29/10/2024
তুমি নেই,তুমি ছিলে না কখনোই! 🙂
অনেক দিন আগের ঘটনা তুমার সাথে যোগাযোগ বিচ্ছিন্ন ছিল। ভাবতাম যোগাযোগ কিভাবে করবো কোনো কিছু খুঁজে পাচ্ছিলাম না মনে মনে ভাবতাম যদি অসুস্থ বা এক্সিডেন্ট করি তাহলে হয়তো আমাদের আবার যোগাযোগ হবে ।ভাগ্য করে সেটাই হলো বাইক এক্সিডেন্ট করলাম আমি অনেক দিন হাঁটতে পারিনি অথচ তুমি সবটা জেনেও খোজ নেবার প্রয়োজন বোধ করলে না।অথচ তুমার জন্মদিনে সবার আগে শুভেচ্ছা ঈদে সবার আগে ঈদ মোবারক বলেছি। তুমার জন্মদিন এখনো মনে আছে।আর অথচ আমাকে জন্মদিন বা ঈদে কখনো ঈদ শুভেচ্ছা জানাও নি তুমি অন্য কিছু নিয়ে ব্যস্ত ছিলে যখন তুমাকে প্রশ্ন করলাম কিছু না বলতে পেরে বললে তুমি কাউকে শুভেচ্ছা জানাও না। সম্পর্কের টানাপোড়নে আমাদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। তোমার সাথে যোগাযোগ করার অনেক উপায় খুঁজতে গিয়ে ব্যার্থ হয়ে ফিরে আসছি।এক বড় ভাইয়ের মাধ্যমে যোগাযোগ করি তাকেও তুমি অনেক কিছু বললে তুমি যা বললে তা আমি দেখে নিজের চোখে বিশ্বাস করতে পারছিলাম না। হয়তো তুমি চেয়েছিলে তাই নিজেকে গুটিয়ে নিতে শুরু করছি। এক সময় তুমি বলেছিলে অপেক্ষা করতে আমি অপেক্ষা করতে লাগলাম এখন তোমার অনেক মানুষ মন খারাপে সঙ্গ দেয় আর আমি নিঃস্ব একাকীত্ব আমাকে ঘিরে ফেলেছে।
তুমার আমার ব্যবধান অনেক 💔🥀