অন্যরকম কিছু

অন্যরকম কিছু বাস্তবতা আপনি তখনই বুঝবেন, যখন দেখবেন আপনার পাশে অনেক মানুষও আছে। কিন্তু আপনার উপকারে আসছে বা উপকার করছেনা 🤝
(6)

27/10/2025

স্বার্থপর এই দুনিয়া

জীবন চলার পথে পড়ে আছে অসংখ্য পাথর। এতে তোমার চলার পথ যেন থেমে না যায়। বরং পাথরগুলো কুড়িয়ে তৈরি কর সাফল্যের সিঁড়ি। —
27/10/2025

জীবন চলার পথে পড়ে আছে অসংখ্য পাথর। এতে তোমার চলার পথ যেন থেমে না যায়। বরং পাথরগুলো কুড়িয়ে তৈরি কর সাফল্যের সিঁড়ি। —

26/10/2025

ইসলামিক কথা শুনলে মন জুড়িয়ে যায়

26/10/2025

এই সমাজের

১৫ ডিসেম্বর থেকে মেসেঞ্জার ডেস্কটপ অ্যাপ বন্ধ করছে ফেসবুকের মূল সংস্থা মেটা। ম্যাক এবং উইন্ডোজ অপারেটিং সিস্টেমের জন্য ত...
26/10/2025

১৫ ডিসেম্বর থেকে মেসেঞ্জার ডেস্কটপ অ্যাপ বন্ধ করছে ফেসবুকের মূল সংস্থা মেটা। ম্যাক এবং উইন্ডোজ অপারেটিং সিস্টেমের জন্য তাদের মেসেঞ্জার ডেস্কটপ অ্যাপটি বন্ধের ঘোণণঅ দিয়েছে তারা। এরপর থেকে ব্যবহারীরা আর এই অ্যাপে লগ ইন করতে পারবেন না।

পাকিস্তানের সংবাদমাধ্যম এক্সপ্রেস ট্রিবিউনের প্রতিবেদনে এমন তথ্য নিশ্চিত করা হয়েছে।

গ্রামের মাটির ঘ্রাণে ভরা, টাটকা শাক সবজি পাই,গ্রামে থাকি বলেই যেন, প্রকৃতির দান হাতে পাই।তরতাজা এই সবুজ সুখে মনটা হয় শা...
26/10/2025

গ্রামের মাটির ঘ্রাণে ভরা, টাটকা শাক সবজি পাই,
গ্রামে থাকি বলেই যেন, প্রকৃতির দান হাতে পাই।
তরতাজা এই সবুজ সুখে মনটা হয় শান্তির গান,
গ্রামের জীবন স্বর্গসম, রোজ তাই ধন্য হয় প্রাণ।

26/10/2025

সফলতা টা এমনই না

এই শীতের টাটকা সবজি
25/10/2025

এই শীতের টাটকা সবজি

আজকের এই কথাগুলো, আমার জীবনের গান,হাসিমুখে থাকি সবার মাঝে, ভেতরটা কিন্তু অজান।ফেসবুকে আলো ছড়াই, দুঃখটা লুকিয়ে রাখি,😞কিন্...
25/10/2025

আজকের এই কথাগুলো, আমার জীবনের গান,
হাসিমুখে থাকি সবার মাঝে, ভেতরটা কিন্তু অজান।
ফেসবুকে আলো ছড়াই, দুঃখটা লুকিয়ে রাখি,😞
কিন্তু কে জানত হাসির আড়ালে কাঁদে আমারই মন-বাঁকি।
নিজের গল্প বলতে চাই না, শব্দগুলো আটকে যায়,
সময় হলে আবার আসবো, না হলে স্মৃতি হয়ে রয়।
কারো দুঃখের কারণ হয়ে বাঁচতে চাই না আর,
বিদায়ের পথে থেকেও করি ভালোবাসার আহ্বান বারংবার।
আমি কতটুকু ভালো মানুষ, তা জানি না আপন মনে,
ব্যবহারে কষ্ট দিলে মাফ করবেন আল্লাহর নামে।
আজ হয়তো দেখা হলো, কাল নেই হয়তো পাশে,
তাই দোয়া করি সবাই থাকুন শান্তির আঙিনাতে।
আমি জাকির, বিদায় নিলাম, কারো কিছু আসবে না যাবে,
তবু মন চায় দোয়া করি—আপনার সুখটা যেন টিকে থাকে সভ্যে।জীবন ক্ষণিকের পথচলা, নেই কোনো গ্যারান্টি সময়ের,তাই হৃদয়কে সুন্দর রাখুন, আল্লাহর সন্তুষ্টি পেয়ে প্রিয় হোন স্রষ্টার নিকট দরবারে।🤲🤲

---

25/10/2025

এই পৃথিবীতে আপন মানুষ চিনা

25/10/2025

আপনি বাস্তব কথা কি জানেন

পরিপূর্ণ তৃপ্তি নিয়ে কুঁড়ে ঘরে থাকাও ভালো, অতৃপ্তি নিয়ে বিরাট অট্টালিকায় থাকার কোন সার্থকতা নেই।
25/10/2025

পরিপূর্ণ তৃপ্তি নিয়ে কুঁড়ে ঘরে থাকাও ভালো, অতৃপ্তি নিয়ে বিরাট অট্টালিকায় থাকার কোন সার্থকতা নেই।

Address

Bottish
Kishoreganj
2300

Alerts

Be the first to know and let us send you an email when অন্যরকম কিছু posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share