TAREK আমি খুব সাধারণ, সাদামাটা একজন। I am nothing, just a soul the of soil.

In the dark, 🎮🙂.
18/12/2024

In the dark, 🎮🙂.

🌊👂
20/11/2024

🌊👂

🆒🆗
17/11/2024

🆒🆗

টিকটকারের দেশে ১৯৯তম না হওয়াটা অবাক হওয়ার মতো। এটা দুর্নীতি, নিশ্চিত দুর্নীতি।
12/10/2024

টিকটকারের দেশে ১৯৯তম না হওয়াটা অবাক হওয়ার মতো। এটা দুর্নীতি, নিশ্চিত দুর্নীতি।

06/10/2024

হে মানবতার ফেরিওয়ালা, নীরব কেন?

- ময়মনসিংহ, শেরপুর ও জামালপুরের মানুষ ভালো নেই।

04/10/2024

কবিতাঃ আমি চাই। লেখা ও #কবিতা #কবি #আবৃত্তি #সাহিত্য #নিউজ #লেখালেখি #অসাম্প্রদায়

24/08/2024

অনেকে দেখতাছি বন্যায় ক্ষতিগ্রস্থ মানুষদের হাতে ত্রাণ দেওয়ার মুহুর্তটা ক্যামেরাবন্দি করে সোশ্যাল মিডিয়ায় আপলোড দিচ্ছেন।
আডলোড দেন সমস্যা নাই, সেটা বড় সমস্যা না। এতে মানুষ মোটিভেইটেট হয়ে হইতো ত্রাণ ও পুনর্বাসন কাজে অংশগ্রণে আগ্রহী হবে।
কিন্তু কিন্তু মিঃ মানবতার ফেরিওয়ালা। আপনাকে আমার কয়েকটা প্রশ্ন।
১। যাকে ত্রাণ দিচ্ছেন, তার সাথে ছবি তোলার অনুমতি নিছেন?
২। যখন ছবি তুলেন, তখন তাদেরকে কীভাবে প্রেজেন্ট করেন? অসহায় ভিক্ষুবের মতো? তারা কিন্তু ভিক্ষা করতে আসে নাই সেটা আপনার মনে রাখা দরকার।

পরিশেষে বলবো, আপনাদের আচরণ যেন তাদের সাথে বন্ধুসূলভ হয়। তাদের কাছে যেন ক্ষণিকের জন্য মনে না হয় যে কোনো সাহায্যকর্তা তাদের সাহায্য করেছে, তাদের যেন মনে হয় তাদেরকে সাহায্য করেছে তাদের খুব কাছের একজন বন্ধু।

আমরা বন্ধু হতে পারলেই সুন্দর বাংলাদেশ উপহার পাবো ইনশাআল্লাহ।

তারা এসেছে TSC তে, তাদের খেলনা আর কাপড় নিয়ে! তাদের বয়সী যারা খেলনা হারিয়েছে তাদের Donate করতে।এ এক নতুন বাংলাদেশ দেখছি আ...
23/08/2024

তারা এসেছে TSC তে, তাদের খেলনা আর কাপড় নিয়ে! তাদের বয়সী যারা খেলনা হারিয়েছে তাদের Donate করতে।
এ এক নতুন বাংলাদেশ দেখছি আমরা...!!

23/08/2024

মানুষ হিসাবে মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক কর্তব্য।

আসছে শনিবার (২৪/০৮/২৪ইং) তারিখে বন্যার্তদের সাহায্যের জন্য আমাদের গ্রামীণছাঁয়া সংগঠনের পক্ষ থেকে নিয়ামতপুর বাজারে ফান্ডিং কার্যক্রম চলবে। যারা শ্রম বা অর্থ দিয়ে পাশে থাকতে চান। বিকাল ২টাই নিয়ামতপুর স্কুল এন্ড কলেজ মাঠে নিজ দায়িত্বে চলে আসবেন।

সময়ঃ ২৪ আগস্ট শনিবার, দুপুর ২টা।

15/08/2024

প্রিয় Gen-Z

দেশ সংস্কারের জন্য এবার নিজ নিজ বাবাদের আয়ের উৎসটা ভালোভাবে তদারকি করো। তাহলেই এই দেশ দুর্নীতি মুক্ত হয়ে যাবে।

10/08/2024

যারা আগামীকাল মোমবাতি প্রজ্বলন প্রোগ্রামে অংশগ্রহণ করবেন, কমেন্টে দেওয়া গানটি শিখে আসবেন। সবাই একসাথে গাইবো।

কমেন্টে দেওয়া ভার্সনটি শিখবেন, লিংক দিয়ে দিচ্ছি।

17/07/2024

বয়কটের ঠ্যালায় সেলিব্রিটি মহলের টনক নড়ছে।

Address

Kishoreganj
2310

Alerts

Be the first to know and let us send you an email when TAREK posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to TAREK:

Share