অপর পৃষ্ঠা

অপর পৃষ্ঠা আপাতত সবকিছুতেই ব্যর্থ আমি।😊💔
(আপনাকে ভুলে থাকার থেকে,
বিশ্বযুদ্ধের দ্বায় শিকার করে কারাগারে যেতেও রাজি আছি )
(45)

🙂🙂
12/07/2025

🙂🙂

19/06/2025

রূপ গেলো,যৌবন গেল আধা,
তবুও ভার্জিনিটি ধরে রেখে রয়ে গেলাম গাধা।

19/06/2025

বিবাহ যোগ্য তরুণী থাকলে
মেসেজ দিও কথা আছে.!

18/06/2025



লিপ " কিস " কোথ།য় করে..!🙂🪽.

18/06/2025

আনা দুকদুক ইনতা ফি মুশকিলা🌚🫶

18/06/2025

আমার জীবনে সব থেকে বেশি যেইটা ম্যাটার করে সেইটা হলো "form of priority", এই জিনিসে আমি এক সুতা পরিমান ছাড় দেই না। আমার vibe match করা কঠিন কিছু না, যেই পরিমান energy কিংবা effort আমি একজন মানুষকে দিবো আমি ঠিক সেই রকম energy কিংবা effort বিনিময়ে আশা করি। এর ব্যাতিক্রম হলে, আমি সেখানে থাকবো না.!

তোমার আলিঙ্গনে আমার সকাল হোক 🌸❤️
18/06/2025

তোমার আলিঙ্গনে আমার সকাল হোক 🌸❤️

ঠিকঠাক ভালোবাসা পেলে মেয়ে মানুষ বেলি ফুলের মতো বেড়ে উঠে প্রিয়জনের হৃদয়ের কার্ণিসে। ❤️
17/06/2025

ঠিকঠাক ভালোবাসা পেলে মেয়ে মানুষ বেলি ফুলের মতো বেড়ে উঠে প্রিয়জনের হৃদয়ের কার্ণিসে। ❤️

17/06/2025

Facebook এ আছি মানে Facebook এ ই আছি। Massager এ নয় । ২ টা আলাদা apps ভাই 😒

Others                                              Me
05/06/2025

Others Me

05/06/2025

আমাকে যে কেউ ভালোবাসে না__
এই কথা আমাকে দীর্ঘদিন কষ্ট দিয়েছে।
এখন আনন্দ দেয়__
যাকে কেউ ভালোবাসলো না, তার দুঃখ আসারো কোন রাস্তা নেই।

আমি আসলে স্বাধীন__
ভালোবাসালে মানুষ পরাধীন হয়ে থাকে।
রোজ নিয়ম করে কৈফিয়ত দিতে হয়__
মন যুগিয়ে চলা লাগে, আমার অবশ্য এসব চিন্তা নেই।

হুটহাট চলে যাচ্ছি__
কোন সুন্দরী সমুদ্রের সন্ধান পেলে।
যে কোন পাহাড়ে ঘর বেঁধে ফেলছি__
বন্ধুত্ব হয়ে যাচ্ছে রাস্তার কুকুরের সাথে।
যে কোন গাছের ছায়া পেলে থেমে যাচ্ছি__
জিরিয়ে নিচ্ছি একদল পাখির সাথে।

কেউ থাকলে দুঃখ হতো__
অবহেলা কিংবা হারানোর আতঙ্ক থাকত।
দরোজার কপাট খুলে তাকে দেখতে না পেলে__
হাসফাস লাগত।

যে কোন জ্যোৎস্নায় তাকে চাইতাম__
যে কোন বৃষ্টিতে তাকে চাইতাম,
তাকে চাইতাম গানে কিংবা কবিতায়__
তাকে চাইতাম জ্বরে, মন খারাপে।
তখন আর নিজেকে চাওয়ার সময় হইতো না।

আমাকে যে কেউ ভালোবাসে না__
এই কথা আমাকে দীর্ঘদিন কষ্ট দিয়েছে।
এখন আনন্দ দেয়__
কেউ থাকলে হয়ত দুঃখের সমুদ্রে মাছের জীবন কাটাতে হত, এখন অবশ্য এসব আতঙ্ক নেই।
✍️: প্রিয় কবি আরিফ হোসাইন

যারা 'সানডা' ও 'কফিলের' কাহিনী জানেন না, তাদের জন্য এই পোস্টঃ'সানডা' হচ্ছে গুইসাপ টাইপের প্রানী,কিন্তু গুইসাপ না।এদের সৌ...
17/05/2025

যারা 'সানডা' ও 'কফিলের' কাহিনী জানেন না, তাদের জন্য এই পোস্টঃ

'সানডা' হচ্ছে গুইসাপ টাইপের প্রানী,কিন্তু গুইসাপ না।এদের সৌদি আরবের মরুভূমিতে পাওয়া যায়, সেখানের মানুষের কাছে এটার মাংস অনেক প্রিয়। কেনো প্রিয় সেইটা হচ্ছে ব্যাপার, তাদের ধারনা সানডা'র মাংস বা তেল 'পুরুষত্ব' বৃদ্ধি করে, কিন্তু আসলে এটার কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা নাই!

এটা হঠাৎ ভাইরাল হবার কারন হচ্ছে সেদেশে কাজ করতে যাওয়া বাংলাদেশি মানুষ রা!

রাজুদা'র কথা মনে আছে না? হুট করেই তার ভিডিও আসা শুরু হয়েছিলো সবার হোমপেইজেই। সেইভাবেই বাংলাদেশ থেকে কাজ করতে যাওয়া মানুষজনের ''কফিলদের জন্য সানডা ধরা,রান্না করা,সান্ডার বিরিয়ানি, কফিলের ছেলের সান্ডা বেশি প্রিয়'' টাইপের ভিডিও আমাদের সবার হোমপেইজে আসা শুরু করে। দুই তিন টা ভিডিও আগ্রহ সহকারে দেখার কারনে ফেসবুকের এলগরিদম এর বদৌলতে বারবার সানডা'র ভিডিও সবার হোমপেইজেই আসতে থাকে!
সানডা এভাবেই বাংলাদেশের মানুষের হোমপেইজের 'হট টপিক' হয়ে যায়!

আরেকটা প্রশ্ন অনেকের,'কফিল' কি? যারা সৌদি আরবে কাজ করে,যেই মালিকের অধীনে কাজ করে, তাকেই 'কফিল' বলে। এই কফিলের জন্য ই সানডা এতো জনপ্রিয় এখন 🙂

Address

Kishoreganj

Alerts

Be the first to know and let us send you an email when অপর পৃষ্ঠা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share