার হাতেই লুকিয়ে আছে।
🌿 প্রতিটি সকালই নতুন আশার বার্তা দেয়।
🚶 আজকের ছোট্ট পদক্ষেপই আগামী দিনের বড় সফলতার শুরু।
🌺 তাই ঘুম ভেঙে ওঠো, দৌড়াও তোমার স্বপ্নের পথে।
🔥 কারণ সুযোগ হারিয়ে গেলে আবার ফিরে আসে না।
🌈 জেগে ওঠো, এগিয়ে চলো, নিজের গল্প নিজেই লেখো।
🌞 সুপ্রভাত! আজকের সকাল হোক তোমার সফলতার প্রথম ধাপ।

শহর শুধু ইট-পাথরের জঞ্জাল নয়, এখানে লুকিয়ে আছে হাজারো মানুষের স্বপ্ন।ব্যস্ততার ভিড়ে মানুষ হারায় নিজের সহজ হাসিটুকু।এ...
29/08/2025

শহর শুধু ইট-পাথরের জঞ্জাল নয়, এখানে লুকিয়ে আছে হাজারো মানুষের স্বপ্ন।ব্যস্ততার ভিড়ে মানুষ হারায় নিজের সহজ হাসিটুকু।এখানেই জন্ম নেয় নতুন গল্প, আবার শেষ হয়ে যায় অনেক সম্পর্ক।শহরের আলো ঝলমল রাস্তায় হাঁটতে হাঁটতে কত যে অশ্রু গোপনে ঝরে যায়, তা কেউ দেখে না।স্বপ্ন পূরণের তাড়নায় মানুষ ভুলে যায় শান্তির নিঃশ্বাসটুকু।তবুও এই শহর আমাদের শিখিয়ে দেয় লড়াই করতে, দাঁড়িয়ে থাকতে।শহর একদিকে আশ্রয়, অন্যদিকে একাকীত্বের প্রতীক।শহরের কোলাহলের মাঝেই মানুষ খুঁজে ফেরে একটু ভালোবাসা।এই শহরই আমাদের কাঁদায়, আবার হাসায়ও।
অবশেষে শহর শেখায়—জীবন মানেই সংগ্রাম আর আশা।





😞জীবন খুবই ছোটো,তাই মানুষকে ক্ষমা করুন,যতটা পারেন সাহায্য করুন,সবকিছুর জন্য কৃতজ্ঞ থাকুন,ভালবাসুন আর হাসুন,দেখবেন সত্যিই...
29/08/2025

😞জীবন খুবই ছোটো,
তাই মানুষকে ক্ষমা করুন,
যতটা পারেন সাহায্য করুন,
সবকিছুর জন্য কৃতজ্ঞ থাকুন,
ভালবাসুন আর হাসুন,
দেখবেন সত্যিই সুখী থাকবেন। 🌸

আল্লাহ তুমি দয়ালু, রহমতও অসীম,আজকের এই দিনে মাফ করো প্রতিটি গোনাহর নিঃশব্দ দীন।অজানা পাপের ভারে মন আজ কাঁদছে,তোমার দরবা...
29/08/2025

আল্লাহ তুমি দয়ালু, রহমতও অসীম,
আজকের এই দিনে মাফ করো প্রতিটি গোনাহর নিঃশব্দ দীন।
অজানা পাপের ভারে মন আজ কাঁদছে,
তোমার দরবারেই ক্ষমা প্রার্থনা সাজছে।
রহমতের ছায়ায় ঢেকে দাও আমার জীবন,
মাফ করো আল্লাহ, করো পরিস্কার অন্তর-প্রাণ।

সমুদ্র প্রিয় ছিল, তাই নৌকাটাও সেই দিকে ভেসে গেলো যেদিকে তুফানের ভয় ছিল!
28/08/2025

সমুদ্র প্রিয় ছিল, তাই নৌকাটাও সেই দিকে ভেসে গেলো যেদিকে তুফানের ভয় ছিল!





রাত শুধু আধার নয়, একটু খানি আলো। রাত শুধু খারাপ নয়,স্বপ্ন গুলো ভালো। তাই ঘুমিয়ে পর,ভাল থেক। গুড নাইট
27/08/2025

রাত শুধু আধার নয়, একটু খানি আলো। রাত শুধু খারাপ নয়,স্বপ্ন গুলো ভালো। তাই ঘুমিয়ে পর,ভাল থেক। গুড নাইট

ফুল সবার প্রিয়, রঙে ভরা,কাটা এড়ায় সবাই, ব্যথা দেয় যে সরা।জীবনও তেমনি—সুখে-দুঃখে মেলা,হাসি-কান্নার রঙেই আঁকা জীবনখেলা...
26/08/2025

ফুল সবার প্রিয়, রঙে ভরা,
কাটা এড়ায় সবাই, ব্যথা দেয় যে সরা।
জীবনও তেমনি—সুখে-দুঃখে মেলা,
হাসি-কান্নার রঙেই আঁকা জীবনখেলা।

আলো আঁধারের এ কি মিলন মেলা,পাখিরা সব করছে খেলা,এর বলছে তারা মিষ্টি সুরে,শুভ হোক তোমার সারা বেলা।-শুভ সকাল- ☀️🌿✅         ...
25/08/2025

আলো আঁধারের এ কি মিলন মেলা,
পাখিরা সব করছে খেলা,
এর বলছে তারা মিষ্টি সুরে,
শুভ হোক তোমার সারা বেলা।
-শুভ সকাল- ☀️🌿


ফুল যতই সুন্দর হোক, একদিন মুছে যাবে তার রঙ,ঠিক তেমনি জীবনের হাসি-কান্না সবই অস্থায়ী,আজ যে পাশে আছে, কাল হয়তো দূরে সরে ...
25/08/2025

ফুল যতই সুন্দর হোক, একদিন মুছে যাবে তার রঙ,
ঠিক তেমনি জীবনের হাসি-কান্না সবই অস্থায়ী,
আজ যে পাশে আছে, কাল হয়তো দূরে সরে যাবে,
তবুও স্মৃতির সুবাস রয়ে যাবে হৃদয়ের কোণে,
প্রকৃত ভালোবাসাই অমলিন—যা কখনো ঝরে না।

Address

Bottish
Kishoreganj
2300

Alerts

Be the first to know and let us send you an email when অন্যরকম কিছু posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category