Nur Mohammad mojahid

Nur Mohammad mojahid islamic knowledge, technical tips about social media,Nature knowledge,Islamic video & experience.
(21)

10/10/2023

কিশোরগঞ্জ জেলা মুজাহিদ কমিটি নিয়ে কিছু কথা
পর্ব-১
চরমোনাই মাহফিলে যাই সেই ছোট বেলা থেকে যখন সংগঠন কি, মুজাহিদ কমিটি কি, কিছুই বুঝতাম না শুধু জানতাম চরমোনাই মাহফিল আর হালকায়ে জিকির। মাসিক ইজতিমা সম্পর্কে জেনেছি আরও পরে। জন্মসূত্রে আমি যেহেতু ময়মনসিংহের অধিবাসী ছিলাম সেহেতু চরমোনাই এর সাথে আমার পরিচয় ময়মনসিংহ থেকে। আমার আব্বা মাওলানা ছদর উদ্দিন (রহ:) ময়মনসিংহ জেলা কমিটির একজন দ্বায়িত্বশীল ছিলেন। ময়মনসিংহ জেলা মুজাহিদ কমিটির বর্তমান সাধারণ সম্পাদক মির্জা আবু সাঈদ সাহেব আব্বার সহকর্মী ছিলেন। আমাদের বাসায় মংগলবার দিন সাপ্তাহিক তালিম ও হালকা জিকির কবে থেকে চলত তা আমি নিজেও জানি না। আব্বা মারা যাওয়ার পর এখন আর হালকা জিকির হয়না বন্ধ হয়ে গেছে। ২০১৪ সালের ফাল্গুনের মাহ্ফিলের পর থেকে নিয়মিত কিশোরগঞ্জ জেলা মুজাহিদ কমিটির সাথে জরিত হই পরবর্তীতে যার সহযোগিতার কারণে জেলা মুজাহিদ কমিটির দ্বায়িত্বশীল হই তিনি হলেন
জেলা মুজাহিদ তৎকালীন সাধারণ সম্পাদক মরহুম সিরাজুল ইসলাম ভাই উনার অবদানেই আমি জেলা মুজাহিদ কমিটিতে আস্তে আস্তে পরিচিত হতে শুরু করি যার সুবাদে আজকে আমি কিশোরগঞ্জ জেলার ১৩ থানায় মুজাহিদ দের নিকট একজন পরিচিত মুখ এরপর থেকে আমাকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি। নিজের যোগ্যতা, দক্ষতা ও পরিশ্রম করেই আজকের এই অবস্থানে এসেছি। মাঝখানে কেউ কেউ আমাকে আউট করে দেওয়ার চেষ্টা করেছে কিন্তু সে সময় কয়েকজন ব্যাক্তি আমাকে সাপোর্ট করে গেছেন তারা হলেন মাওলানা শফিকুল ইসলাম ফারুকী, মাওলানা মহিউদ্দিন আজমী, মাওলানা হাবিবুর রহমান, মো: শাহ আলম ভাই প্রমুখ।
চলবে.............

08/10/2023

বিবেকের কাছে অপরাধী থাকবেন না পরাজিতও হবেন না। অপরাধ করে পার পেলেও বিবেক আপনাকে ঘুমুতে দেবে না। স্বস্তি দেবে না একদণ্ডও। দেখবেন নিজের কাছে নিজেই হেরে গিয়ে কীভাবে মাথা নুয়ে আসে।

কিন্তু রাতের চুরিতে দিনের বাদশাহী পেয়ে যদি বিবেকে নাড়া না দেয়, শান্তিতে ঘুমুতে পারেন কিংবা চুরি করে পাওয়া বাদশাহীর প্রশংসায় আত্মতৃপ্ত হন অথবা প্রশংসা শুনতে আগ্রহী থাকেন অথবা কেউ অন্যায়ের বিরোধিতা করলে তাকে দেখে নেন— তাহলে বুঝতে হবে আপনার বিবেক পচে গেছে। শুধু তা নয়! বরং আপনাকে মানুষ বলা বা ভাবাটাও অপরাধ!
তা না হলে সংগঠনের ক্ষতি কিংবা অগ্রগতি কোনটার দিকে খেয়াল না করে শুধু পদ পদবীর নেশায় কেন মেতে উঠেছেন। একজন ব্যক্তি এখলাছের সাথে কাজের মাধ্যমে সংগঠন কে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে তার বিরুদ্ধে অপপ্রচার, তোহমত কেন
শুধু মাত্র আপনাদের পছন্দ নয় বলেl

চলবে.........

06/10/2023

একটি বিশেষ ঘোষণা
বাংলাদেশ মুজাহিদ কমিটি কিশোরগঞ্জ জেলা শাখার ৬/১০/২০২৩ ইং তারিখের মাসিক ইজতিমা বৈরী আবহাওয়ার কারণে স্থগিত করা হয়। ঘোষণাটি প্রচারের জন্য দায়িত্বশীল ও মুজাহিদদের অনুরোধ করা হইল।
প্রচারে
বাংলাদেশ মুজাহিদ কমিটি
কিশোরগঞ্জ জেলা শাখা

06/10/2023

✍️✍️আজ ১০০ জন কে ফলো দিব, ❤️❤️কার কার ফলো দরকার কমেন্ট করে জানিয়ে দিন এক্ষুনি দিয়ে দিচ্ছি 🇧🇩🇧🇩🇧🇩👍👍

05/10/2023

ইসলাম কি শুধু ধর্মের নাম ?

বিশ্বমানবতার কল্যাণ, মানবজাতির শান্তি ও মুক্তি দিতে বিশ্বব্যাপী নানা ধর্মের আবির্ভার ঘটেছে। মুসলমান সম্প্রাদায়ের জন্য ইসলাম ধর্ম ,হিস্দু সম্প্রদায়ের জন্য সনাতন ধর্ম,খৃষ্টান মতালম্বীদের জন্য খৃষ্টধর্ম, বৌদ্ধ সম্প্রদায়ের জন্য বৌদ্ধ ধর্ম। এমনিভাবে নানা সম্প্রাদায়ের মানুষের জন্য সৃষ্টি হয়েছে নানা ধর্মের। মানবজাতির কল্যাণে, ইহকালীন শান্তি ও পরকালীন মুক্তির জন্য মানবজাতির স্রষ্টা মহান আল্লাহর পক্ষ থেকে যেমন ইসলাম এসেছে, তেমনই অন্য সকল ধর্মের সৃষ্টি হয়েছে মানুষের হাতে।এখন প্রশ্ন হলো, অন্যান্য ধর্মের মত ইসলাম কি শুধু একটি ধর্মের নাম? ব্যাক্তি জীবনে কিছু আচার অনুষ্ঠান পালনের নাম ইসলাম ? না অন্যান্য ধর্মের মত ইসলাম নিছক একটি ধর্মের নাম নয়।মানবতার পরিপূর্ণ জীবনবিধানের নাম ইসলাম । মানুষ তার ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাজনৈতিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবন অর্থাৎ জন্ম থেকে মৃত্যু পর্যন্ত জীবন কিভাবে চলবে এবং চালাবে সেই নীতিমালার নাম হলো ইসলাম। পবিত্র কুরআনে এরশাদ হচ্ছে- ان الدين عند الله الاسلام অর্থ নি:সন্দেহে আল্লাহ তা’আলার মনোনিত একমাত্র দ্বীন (জীবন ব্যবস্থ) হলো ইসলাম।

উল্লেখ্য, জাহিলিয়াতের ধারক-বাহক এদেশীয় এজেন্ট মুসলমান নামধারী নেতারা সাধারণ মুসলমানকে বিভ্রান্ত করতে হরহামেশা বলে ইসলাম একটি পবিত্র ধর্ম। এ পবিত্র ধর্মকে নোংরা রাজনীতির মধ্যে টেনে আনতে দেওয়া যাবে না।

এ ধোকাবাজদের ধোকা থেকে পরিত্রাণ পেতে বলতে চাই,অন্যান্য ধর্মে মানুষের পরিপূর্ণ জীবন ব্যাবস্থার কথা উল্লেখ নেই। নেই রাজনীতি,রাষ্ট্রনীতি,অর্থনীতি,বিচারনীতি। অথচ ইসলামের নীতিমালায় সকল বিষয়ে সুবিন্যাস্ত ভাবে নীতিমালা উল্লেখ আছে। রাষ্ট্র ও মানুষের কল্যাণে সুশাসন বা সুনীতি বলতে যদি কিছু থাকে তা একমাত্র ইসলামেই আছে। আর সুশাসন প্রতিষ্ঠায় ইসলামী রাজনীতিকে আল্লাহ তা’আলা ফরজ করে দিয়েছেন ।

05/10/2023

ইসলাম বলতে কি বুঝি ?

১. মানুষের পরিপূর্ণ জীবন বিধানের নাম ইসলাম।
২. মানুষের ইহকালীন শান্তি ও পরকালীন মুক্তির একমাত্র গ্যারান্টির নাম ইসলাম।
৩. দেশের স্থায়ী শান্তি মানবতার সার্বিক মুক্তির একমাত্র রক্ষাকবজের নাম ইসলাম।
৪. তাগুত বা মানবরচিত সকল পথ ও মতকে অস্বীকার করার নাম ইসলাম।
৫. সর্বযুগে সর্বকালের একটি বিজয়ী শ্রেষ্ঠ ও সত্য আদর্শের নাম ইসলাম।
৬. আল্লাহর আদেশ পালন,পরিপূর্ণ অনুসরণ করার নাম ইসলাম।
৭. নিজ সত্বাকে সম্পূর্ণরুপে আল্লাহর নিকট সোপর্দ করে আত্নসমর্পণ করার নাম ইসলাম।

বাংলাদেশ কুরআন শিক্ষা বোর্ড কিশোরগঞ্জ জেলা শাখা কর্তৃক আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানের কিছু স্থির চিত্র।
05/10/2023

বাংলাদেশ কুরআন শিক্ষা বোর্ড কিশোরগঞ্জ জেলা শাখা কর্তৃক আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানের কিছু স্থির চিত্র।

your page is so nice as like u,✍️✍️🇧🇩 deceplin is also nice, i hope your page will be groing up day by day,ok❤️ may alla...
24/09/2023

your page is so nice as like u,✍️✍️🇧🇩 deceplin is also nice, i hope your page will be groing up day by day,ok❤️ may allah bless u.thank u so much ❤️❤️

18/09/2023

Active✅ আছি ✅
দ্রুতো ফলো দিন
রকেটের গতিতে ফলো ব্যাক দিচ্ছি
💯 Follow Back to Back💯

13/09/2023

সুখে থাকতে চাইলে চার ধরনের মেয়েকে বিয়ে করা উচিৎ নয়। #ইসলাম #কুরআন #জান্নাত #আখিরাত #নামাজ #দ্বীনিশিক্ষা #নারী #সংসার #পর্দা Nur Mohammad Mymensingh মাওলানা শফিকুল ইসলাম ফারুকী Surmin Akter Rifa Akter

13/09/2023

🌺আসসালামু আলাইকুম 彡সবাই 𝐅𝐨𝐥𝐥𝐨𝐰 দিয়েッ🌺
𝐃𝐨𝐧𝐞 লিখো 𝐍𝐨𝐭𝐢𝐟𝐢𝐜𝐚𝐭𝐢𝐨𝐧
🍁দেখা মাত্রই 𝐛𝐚𝐜𝐤 করে দিবো!🍁
ইনশাহ-আল্লাহ!আর এতে আপনার আমার দুজনের উপকার 🦋🦋 আমরা আবার দেখিয়ে দিব বাঙ্গালী কতটা ঐক্যবদ্ধ ★★Back to Back🍁🇧🇩🇧🇩🎉💯✅💖

Address

Kishoreganj
2300

Alerts

Be the first to know and let us send you an email when Nur Mohammad mojahid posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share