
06/01/2023
আচ্ছা, SEO স্কিল তো অনেক জায়গা থেকেই ডেভেলপ করা যায়। কিন্তু যদি দেখেন এমন একটা প্রোগ্রাম আছে, যেখানে SEO স্কিল ডেভেলপ করার পাশাপাশি আনলিমিটেড বায়ার খুঁজে পাওয়ার টেকনিকও হাতে কলমে শিখিয়ে দেওয়া হয়; যা শিখলে আসলেই টাকা-পয়সা আয় করা যায়,তাহলে কেমন হবে ?
SEO স্কিল শেখার সাথে এখন মার্কেটপ্লেসের বাইরে নিজে নিজে আনলিমিটেড বায়ার খুঁজে পাওয়ার টেকনিক শিখাটাও সময়ের দাবি এবং ফ্রিল্যান্সারদের পেশাগত একটা চাহিদা।
ইনশা'আল্লাহ আপনি SEO স্কিলটা ডেভেলপ করতে পারবেন যে কোনভাবে। তবে বায়ার খুঁজে পাওয়ার কৌশল এবং যতটুকু স্কিল আছে সেটুকু দিয়েই তাকে কার্যকরী ইমেইল পাঠিয়ে বা যে কোন মাধ্যমে যোগাযোগ করে কাজ বের করে নেওয়াটা একটা আলাদা শিল্প, একটা আলাদা স্কিল।
এটা যারা করতে অভ্যস্ত তারাই কাজ পায়। বাদ বাকিদের কাছে এটা আজীবনই অধরা থেকে যায়, রয়ে যায় সিক্রেট হিসেবে। তারা ভাবেন এটার জন্য দরকার হয় গভীর জ্ঞান। আসলে ব্যাপারটা তা নয়।
ফ্রিল্যান্সিং ক্যারিয়ারে বা পেশায় অনেক টাকা উপার্জনের সুযোগ আছে-এটা অবশ্যই সত্যি এবং অনেকেই সেটা করছেন। কিন্তু স্কিল থাকা সত্ত্বেও যদি আপনার ফ্রিল্যান্সিং ক্যারিয়ার নিয়ে একটু ভয় কাজ করে, তাহলে এটুকু অন্তত বিশ্বাস রাখবেন যে আপনার স্কিলে কোন সমস্যা নেই। হতে পারে বায়ার খুঁজে পাওয়ার টেকনিকগুলো কেউ আপনাকে হাতে ধরে শেখায়নি বা আপনার সাথে শেয়ার করেনি। অথবা বায়ারকে ইমপ্রেস করে SEO এর কাজ নেওয়ার জন্য যে টাইপের মেইল লিখতে হয়, যেসব ওয়ার্ক-স্যাম্পল দরকার হয় এবং যেসব অভিজ্ঞতা দেখাতে হয়- সেগুলো আপনি দেখাতে পারছেন না বিধায় কাজ পাচ্ছেন না। এর ফলে উপার্জনও মনমতো হচ্ছে না।
উপরের সবগুলো জিনিস দিয়ে, বিশেষ করে ক্লায়েন্ট পাওয়ার কৌশলে জোর দিয়ে আমাদের প্রফেশনাল "Digital marketing" কোর্সটি সাজানো হয়েছে আলহামদুলিল্লাহ।
কোর্সের বিস্তারিত জানার জন্য বা কোর্সে এডমিশনের জন্য আগ্রহী হয়ে থাকলে আমাকে ইনবক্স করুন।