M.I Manik Raton

M.I Manik Raton আল্লাহ ভরসা��

সমাজ ভালো হইবো কেমনে মাদক বেইচাও মানুষ যদি,সমাজ সেবক হয়....!আর বদমাশ যদি বদমাইশের বিচার করে।😡😈
16/04/2025

সমাজ ভালো হইবো কেমনে
মাদক বেইচাও মানুষ যদি,
সমাজ সেবক হয়....!
আর বদমাশ যদি বদমাইশের বিচার করে।😡😈

ইন্নালিল্লাহ ওয়া ইন্নাইলাইহি রাজিওন .... আমার এলাকার ভাই আজ দুপুরে বিদুৎ স্পৃষ্ট হয়ে ইন্তেকাল করেছেন। 😭😭😭
15/04/2025

ইন্নালিল্লাহ ওয়া ইন্নাইলাইহি রাজিওন .... আমার এলাকার ভাই আজ দুপুরে বিদুৎ স্পৃষ্ট হয়ে ইন্তেকাল করেছেন। 😭😭😭

মাঝে মধ্যে খুশির খবর শুনলে আনন্দ টা দ্বিগুন হয়ে যায় ❤️
08/12/2024

মাঝে মধ্যে খুশির খবর শুনলে আনন্দ টা দ্বিগুন হয়ে যায় ❤️

🥺🥲
18/01/2024

🥺🥲

ডেলিভারি ম্যানকে ৮০ টাকা চার্জ আসলে ১০০ টাকা দিন। ওরা কাজ করে খায় ভিক্ষা নয়। রেস্টুরেন্টে তো টিপস দেন। তাহলে ওদের কেন নয়...
17/12/2023

ডেলিভারি ম্যানকে ৮০ টাকা চার্জ আসলে ১০০ টাকা দিন। ওরা কাজ করে খায় ভিক্ষা নয়। রেস্টুরেন্টে তো টিপস দেন। তাহলে ওদের কেন নয় 😒

champion ❤️❤
17/12/2023

champion ❤️❤

❤️❤️
17/12/2023

❤️❤️

15/12/2023

– মহান বিজয় দিবসের শুভেচ্ছা সবাইকে ❤️

— জুম্মা মোবারক ❤️জুমার আজানের পর যেসব কাজ করা যাবে নাসপ্তাহের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত জুমার নামাজ। এটি মসজিদে গিয়ে জা...
15/12/2023

— জুম্মা মোবারক ❤️

জুমার আজানের পর যেসব কাজ করা যাবে না

সপ্তাহের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত জুমার নামাজ। এটি মসজিদে গিয়ে জামাতের সঙ্গে আদায় করতে হয়। সৃষ্টিজগতের শুরু থেকে দিনটি খুবই গুরুত্বপূর্ণ। জুমার গুরুত্ব আল্লাহ তায়ালার কাছে এতো বেশি যে, কোরআনে ‘জুমা’ নামে একটি স্বতন্ত্র সূরা নাজিল করা হয়েছে। এই দিনের ফজিলত সম্পর্কে নির্ভরযোগ্য হাদিস গ্রন্থগুলোতে একাধিক হাদিস বর্ণিত হয়েছে।

বিখ্যাত সাহাবি আবু হুরায়রা রা. থেকে বর্ণিত, রাসুলুল্লাহ সা. বলেন, সূর্য উদিত হওয়ার দিনগুলোর মধ্যে জুমার দিন সর্বোত্তম। রাসুল সা. একটি হাদিসে বলেছেন, মুমিনের জন্য জুমার দিন হলো সাপ্তাহিক ঈদের দিন। (ইবনে মাজাহ, হাদিস নম্বর ১০৯৮)।

ইসলামের প্রথম যুগে জুমার আজান একটি ছিল। তখন শুধু খুতবার আগেই আজান দেওয়া হতো। পরে মানুষের অবহেলা বেড়ে গেলে ইসলামের তৃতীয় খলিফা হজরত উসমান (রা.) প্রথম আজানটি চালু করেন। এ বিষয়ে সাহাবায়ে কেরাম ঐকমত্য পোষণ করেন। ফলে ইজমার মাধ্যমে প্রথম আজানও জুমার অংশে পরিণত হয়।

পবিত্র কোরআনে আল্লাহ তাআলা জুমার আজানের পর যে বেচাকেনা বন্ধ করার নির্দেশ দিয়েছেন, তা মূলত জুমার দ্বিতীয় আজান। আল্লাহ তাআলা বলেছেন, ‘হে মুমিনগণ, জুমার দিনে যখন নামাজের আজান দেওয়া হয়, তখন তোমরা আল্লাহর স্মরণে দ্রুত ছুটে যাও এবং বেচাকেনা বন্ধ করো। এটা তোমাদের জন্য উত্তম, যদি তোমরা উপলব্ধি করো।’ (সুরা জুমুআ: ৯)

আলিমগণ বলেন, জুমার দ্বিতীয় আজানের পর সব ধরনের পার্থিব কাজকর্ম করা হারাম। এতে কারও দ্বিমত নেই।

আর প্রথম আজান সম্পর্কে ফকিহগণ বলেছেন, প্রথম আজানের পরও জুমার প্রস্তুতিমূলক কাজ- যেমন গোসল, অজু, টয়লেট, কাপড় পরিধান ইত্যাদি ছাড়া অন্য কোনো কাজ করাও নাজায়েজ।

জুমার দিন জুমার খুতবা শুরু হওয়ার পর থেকে কোনও ধরনের কথা বলা নিষেধ এবং চুপ করে মনোযোগ দিয়ে খুতবা শোনা ওয়াজিব। হজরত আবু হুরায়রা (রা.) বলেন, “রাসুল (সা.) বলেছেন- জুমার দিন খুতবার সময় যদি তুমি তোমার সঙ্গীকে ‘চুপ করো’ বলো সেটাও অনর্থক।” (বুখারি, হাদিস: ৮৯২; মুসলিম, হাদিস: ২০০৫)

হাদিস দ্বারা সুদৃঢ়ভাবে প্রমাণিত হয়, খুতবার সময় নিশ্চুপ হয়ে খুতবা শোনা ওয়াজিব ও কথাবার্তা বলা হারাম। অনুরূপ খুতবার সময় সুন্নত-নফল নামাজ পড়াও বৈধ নয়। এক হাদিসে বর্ণিত হয়েছে, ‘যখন ইমাম খুতবার জন্য বের হবেন, তখন নামাজ পড়বে না, কথাও বলবে না।’ (মেশকাত, খণ্ড: ৩, পৃষ্ঠা: ৪৩২)

– জুম্মা মোবারক ❤️🥀
24/11/2023

– জুম্মা মোবারক ❤️🥀

—  কুঁড়ে ঘর  🏠🥀— সমস্ত ব্যস্ততা কাটিয়ে নিজেকে কিছুটা সময় দিতে হয়.!❤️🥀
28/10/2023

— কুঁড়ে ঘর 🏠🥀

— সমস্ত ব্যস্ততা কাটিয়ে নিজেকে কিছুটা সময় দিতে হয়.!❤️🥀

Address

Kishoreganj

Alerts

Be the first to know and let us send you an email when M.I Manik Raton posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share