Jug biyog - যোগ বিয়োগ

Jug biyog - যোগ বিয়োগ Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Jug biyog - যোগ বিয়োগ, Digital creator, Kishoreganj.

লীগের আমলে ডঃ ইউনুসকে নিয়ে যা জানতাম...১। উনি সুদ খায়।২। উনি আ্যমেরিকার দালাল।বিএনপি ডঃ ইউনুসকে নিয়ে যা জানাচ্ছে...১। উন...
29/03/2025

লীগের আমলে ডঃ ইউনুসকে নিয়ে যা জানতাম...
১। উনি সুদ খায়।
২। উনি আ্যমেরিকার দালাল।

বিএনপি ডঃ ইউনুসকে নিয়ে যা জানাচ্ছে...
১। উনি মুক্তিযুদ্ধ করে নাই।
২। উনি জিয়ার নাম না নিয়ে ভুল করসে।
৩। উনি নির্বাচন দিতে চায় না।

আমি ফেসবুকে গত দুইদিন যা জানলাম....

১। মুক্তিযুদ্ধের সময় যুক্তরাষ্ট্রের মিডল টেনেসি স্টেট বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনারত। সেখানে জন্মভূমির স্বাধীনতার পক্ষে জনমত গঠনে নেমে পড়েন তিনি।মার্কিন সংবাদমাধ্যমে বাংলাদেশের মুক্তিকামী মানুষের খবর পৌঁছে দিতে সেখানকার স্থানীয় পত্রিকা ও টেলিভিশনের সম্পাদক এবং সাংবাদিকদের সঙ্গে যোগাযোগ রাখার কাজটি নিয়মিত করেন অধ্যাপক ইউনূস। তিনি প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে নিয়ে মুক্তিযুদ্ধের জন্য সমর্থন জোগাতে বাংলাদেশ ইনফরমেশন সেন্টার পরিচালনা করেন। যুক্তরাষ্ট্রের ন্যাশভিলে তাঁর নিজ বাড়ি থেকে প্রকাশ করতেন ‘বাংলাদেশ নিউজলেটার’।

২। চীনের হাইনানে প্রাদেশিক সরকারের উপদেষ্টা ছিলেন।

৩। মাইক্রোসফটের বিল গেটস নিজে গাড়ি ড্রাইভ করে প্রফেসর ইউনুসকে পুরো সিলিকন ভ্যালি শহর দেখিয়েছিলেন।

৪। নোবেল, অ্যামেরিকার প্রেসিডেন্সিয়াল অ্যাওয়ার্ড, মার্কিন কংগ্রেশনাল অ্যাওয়ার্ড- পৃথিবীর ইতিহাসে ৩ টা পুরস্কারই জিতেছেন এমন মানুষ মাত্র ১২ জন! সেই ১২ জনের একজন প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস

৫। 'অলিম্পিক গেমস' পৃথিবীর সম্মানজনক প্রতিযোগিতার একটি। আর অলিম্পিকে সবচেয়ে সম্মানিত মেহমান হলেন মশাল বাহক, জাপানে অনুষ্ঠিত ২০২০ অলিম্পিকে মশাল বাহক ছিলেন প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস।

৬। ২০২৪ সালের ফ্রান্সে অনুষ্ঠিতব্য প্যারিস অলিম্পিকের আয়োজক কমিটির ৩ জনের একজন হচ্ছে মুহাম্মদ ইউনূস। সেখানে আরেকজন ফরাসি প্রেসিডেন্ট ম্যাঁক্রো।
২০২৬ ইতালী অলিম্পিকের জন্য ইতালিয়ানরা উনাকে পাওয়ার জন্য তদবির করছে। পুরা অলিম্পিকের মডেলই ছিল থ্রি-জিরো।

৭। সারা পৃথিবীর ১০৭ টা ইউনিভার্সিটিতে মুহাম্মদ ইউনূস সেন্টার আছে। ইউনিভার্সিটিগুলো নিজেদের উদ্যোগে এটা করেছে। এর প্রধান কারণ হচ্ছে তাঁর মাইক্রো-ফাইনান্স। যেটা তাকে এবং তার গ্রামীন ব্যাংককে নোবেল শান্তি পুরষ্কার এনে দিয়েছিলো।

৮। ড. ইউনূস হচ্ছেন পৃথিবীর ওয়ান অব দ্যা হায়েস্ট পেইড স্পীকার। স্পীচ দেয়ার জন্য ওনাকে টাকা দিয়ে নিয়ে যাওয়া হয়। ওনার বক্তব্য শোনার জন্য খরচ করতে হয় ৭৫ হাজার থেকে ১ লাখ ডলার। কখনো আরো বেশী।

৯। বিশ্বের লিডিং ইন্টালেকচুয়ালের যেকোনো তালিকায় টপ ১০ এর ভিতরে থাকেন ড. ইউনূস। মুসলিম বিশ্বে নোবেল বিজয়ী ইউনূসের বিকল্প খুঁজে পাওয়াটা খুবই কঠিন, কিন্তু তিনি আমাদের বাংলাদেশের! এদেশে আর এমন ইউনূস জন্মাবে কিনা আজও সন্দেহ।

১০। কোর্ট-কাছাড়ির ৮ তলার এজলাসে তাকে যখনই হাজিরা দিতে হতো সেসময় কোর্ট বিল্ডিং এর লিফট বন্ধ করে দেয়া হতো। ৮২ বছরের অশীতিপর এই বৃদ্ধকে প্রতিবারই হেটে হেটে ৮ তলায় যেতে হতো। এবং এই ঘটনা নাকি ৪০ বারের মত ঘটেছে।

বিএনপির ফজলু একদম উচিত কথা বলসে।আমরা উনাকে যত বড় মাপের ভাবি উনি তত বড় মাপের না।উনাকে আল্লাহ এত বড় মাপের মানুষ বানাইসেন যে বাংলাদেশের নোংরা রাজনৈতিক দলগুলোর পক্ষে সেটা মাপা কোনদিন সম্ভব না।

মূল লেখা: আশিক

শান্ত নদী, শান্ত পরিবেশ।শান্তির আরেক নাম গ্রাম....
24/03/2025

শান্ত নদী, শান্ত পরিবেশ।
শান্তির আরেক নাম গ্রাম....

ভাবা যায়!! একসাথে ১ লাখ মানুষের ইফতার যেখানে উপস্থিত জাতিসংঘের মহাসচিব, তাও আবার বাংলাদেশে। ড. মুহাম্মদ ইউনুস ৪ দিনের জন...
15/03/2025

ভাবা যায়!! একসাথে ১ লাখ মানুষের ইফতার যেখানে উপস্থিত জাতিসংঘের মহাসচিব, তাও আবার বাংলাদেশে। ড. মুহাম্মদ ইউনুস ৪ দিনের জন্য জাতিসংঘের মহাসচিবকে বাংলাদেশে আনলেন, নিয়ে গেলেন রোহিঙ্গাদের ঝুপড়ি ঘরে। মহাসচিব রোজা রেখেছেন, পড়েছেন বাংলার জাতীয় পোশাক পাঞ্জাবী। নিজ চোখে দেখলেন, কথা বললেন রোহিঙ্গাদের সাথে। প্রতিজ্ঞা করেছেন রোহিঙ্গাদের নিজ দেশে না ফেরানো পর্যন্ত কাজ করে যাবেন, তাদের তহবিল বাড়াবেন।

ড. মুহাম্মদ ইউনুস ছাড়া অন্য কারো পক্ষে এভাবে জাতিসংঘের মহাসচিবকে বাংলাদেশে আনা সম্ভব কিনা আমি সন্ধিহান। তবে আমি ভাবতেছি এই কাজ যদি আগে অন্য কেউ করতেন তাহলে ১ মাস আগে থেকেই মিডিয়ায় তার জয়গান গাওয়া শুরু হতো। স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে সেই নেতার প্রশংসা করে ব্যানার টানানো হতো। চ্যানেলগুলো টক শোতে তার প্রশংসা করার জন্য বিশেষ আয়োজন করতো। কেউ কেউ আবার মহাসচিবকে বাংলাদেশে আনার কারণে সেই নেতাকে বিশ্ব নেতা এমনকি তাকে নোবেল দেওয়ার দাবী করতেন। পাড়ায় মহল্লায় রাজনৈতিক র‍্যালি বের হতো।
ড. মুহাম্মদ ইউনুস ভদ্র লোক, শিক্ষিত লোক। তিনি হয়তো নিজের প্রচার সেভাবে চান না। আসলে যারা প্রকৃত শিক্ষিত ভদ্র তারা কখনো নিজেদের প্রশংসা করে না বরং তারা কাজ করে যায়। তারা অন্যের গীবত গায় না বরং যোগ্য ব্যক্তিকে যোগ্য সম্মান দেন। ড. মুহাম্মদ ইউনুস বার বার আসবেন না। দেশকে সুন্দর করার জন্য সংস্কার জরুরী। এটাই সুযোগ আমরা চাই দেশটা সংস্কার করা হোক। সব কিছু সুন্দর সিষ্টেমে চলুক। সব ক্ষেত্রে ইনসাফ ও নিয়ম প্রতিষ্ঠা হোক।

দেশের প্রতিটি ডিপার্টমেন্ট সুন্দর করার এই সুযোগ হয়তো আর পাবোনা। দেশকে পরিবর্তন না করতে পারলে একদিন হয়তো আফসোস করবো।

বেলা ১ টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তবে আল্লাহর পরিকল্পনা ই সুন্দর। নিষ্ঠুর এ পৃথিবীতে তার না ফেরাই উ...
13/03/2025

বেলা ১ টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তবে আল্লাহর পরিকল্পনা ই সুন্দর। নিষ্ঠুর এ পৃথিবীতে তার না ফেরাই উত্তম হয়েছে। নয়তো তিলে তিলে অপমান সহ্য করে প্রতিনিয়ত তাকে মরতে হতো। আল্লাহ তাকে উত্তম প্রতিদান দান করুক। আমিন

30/10/2024

আইন সে তো তামাশা মাত্র! কেবল বিত্তবান লোকেরাই পয়সা খরচ করিয়া সেই তামাশা দেখিতে পারে।
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়

07/10/2024

আলহামদুলিল্লাহ

Address

Kishoreganj

Website

Alerts

Be the first to know and let us send you an email when Jug biyog - যোগ বিয়োগ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share