
17/05/2024
এক্সের বিয়ে হয়েছে বেশ কয়েক বছর আগে।
আমার বাসা থেকে ১৫ মিনিট লাগে তার হাসব্যান্ডের বাসায় যেতে।
কয়েকদিন আগে,হঠাৎ করে এক্সের হাসব্যান্ডের সাথে দেখা হয়েছিল।
এক্সের হাসব্যান্ড তার চাকরির কারণে বাড়িতে থাকেনা। প্রতি সপ্তাহে বাড়ি আসে।
তার হাসব্যান্ড আমাকে চিনে, তবে এক্সের বন্ধু হিসাবে ভালো করে চিনে।
আমি আর আমার এক্স একই ক্লাসে পড়তাম।
কিছুক্ষণ কথা হলো আমাদের।
তারপর আমাকে বলতেছে, আমি ফ্রি থাকি কিনা।
আমি বলেছিলাম হ্যা, মোটামুটি ফ্রি আছি।
আমি জিজ্ঞেস করলাম তাকে! কি কারণে সে আমাকে এটা জিজ্ঞেস করলো।
উত্তরে সে বলেছিল! তার মেয়েকে আমি পড়াতে পারবো কিনা!!
মানে এক্সের মেয়েকে পড়াতে বলতেছে।
আমি কিছুক্ষণ চুপ থেকে রাজি হয়েছিলাম।
তারপরের দিন বিকেলের দিকে এক্সের মেয়েকে পড়াতে যাই।
যেয়ে দেখি এক্স আর তার মেয়ে টিভি দেখতেছে।
আমি যাওয়াতে আমাকে বসতে বললো।
সচারাচর এক্সের সাথে দেখা হয়না আমার, বিয়ের পর থেকে তার হাসব্যান্ডের এলাকাতে কম যাওয়া হতো।
অনেকদিন পরেই তাকে দেখলাম। হালকা মন খারাপও হয়েছিল আমার।
পরে আমি এক্সের মেয়েকে ডেকে বললাম বই নিয়ে আসো এদিকে।
পড়াতে লাগলাম এক্সের মেয়েকে।
এক্স এসে চা দিয়ে গেলো! কেমন যেন ভেতরে ভেতরে খারাপ লাগা শুরু হয়েছিল।
যাইহোক সেদিন পড়ানো শেষ করে, ফিরে আসার সময় আমাকে ডেকে আমার নাম্বার চেয়েছিল আমার এক্স।প্রথমে মানা করেছিলাম। পরে আবার কেন যেন দিয়েই আসলাম নাম্বার।
রাতের দিকে আমাকে কল দিছে একটা অচেনা নাম্বার থেকে! কণ্ঠ শুনেই বুঝে ফেলেছিলাম আমার এক্স এটা। আমি জিজ্ঞেস করলাম কেন কল দিছেন।
উত্তরে বলতেছিল, আমাকে দেখে নাকি সারাক্ষণ আমার চেহারা তার চোখে ভাসতেছে।
মিস করতেছে আমাকে।
আমি কথা না বাড়িয়ে ব্যস্ত দেখিয়ে ফোন রেখে দিয়েছিলাম।এখন সমস্যা হচ্ছে তার হাসব্যান্ড বাসায় থাকেনা। যদি কোনো অঘটন ঘটিয়ে ফেলে! কি যে একটা অবস্থা হবে উপরওয়ালা ভালো জানেন।
★এখন পরামর্শ চাচ্ছি আপনাদের কাছে।
আমার কি তার সাথে যোগাযোগ রাখা ঠিক হবে?
তার মেয়েকে পড়ানো ঠিক হবে? নাকি বন্ধ করে দিব সবকিছু?
পাঠালেনঃ জাকির হোসেন!