
25/06/2025
একটি সর্তকতা মুলক পোস্ট:::
এই ছেলেটির নাম:সাদ্দাম হোসেন।বাড়ি কিশোরগঞ্জ।এখন থাকে কিশোরগঞ্জ,কসাই খানা।ওর সাথে আমার পরিচয় প্রায় ৬ বছর ধরে। আমরা অনেক ভালো বন্ধু ছিলাম।আর ও এই বন্ধুততার সুযোগ নিয়ে আমার সাথে বেইমানি করলো।ও বলেছিলো ওর বড় ভাই(মামুন)আমাকে বিদেশ নিয়ে যাবে।আর যেহেতু সাদ্দাম হোসেন আমার অনেক ভালো বন্ধু ছিলো তাই আমি অন্য কিছু চিন্তা ভাবনা না করে সাদ্দাম এর হাতে ৩ লাখ টাকা আর আমার পাসপোর্ট তুলে দেই।কথা ছিলো ২ মাসের মধ্যে আমাকে ভালো কোন ভিসায় বিদেশ নিয়ে যাবে।কিন্তু ২ মাস চলে গেলো তাদের কোন খোজ খবর নাই।২ মাস পরে আমাকে বলে রেডি হয়ে থাকতে আর ১ মাস পরেই আমাকে নিয়ে যাবে আর আমার দেওয়া টাকা নাকি এমবাসিতে জমা দেওয়া।১ মাস ও চলে গেলো তাদের কোন খবর নাই আর এই ভাবে চলে গেলো প্রায় ১ বছর।পরে আমি জানতে পারলাম ওরা এই ভাবে অনেকের কাছ থেকে বিদেশ নেওয়ার কথা বলে অনেক টাকা নিয়েছে।
মানে ওরা একটা প্রতারক চক্র।সব কিছু জানার পর যখন আমি আমার পাসপোর্ট আর টাকা ফেরত চাইলাম তখন সে আমাকে টাকা আর পাসপোর্ট কোনটাই দেয় নাই।এখন পর্যন্ত আমার টাকা আমি উদ্ধার করতে পারি নাই।ওদের বিরুদ্ধে আমি আইনগত ব্যবস্থা নিচ্ছি আসা করি খুব তারাতাড়ি ফলাফল পাবো ইনশাআল্লাহ।
(সবার কাছে আমার একটাই অনুরোধ কেউ এমন লেনদেন করার আগে চিন্তা ভাবনা করে তার পর লেনদেন করবেন)