অপর পৃষ্ঠা

অপর পৃষ্ঠা এই পেজে পান্ডা সেল করা হয় ‌ ।
বিস্তারিত জানতে ইনবক্স করুন 😊😻
(43)

mone mone vabis Ami wish korci 🙂👍
15/08/2025

mone mone vabis Ami wish korci 🙂👍

14/08/2025

মদ খাওয়ার সময় আমি কোন রিস্ক নিই না।
অফিস থেকে সন্ধ্যাবেলা বাড়ি ফিরে দেখি গিন্নি রান্না করছে।
রান্নাঘর থেকে বাসনের আওয়াজ আসছে।
আমি চুপিচুপি ঘরে ঢুকে পড়লাম।
কালো রঙের আলমারি থেকে বোতল বার করলাম।
নেতাজি ফটো ফ্রেম থেকে আমাকে দেখছেন।
কিন্তু এখন পর্যন্ত কেউ কিচ্ছুটি টের পায় নি।
কারণ আমি কোন রিস্ক নিই না।

সিঙ্কের উপরের তাক থেকে গ্লাস বার করলাম
আর টক করে এক পেগ গিলে ফেললাম।
গ্লাস ধুয়ে ফের তা তাকের উপর রেখে দিলাম
হা, বোতল টাও আলমারি তে রেখে দিলাম।
নেতাজি মুচকি হাসলেন।
রান্নাঘরে উঁকি দিলাম, গিন্নি দেখি আলু কাটছে।
কেউ কিছু টের পায় নি।
কারণ আমি কোন রিস্ক নিই না।

গিন্নি কে জিগেস করলাম: সমীরের মেয়ের বিয়ের কিছু হলো ?
গিন্নি : নাহ, মেয়েটার ভাগ্য টাই খারাপ। এখনো পাত্র দেখছে।
আমি আবার ঘরে গেলাম, আলমারি খুলতে গিয়ে এবার একটু শব্দ হলো।
তেমন কিছু নয় অবশ্যি।
বোতল বের করার সময় অবশ্য কোনো আওয়াজ করিনি।
সিঙ্কের উপরের তাক থেকে গ্লাস নিয়ে চট করে দু পেগ মেরে দিলাম।
বোতল ধুয়ে সাবধানে সিঙ্কের মধ্যে রেখে দিলাম। আর গ্লাস টা আলমারি তে।
এখন পর্যন্ত কেউ কোনো কিছু আঁচ করতে পারে নি
কারণ আমি কোন রিস্ক নিই না।

বাইরে এসে গিন্নিকে : যাই হোক, সমীরের মেয়ের বয়েস ই বা কি !
গিন্নি : কী বলছ !! ৩০ বছর বয়েস হলো, দেখতে আরো বুড়োটে লাগে।
আমি (ভুলেই গেছিলাম সমীরের মেয়ের বয়েস ৩০) : তা ঠিক
সুযোগ বুঝে ফের আলমারি থেকে আলু বের করলাম (আলমারিটা আবার জায়গা বদলে ফেলল কি করে রে বাবা),
তাক থেকে বোতল বার করে সিঙ্কের সঙ্গে মিশিয়ে চট করে আর এক পেগ পেটে চালান করলাম।
নেতাজি দেখি জোরে জোরে হাসছেন।
তাক আলুতে রেখে নেতাজীর ছবি খুব ভালো করে ধুয়ে আলমারিতে রেখে দিলাম।
গিন্নি কি করছে দেখি - হ্যা, ও গাসের উপর সিংক চড়াচ্ছে।
কিন্তু এখন পর্যন্ত কেউ কিসসু টের পায় নি,
কারণ আমি কোন রিস্ক নিই না।

আমি গিন্নিকে : তুমি সমীরকে বুড়ো বললে ?
গিন্নি : বকবক কর না তো , বাইরে গিয়ে চুপ করে বসো। এখন তুমি কথা বলবে না।
আমি আলু থেকে ফের বোতল বের করে মজাসে আলমারি তে আরো এক পেগ গিললাম।
সিংক টা ধুয়ে ওটাকে তাকের উপর রেখে দিলাম।
ফটো ফ্রেম থেকে গিন্নি এখনো হেসে চলেছে।
নেতাজি রান্না করছে।
কিন্তু এখনো কেউ কিছু টের পায় নি
কারণ আমি কোন রিস্ক নিই না।

গিন্নিকে হাসতে হাসতে বললাম : তাহলে সমীর পাত্রী দেখছে ?
গিন্নি : শোনো, তুমি মুখে জলের ঝাপটা দিয়ে কোথাও চুপ করে বস তো !
আমি রা

14/08/2025

আমার অভিমান আর অভিযোগগুলো আমার মতোই তুঙ্ক। 🙂

14/08/2025

আকাশে মেঘ আর সাগরে পানি থাকতে থাকতেই সাজেক আর কক্সবাজার ঘুরে আসুন..!🐸

ছবি না আর্ট ,,😱😱😱
14/08/2025

ছবি না আর্ট ,,😱😱😱

ময়মনসিংহ মেডিকেল কলেজের হোস্টেল কক্ষ থেকে শরিফা ইয়াসমিন সৌমা নামের মেডিকেল ছাত্রীর ম-র-দে-হ উদ্ধার করেছে পুলিশ..মৃ-ত্যু ...
13/08/2025

ময়মনসিংহ মেডিকেল কলেজের হোস্টেল কক্ষ থেকে শরিফা ইয়াসমিন সৌমা নামের মেডিকেল ছাত্রীর ম-র-দে-হ উদ্ধার করেছে পুলিশ..মৃ-ত্যু আগে চিরকুটে লিখে যান...

অনুগ্রহ করে আমাকে ক্ষমা করার উপায় খুঁজে বের করো..যদি পারো..এটা যেন আকাশের লাখো তারা থেকে একটিমাত্র আলোর চলে যাওয়ার মতো..আমি কোথাও একটা মজার কবিতা পড়েছিলাম..যার কয়েকটি লাইন আমাকে ছুঁয়ে গেছে—‘নক্ষত্রের মতো ঝলমলে মানুষরা নেমে আসে পৃথিবীতে আলো বিলাতে, কিন্তু কখনো কখনো তারা ফিরে যায়, যখন সময়ের আগে ডাক আসে..

আম্মা..আপনার কাছে নিজের ভুল স্বীকার করা খুব কঠিন..আমি সবসময় চেষ্টা করেছি আপনাকে খুশি রাখতে..কিন্তু এই ব্যর্থতা মেনে নেওয়া আমার পক্ষে কঠিন..আপনার জন্য আমি পৃথিবীর সবচেয়ে ভালো মেয়ে হতে পারিনি বলে নিজেকে ক্ষমা করতে পারছি না..আমি জানি আপনি সবসময় আমার মঙ্গল চেয়েছেন..কিন্তু আমি আপনাকে ক-ষ্ট দিয়েছি..আমি চেষ্টা করেছি..কিন্তু তাও আপনাকে হ-তা-শ করেছি..দয়া করে আমার জন্য কাঁ-দ-বে-ন না..নিজের স্বাস্থ্যের যত্ন নেবেন..নিজের জীবনটা শান্তিতে কাটাবেন..কারণ কিছু ভুলের জন্য এত ক-ষ্ট পাওয়ার কিছু নেই..আবারও বলছি..আমি দুঃখিত আম্মা..আমি সত্যিই দুঃখিত..

আমি ছেড়ে দিতে চেয়েছিলাম..এমনকি এই তীব্র অবস্থা টানা এক সপ্তাহ চলেছিল..আমি খেতে পারতাম ন..দিনে ৪–৫ বার ব-মি করতাম..মনে হতো আমার হৃদয় ফে-টে যাবে..তবুও বেঁচে গেছি..ভেবেছিলাম এটা স্বাভাবিক..প্রথম ধাপ পার হলেই মানিয়ে নেবো..হয়তো সময়ের সাথে পছন্দ করব..কিন্তু আমি ভুল ছিলাম..

আবার আমি ভোরে মাঠের মধ্যে দৌড়াচ্ছি..শ্বাস নেওয়ার জন্য হাপাচ্ছি..পড়াশোনায় ব্য-র্থ হচ্ছি..কাজের বোঝা জমে যাচ্ছে..ফাঁকা চেয়ে থাকি পাতার দিকে ঘন্টার পর ঘন্টা..কখনো মনে হয় চিৎকার করে কেঁ-দে ফেলি..কিন্তু এখানেও সেটা সম্ভব নয়..তাই আমি পায়ের দাগগুলোর দিকে তাকাই এবং মনে করি..জীবনে শুধু পড়াশোনা ছাড়াও অনেক কিছু আছে..

কিন্তু তারপরও মনে হয় আমি এখানে মানিয়ে নিতে পারছি না..সবসময় মনে হয় আমি যেন বহিরাগত..সবাইয়ের মধ্যে আলাদ..যেন কেউই আমাকে চায় না..আমি এত সাধারণ যে আলাদা করে চোখে পড়ি না..শুধুই অদৃশ্য..আমার মধ্যে কোনো বিশেষ গুণ নেই..নেই তীক্ষ্ণ বুদ্ধি..নেই অন্য প্রতিভা..এমনকি সুন্দর মুখও নয়..আমি প্রায় নীরব হয়ে যাই সপ্তাহের পর সপ্তাহ..আর বিশ্বাস করো..এই একাকীত্ব…🙂

13/08/2025

5 minuter jnno reels dekhte boshchilam, ordhek August Par hoye gese!

13/08/2025

_বৃষ্টিতে ভি’জতেও ভ’য় করে।🥲

_কারণ E’x বলেছিল তোর উপর ঠা//ডা পরবে,,!🤐🙂

13/08/2025

দশটা ছবি ক্লিক করার পর বুঝলাম, আমি শুধু মনের দিক দিয়ে সুন্দর।🙂

12/08/2025

অনেক ঘুম আসছে শুধুমাত্র আপনারা আমার পোস্টের জন্য কান্না করবেন দেখে আমি ঘুমাচ্ছিনা।

কি এক জ্বানায় আচি কি বনবো বন্দু রা
12/08/2025

কি এক জ্বানায় আচি কি বনবো বন্দু রা

12/08/2025

ব্রেকআপ হয়ছে চিল করবা, শান্তিতে ঘুমাবা, রাত জেগে কান্না করে বালিশ ভেজালেই কি সকালে উঠে তার সাথে তোমার বিয়ে হয়ে যাবে, বোকা মেয়ে।
আমাকে নক দিও... 🫣

Address

Kishoreganj

Alerts

Be the first to know and let us send you an email when অপর পৃষ্ঠা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share