Md Fuad Hasan

Md Fuad Hasan I can help you in your any digital content.

আচ্ছা, SEO স্কিল তো অনেক জায়গা থেকেই ডেভেলপ করা যায়। কিন্তু যদি দেখেন এমন একটা প্রোগ্রাম আছে, যেখানে SEO স্কিল ডেভেলপ কর...
06/01/2023

আচ্ছা, SEO স্কিল তো অনেক জায়গা থেকেই ডেভেলপ করা যায়। কিন্তু যদি দেখেন এমন একটা প্রোগ্রাম আছে, যেখানে SEO স্কিল ডেভেলপ করার পাশাপাশি আনলিমিটেড বায়ার খুঁজে পাওয়ার টেকনিকও হাতে কলমে শিখিয়ে দেওয়া হয়; যা শিখলে আসলেই টাকা-পয়সা আয় করা যায়,তাহলে কেমন হবে ?

SEO স্কিল শেখার সাথে এখন মার্কেটপ্লেসের বাইরে নিজে নিজে আনলিমিটেড বায়ার খুঁজে পাওয়ার টেকনিক শিখাটাও সময়ের দাবি এবং ফ্রিল্যান্সারদের পেশাগত একটা চাহিদা।

ইনশা'আল্লাহ আপনি SEO স্কিলটা ডেভেলপ করতে পারবেন যে কোনভাবে। তবে বায়ার খুঁজে পাওয়ার কৌশল এবং যতটুকু স্কিল আছে সেটুকু দিয়েই তাকে কার্যকরী ইমেইল পাঠিয়ে বা যে কোন মাধ্যমে যোগাযোগ করে কাজ বের করে নেওয়াটা একটা আলাদা শিল্প, একটা আলাদা স্কিল।

এটা যারা করতে অভ্যস্ত তারাই কাজ পায়। বাদ বাকিদের কাছে এটা আজীবনই অধরা থেকে যায়, রয়ে যায় সিক্রেট হিসেবে। তারা ভাবেন এটার জন্য দরকার হয় গভীর জ্ঞান। আসলে ব্যাপারটা তা নয়।

ফ্রিল্যান্সিং ক্যারিয়ারে বা পেশায় অনেক টাকা উপার্জনের সুযোগ আছে-এটা অবশ্যই সত্যি এবং অনেকেই সেটা করছেন। কিন্তু স্কিল থাকা সত্ত্বেও যদি আপনার ফ্রিল্যান্সিং ক্যারিয়ার নিয়ে একটু ভয় কাজ করে, তাহলে এটুকু অন্তত বিশ্বাস রাখবেন যে আপনার স্কিলে কোন সমস্যা নেই। হতে পারে বায়ার খুঁজে পাওয়ার টেকনিকগুলো কেউ আপনাকে হাতে ধরে শেখায়নি বা আপনার সাথে শেয়ার করেনি। অথবা বায়ারকে ইমপ্রেস করে SEO এর কাজ নেওয়ার জন্য যে টাইপের মেইল লিখতে হয়, যেসব ওয়ার্ক-স্যাম্পল দরকার হয় এবং যেসব অভিজ্ঞতা দেখাতে হয়- সেগুলো আপনি দেখাতে পারছেন না বিধায় কাজ পাচ্ছেন না। এর ফলে উপার্জনও মনমতো হচ্ছে না।

উপরের সবগুলো জিনিস দিয়ে, বিশেষ করে ক্লায়েন্ট পাওয়ার কৌশলে জোর দিয়ে আমাদের প্রফেশনাল "Digital marketing" কোর্সটি সাজানো হয়েছে আলহামদুলিল্লাহ।

কোর্সের বিস্তারিত জানার জন্য বা কোর্সে এডমিশনের জন্য আগ্রহী হয়ে থাকলে আমাকে ইনবক্স করুন।

04/01/2023

খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়
জয় এবং পরাজয়।
আমরা সবাই শুধু জয় চাই,কেউ পরাজয় চাইনা।
কিন্তু জয় পেতে হলে পরাজয়ের ভিতর দিয়ে যেতে হয়।
সত্য এটা যে,মানুষ এক সময় না একসময় জয়ী হয়। পরাজিত হওয়ার জন্য মানুষের জন্ম হয়নি।
সূত্র শুধু একটাই,লেগে থাকুন,জয় নিশ্চিত।

আসসালামু আলাইকুম আমি থাকছি 04/01/2023সন্ধ্যা  ৬:০০ মিনিটে। আপনি থাকছেন তো.?🤓যারা ফ্রিল্যান্সিং সম্পর্কে  জানতে চান তাদের...
03/01/2023

আসসালামু আলাইকুম

আমি থাকছি 04/01/2023
সন্ধ্যা ৬:০০ মিনিটে।
আপনি থাকছেন তো.?🤓

যারা ফ্রিল্যান্সিং সম্পর্কে জানতে চান তাদের জন্য নিম্নোক্ত পোস্টটি।👇

ঘরে বসে কাজ+ইনকাম করা যায় এরই নাম ফ্রিলান্সিং।আর এটা পৃথিবীতে একটাই প্রফেশন আছে যেটা ঘরে বসে সারাজীবন করা যায়।
তাই সময় নষ্ট না করে চলুন শুরু করি।আইটিতে দক্ষ হই,দেশ ও সমাজকে এগিয়ে নিয়ে যাই।
আগামী ফ্রি ক্লাসে জানবোঃ

🔰 ফ্রিল্যান্সিং কি?
🔰 কেনো করবো,কিভাবে করবো.?
🔰 মার্কেটপ্লেস কি?
🔰 ফ্রিল্যান্সিং এ ডিজিটাল মার্কেটিং কতটা গুরুত্বপূর্ণ?
🔰 ফ্রিল্যান্সিং কে ক্যারিয়ার হিসেবে নেওয়া যায় কিনা?

🔹 উপরিউক্ত বিষয় গুলো নিয়ে বিস্তারিত জানতে ও ফ্রি ক্লাসটি করার জন্য দ্রুত যোগাযোগ করুন।সীট সংখ্যা সীমিত।তাই যারা আগে রেজিষ্ট্রেশন করবেন তাদের আগে সীট ও অপরচুনিটি দেওয়া হবে।

বিস্তারিত জানতে আমাকে নক করুন:
👉Classics Affiliate

ধন্যবাদ।🤝

বর্তমানে ইংরেজি ভাষা ছাড়া চলাই দুষ্কর। তাই বাংলা ভাষার মতো ইংরেজি ভাষাকেও আয়ত্ত করার জন্য আমাদের এই কোর্স!  ~~চলছে দুর...
02/01/2023

বর্তমানে ইংরেজি ভাষা ছাড়া চলাই দুষ্কর। তাই বাংলা ভাষার মতো ইংরেজি ভাষাকেও আয়ত্ত করার জন্য আমাদের এই কোর্স! ~~চলছে দুর্দান্ত অফার~~

তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন আমাদের সাথে!

Mobile থেকে যেই কাজ গুলো করে ফ্রিল্যান্সিং করা যায়...⭐ PROFESSIONAL WRITING✔️ Content Writing✔️ Post Caption Writing✔️ ...
01/01/2023

Mobile থেকে যেই কাজ গুলো করে ফ্রিল্যান্সিং করা যায়...
⭐ PROFESSIONAL WRITING
✔️ Content Writing
✔️ Post Caption Writing
✔️ Product Review Writing
✔️ Copywriting for landing pages
✔️ Professional Biography Writing
✔️ Content Proofreading
⭐ SEARCH ENGINE OPTIMIZATION
✔️ On Page SEO on Website Content/Posts
✔️ Local SEO
✔️ Local Citations
✔️ Guest Post Reach out
✔️ Google My Business Posts & SEO
⭐ SOCIAL MEDIA MANAGEMENT
✔️ Social Media Ads
✔️ Customer Service
✔️ Content Scheduling
✔️ Monthly Content Planning
⭐ GRAPHICS & MEDIA
✔️ Basic Video Editing
✔️ Photo Editing
✔️ Canva Based Graphic Design
✔️ Flyer & Brochure Design
✔️ Presentation Slides Design
⭐ VIRTUAL ASSISTANCE
✔️ E-commerce Order Fulfilment
✔️ Accounts & Book-keeping
✔️ Monthly Social Media Management
✔️ Reputation Management
✔️ Personal Assistant of a professional
তবে Professionally কাজ করতে আপনার একটা PC থাকা উচিত, নাহলে ঠিক ভাবে বেশিদিন কাজ করার আগ্রহ থাকবে না।

If anyone interestedPlz inbox.......
26/12/2022

If anyone interested
Plz inbox.......

আসুন জেনে নেই digital marketing এর কিছু বিষয় সম্পর্কে যা শিখতে পারলে আগামী দিনগুলো আপনার ভালো ক্যারিয়ার গড়তে অনেক সাহায...
13/12/2022

আসুন জেনে নেই digital marketing এর কিছু বিষয় সম্পর্কে যা শিখতে পারলে আগামী দিনগুলো আপনার ভালো ক্যারিয়ার গড়তে অনেক সাহায্য করবে।

"Type_Of_Digital_Marketing":

1.Social media marketing..
➤ Facebook,Instagram,LinkedIn etc এই রকম Social সাইট এর সাহায্যে কোনো পন্য বিক্রয়ের উদ্দেশ্যে ভোক্তার নিকট উপস্থাপন করাই মূলত social media Marketing.

2.Video Marketing...
➤Youtube,Facebook,Tiktok etc এই রকম Video playlists সাইট এর সাহায্যে কোনো পন্য বিক্রয়ের উদ্দেশ্যে ভিডিও কন্টেন্ট তৈরি করে ভোক্তার নিকট উপস্থাপন করাই মূলত video Marketing.

3.Affiliate Marketing...
➤Amazon,Ali express, alibaba,daraz etc এরকম কোন সাইটের পন্য অন্য কোন third party এ্য মাধ্যমে বিক্রি করার প্রসেসিং ই হচ্ছে affiliate Marketing.

4.Search engine optimization বা (SEO)...
➤Google, hotbot,lycos,metacrawler etc এর‍্ মতো যেকোনো engine এ নিজস্ব কোন সাইট ১ম পজিশনে অবস্থান করানোর process ই হচ্ছে Search engine optimization.বা SEO

5.Pay per Click বা (ppc)...
➤ppc হলো ইন্টারনেট মাকেটিং এর এমন একটি মাধ্যম যা বিজ্ঞাপন প্রচারের কাজের সাথে জড়িত। যেমন - Google Ads.

6.Influencer Marketing...
➤Social media তে যারা famous এমন কোন পেইজ বা গ্রুপ এর মাধ্যমে বিজ্ঞাপন প্রচার করাই Influencer Marketing...

7.Search engine Marketing...
➤ Google,yahoo,Bing etc এমন search engine গুলোর সাহায্যে ওয়েবসাইটের বিজ্ঞাপন প্রচার করার পদ্ধতিকে search engine marketing বোঝায়।

8.E-mail Marketing...
➤ ই-মেইল এর মাধ্যমে যে সব product,Offer,Business,service Promotion প্রচার বা মাকেটিং করা হয় তাই মূলত E-mail Marketing.

9.Lead Generation...
➤বিভিন্ন data base থেকে ডেটা কালেকশন করার বিশেষ প্রক্রিয়াকে lead generation বা LG যেমন- phone number,email address,Name ইত্যাদি।

যদি আপনিও একজন সফল Digital Marketing Expert হতে চান তাহলে দেরি না করে digital marketing course সম্পন্ন করে আপনিও হয়ে যান একজন Digital Marketing Expert.....

শুভ কামনা সকল ফিউচার ডিজিটাল মার্কেটার এর জন্য...❤


11/12/2022

আজ সন্ধ্যা ৬.০০ মিনিটে ফ্রিল্যান্সিং বিষয়ক একটি ফ্রি ক্লাসের আয়োজন করা হয়েছে।

অনেক ভাই-বোনই, আমাকে প্রশ্ন করে থাকেন, এই বিষয়ে আপনাদের অনেক কিছু জানার আছে।

যারা, পড়াশোনা অথবা অন্য কোনো কাজের পাশাপাশি নিজের ক্যারিয়ার নিয়ে সচেতন, সেই সকল ভাই-বোনেরা আজকের ফ্রি ক্লাসটি করতে পারবেন।

আজকের ফ্রি ক্লাসের জন্য অবশ্য ফ্রিতেই রেজিষ্ট্রেশন করতে পারবেন।

এই বিষয়ে কারো কোনো প্রশ্ন থাকলে আমাকে জানাতে পারেন ইনবক্সে অথবা এই +8801972922989 নাম্বারে।

Build Your career with freelancing..




বর্তমানে ফ্র্রিল্যান্সিং কে অনেকেই পেশা হিসেবে বেছে নিচ্ছে আবার অনেকেই পার্টটাইম হিসেবে ফ্র্রিল্যান্সিং করছেন । আমাদের দ...
08/12/2022

বর্তমানে ফ্র্রিল্যান্সিং কে অনেকেই পেশা হিসেবে বেছে নিচ্ছে আবার অনেকেই পার্টটাইম হিসেবে ফ্র্রিল্যান্সিং করছেন ।

আমাদের দেশের বর্তমান পরিস্থিতে এই সেক্টরে তরুণরা সহ বিশাল একটি জনগোষ্ঠী ঝুঁকে পড়েছে ।

ফ্রিল্যান্সিং কি? ফ্রিল্যান্সিং এর কাজই বা কি? কিভাবে শুরু করবো ফ্রিল্যান্সিং, ফ্রিল্যান্সিং করতে কি কি লাগবে? কোথা থেকে শুরু করবো? এরকম পরিচিত কিছু প্রশ্ন সবসময়ই ফ্রিল্যান্সিং এ আগ্রহী ভাই-বোন দের মনে জাগ্রত হয়ে থাকে।

আপনাদের এই প্রতিটি প্রশ্নের উত্তর নিয়ে সাজানো হয়েছে আমাদের আজকের ফ্রি সেমিনার।

আপনি কি ফ্রিল্যান্সিং সম্পর্কে জানতে চান?
তাহলে আমাদের ফ্রি সেমিনারে অংশগ্রহণ করতে পারেন।

রেজিস্ট্রেশনের জন্য ইনবক্স করুন ।

Address

Gachbazar, Solakiya
Kishoreganj

Telephone

+8801972922989

Website

Alerts

Be the first to know and let us send you an email when Md Fuad Hasan posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Md Fuad Hasan:

Share