AR. Al-Amin

AR. Al-Amin "জন্ম কেবল মৃত্যুর জন্য, ভবিষ্যৎ বলতে মৃত্যুকেই বুঝি"

31/05/2025

জীবনের প্রতিটি মুহূর্তের জন্য আলহামদুলিল্লাহ 🌸🌼

জীবনের ২১টি টিপস যা আপনার জীবনে পরিবর্তন আনতে সাহায্য করবে। ১. নিজেকে কখনো বড় করে প্রকাশ করবেন না। এতে আপনি ছোট হবেন।২. ...
28/05/2025

জীবনের ২১টি টিপস যা আপনার জীবনে পরিবর্তন আনতে সাহায্য করবে।

১. নিজেকে কখনো বড় করে প্রকাশ করবেন না। এতে আপনি ছোট হবেন।

২. ভুল স্বীকার করার মানসিকতা দেখান। "Thank you", "Please" এই কথাগুলো বলতে দ্বিধা করবেন না।

৩. কারো কাছে নিজের সিক্রেট শেয়ার করবেন না বা কাউকে অন্ধভাবে বিশ্বাস করবেন না।

৪. অভিজ্ঞতা ছাড়া ব্যবসা করতে যাবেন না।

৫. পর্ণে আসক্ত হবেন না। এতে করে আপনি ক্ষণস্থায়ী সুখের জন্য সুন্দর জীবন হারাবেন।

৫. পরচর্চা করবেন না। যে ব্যক্তি আপনার সামনে অন্যের নিন্দা করে, সে নিশ্চিতভাবে অন্যের সামনে আপনার নিন্দা করে।

৬. গাধার সাথে তর্ক করতে যাবেন না। তর্কের শুরুতেই গাধা আপনাকে তার স্তরে নামিয়ে আনবে, তারপর আপনাকে সবার সামনে অপদস্থ করবে।

৭. পরে করব ভেবে কোনো কাজ ফেলে রাখবেন না। আপনি যদি তা করেন শতকরা ৮০ ভাগ সম্ভাবনা কাজটি আপনি আর কখনোই করতে পারবেন না।

৮. 'না' বলতে ভয় পাবেন না।

৯. স্ত্রীর কারণে বাবা-মাকে বা বাবা মায়ের কারণে স্ত্রীকে অবহেলা করবেন না।

১০. সবাইকে সন্তুষ্ট করতে যাবেন না। এতে আপনি আপনার ব্যক্তিত্ব হারাবেন।

১১. ঝুঁকি ছাড়া সাফল্য আসে না। তাই জীবনে ক্যালকুলেটেড রিস্ক নিতে ভয় পাবেন না।

১২. স্মার্টফোনে আসক্ত হবেন না। গুগলে জীবনের সব প্রশ্নের উত্তর খুঁজে পাবেন না।

১৩. মনের ইচ্ছা প্রকাশ করতে দেরি করবেন না। কারণ, এই একটি কাজের বিলম্বের জন্য আপনি সারাজীবন পস্তাতে পারেন।

১৩. রিলেশনসিপে অসুখী হলে সেটা আঁকড়ে ধরে থাকবেন না। যে সম্পর্ক মানসিক যন্ত্রণা দেয়, ভেতরে অশান্তি সৃষ্টি করে তা জীবন থেকে দ্রুত মুছে ফেলুন।

১৪. আপনি কখনোই জানেন না যে আপনি স্বপ্নপূরণের ঠিক কতটা কাছাকাছি। তাই, কখনোই লক্ষ্যের পিছু ধাওয়া করা বন্ধ করবেন না। বেশিরভাগ মানুষ সাফল্য লাভের কাছাকাছি গিয়ে হাল ছেড়ে দেয়।

১৫. অকারণে শত্রু বাড়াবেন না।

১৬. কারো ধর্মবিশ্বাসে আঘাত দিয়ে কোনো কথা বলবেন না বা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করবেন না।

১৭. বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ডের সাথে একান্ত মুহূর্তের ছবি বা ভিডিও করবেন না। তার সাথে আপনার বিয়ে হবেই বা সে আপনাকে ভবিষ্যতে ব্ল্যাকমেইল করবে না এটা আপনি গ্যারান্টি দিয়ে বলতে পারেন না।

১৮. যে আপনার কথা শোনার জন্য প্রস্তুত নয়, তাকে কিছু শেখাতে যাবেন না। সে ঠকবে, ভুল করবে, ধাক্কা খাবে; তারপর একসময় ঠিকই আপনার মূল্য বুঝতে পারবে।

১৯. নিজের সম্মান বিসর্জন দিয়ে মানুষের সাথে সম্পর্ক রক্ষা করবেন না। যেখানে আপনার সম্মান নেই সেখান থেকে এখনই নিজেকে গুটিয়ে নিন।

২০. টাকার পেছনে দৌড়াতে গিয়ে প্রিয়জনদের বঞ্চিত করবেন না।

২১. যেটা হাতছাড়া হয়ে গেছে সেটা নিয়ে আফসোস করবেন না।

ভালো লাগলে পেইজটি ফলো এবং লাইক কমেন্ট শেয়ায় করে দিবেন!

28/05/2025

__ভালো থাকার জন্য আল্লাহর
রহমতের প্রয়োজন হয়, মানুষের সঙ্গ নয়। 🌸🌼

Good Morning Everyone 🌅
05/05/2025

Good Morning Everyone 🌅

06/04/2025

গা'জা'য় সারি সারি লা'শ একসাথে দা'ফন।
কা'ফনের কাপড় শেষ, তাই পলি দিয়ে শেষ বিদায়!
আপনি যদি উম্মাহর ব্যাপারে উদ্বিগ্ন না হন,
তবে বুঝে নিন - আপনি " মৃ'ত!

– শাইখ আবু নাওয়ার (রাহি.)

06/04/2025

গা*যা*য় ধ্বং*স করার মতো কিছুই আর বাকি নেই 💔

01/03/2025

নিউজ আপডেট পরে, গার্লফ্রেন্ড ফাস্ট 🙂

25/02/2025

কিশোরগঞ্জের ভৈরবে পুলিশ কনস্টেবল মোস্তফা ডিউটি অবস্থায় ছিনতা*ইকারী ছুরিকা*ঘাতে আহ*ত হয়েছে, ছিনতা*ইকারী ধরা পড়ে/ন এবং শা*স্তি রূপে পাবলিক তাদেরকে বাঁশ বেধে সারা ভৈরব বাজার ঘুরিয়ে সা*ইজ করে!

18/02/2025

আর কত লাশ দেখতে হবে এভাবে রাস্তায়। আজ কিশোরগঞ্জ, কটিয়াদি, মধ্য পাড়া স্কুলের দুই শিক্ষার্থী স্কুলে যাওয়ার সময় উজানভাটি ভাসের নিচে পরে মারা যায়।

এই ঘটনার কঠিন বিচারের দাবি জানাই, আর যেন রাস্তায় এভাবে লাশ দেখতে না হয় আমাদের।
আল্লাহ হেফাজত করুক সবাইকে।

18/02/2025

আজ কিশোরগঞ্জ, কটিয়াদি, মধ্যপড়া উচ্চ বিদ্যালয়ের দুই শিক্ষার্থী স্কুলে আসার পথে উজানভাটি বাসের নিচে পরে মারা যায়।
তাই ছাত্ররা বিক্ষোভ প্রতিবাদ করে রাস্তা অবরোধ করেছেন।

এই ঘটনা সঠিক বিচারের দাবি জানাই আর যেন কোনো শিক্ষার্থীর এভাবে মারা না যায়।

Address

Kishoreganj

Website

Alerts

Be the first to know and let us send you an email when AR. Al-Amin posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share