Kishoreganj Media Forum, Dhaka

Kishoreganj Media Forum, Dhaka মিডিয়াতে (ঢাকায়) কর্মরত কিশোরগঞ্জের ক?

02/10/2024

প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, মন্ত্রী, এমপি, কমিশনের চেয়ারম্যান হতে কোনো বয়সসীমা নেই...!!
তাহলে চাকরিতে প্রবেশে বয়সসীমা থাকবে কেন ??

কাবা শরীফের চাবি রক্ষক সালেহ আল-শায়বা ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) উনার মৃত্যুতে গভীর শোক প...
23/06/2024

কাবা শরীফের চাবি রক্ষক সালেহ আল-শায়বা ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)
উনার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছি

09/06/2024
যেসব আমল করলে হজের সওয়াব পাবেন হজ ইসলামের ফরজ বিধান। সামর্থ্যবান মুসলমানদের ওপর জীবনে একবার হজ পালন করা ফরজ। কবুল হজ মান...
05/06/2024

যেসব আমল করলে হজের সওয়াব পাবেন
হজ ইসলামের ফরজ বিধান। সামর্থ্যবান মুসলমানদের ওপর জীবনে একবার হজ পালন করা ফরজ। কবুল হজ মানুষের জীবনের সব গুনাহ মাফ করে দেয়।

রাসূল সা. বলেছেন, ‘তোমরা হজ ও ওমরা করো, কেননা এ দুটি দারিদ্র্য ও গুনাহ এমনভাবে দূর করে, যেভাবে হাঁপর লোহা, স্বর্ণ ও রৌপ্যের ময়লা দূর করে। আর হজে মাবরুর (মকবুল হজ)-এর বিনিময় জান্নাত ব্যতীত কিছুই নয়।’ (ইবনে মাজাহ, হাদিস : ২৮৮৭)

এর বাইরেও কেউ চাইলে নফল হজ আদায় করতে পারেন। তবে কোনো ব্যক্তির হজ করার সামর্থ্য না থাকলে তিনি চাইলে কিছু আমলের মাধ্যমে হজের সওয়াব পেতে পারেন। এমন কয়েকটি আমল হলো—

>> ফজরের পর থেকে ইশরাক পর্যন্ত আল্লাহর জিকির করা। আনাস (রা.) থেকে বর্ণিত, রাসুল (সা.) বলেছেন, ‘যে ব্যক্তি ফজরের নামাজ আদায়ের পর সূর্যোদয় পর্যন্ত বসে আল্লাহর জিকির করে এবং সূর্যোদয়ের পর দুই রাকাত নামাজ আদায় করে, তবে আল্লাহ তাকে একটি সম্পূর্ণ হজ ও ওমরাহর সওয়াব দেবেন।’ (তিরমিজি)

>> জ্ঞান অর্জন করা। আবু উমামা বাহেলি (রা.) থেকে বর্ণিত, রাসুল (সা.) বলেছেন, ‘যে ব্যক্তি শুধু উত্তম বস্তু শেখার উদ্দেশ্যে মসজিদে যায় অথবা তা শেখাতে যায়, তবে সে একটি পূর্ণ হজের সওয়াব পাবে।’ (তাবারানি)

>> জামাতে নামাজ আদায় করা। আবু জর (রা.) থেকে বর্ণিত, রাসুল (সা.) বলেছেন, ‘আল্লাহ কি তোমাদের এশার নামাজ দেননি, যা জামাতে আদায় করলে হজের সমান সওয়াব এবং ফজরের নামাজ, যা জামাতে আদায় করলে ওমরাহর সমান সওয়াব?’ (মুসলিম)

>> মা-বাবার খেদমত করা। আনাস (রা.) বলেন, এক ব্যক্তি নবী (সা.)-এর খেদমতে এসে বলল, ‘আমার জিহাদ করতে খুব আগ্রহ, কিন্তু সামর্থ্য নেই।’ নবী (সা.) বললেন, ‘তোমার মা-বাবা দুজনের কেউ জীবিত আছেন কি?’ বলল, ‘আমার মা জীবিত আছেন।’ নবীজি (সা.) বললেন, ‘তাহলে মায়ের সেবা করে আল্লাহর সঙ্গে সুন্দর সম্পর্ক স্থাপন করো। এটা যদি করতে পারো এবং তোমার মা সন্তুষ্ট থাকেন, তবে তুমি হজ, ওমরাহ ও জিহাদের সওয়াব পেয়ে যাবে। সুতরাং আল্লাহকে ভয় করো এবং মায়ের সেবা করো।’ (মুসনাদে আবু ইয়ালা)

04/06/2024

4.6.24

জিলহজ্জ মাসের প্রথম দশ দিন এর গুরুত্বপূর্ণ আমলসমূহঃ
01/06/2024

জিলহজ্জ মাসের প্রথম দশ দিন এর গুরুত্বপূর্ণ আমলসমূহঃ

01/04/2024

আসসালামু আলাইকুম
যারা মনে করেন / বলেন :-
সালাফি/আহলে হাদিসদের পিছনে সালাত আদায় করলে সালাত সহিহ হবে না,
সালাফি/আহলে হাদিসদের পিছনে সালাত আদায় করতে নিষেধ করেন,
তারা (সৌদি আরবে) মক্কা ও মদিনায় গিয়ে জামাতের সহিত কোন নিয়মে সালাত আদায় করেন?

সৌদি আরবের মুসলিমরা, ইমামগণ তো সালাফি/আহলে হাদিস
সেখানে সালাতে রফলইয়াদাইন করে, বুকে হাত বাঁধে, জোরে আমিন বলে, পায়ে-পা কাঁধে-কাঁধ লাগিয়ে দাঁড়ায়, সম্মেলিত মোনাজাত করে না।

ইসলামের এই ভেদাভেদ দূর হওয়া একান্ত প্রয়োজন

কুরআনে মোট ১৪ টি সেজদার আয়াত আছে....
27/03/2024

কুরআনে মোট ১৪ টি সেজদার আয়াত আছে....

12/03/2024

আসসালামু আলাইকুম

বাংলাদেশে "ইসলাম" কত প্রকার ?

সুযোগ পেলে 'এরা' দেশকে কোথায় নিয়ে যেতে পারতো !!
02/03/2024

সুযোগ পেলে 'এরা' দেশকে কোথায় নিয়ে যেতে পারতো !!

Address

Kishoreganj

Website

Alerts

Be the first to know and let us send you an email when Kishoreganj Media Forum, Dhaka posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share