
15/06/2025
📢 আমি নিজে চেষ্টা করছি, তাই আপনাদের সাথে শেয়ার করতেছি 😌
বিকাশ থেকে লোন নিতে চান? নিচের ৭টা কাজ ফলো করেন, ইনশাআল্লাহ মিলবে 💯
আমি নিজেও লোন চাইছিলাম কিন্তু দিচ্ছে না 😔 পরে বুঝলাম কিছু নিয়ম ফলো করলেই বিকাশ নিজেই লোন দেয়, কাউরে বলতে হয় না।
🔹 ১. একাউন্টে কিছু টাকা রাখেন
সপ্তাহে অন্তত ২০০–৫০০ টাকা রাখার চেষ্টা করেন। একেবারে শূন্য রাখবেন না।
🔹 ২. মোবাইল রিচার্জ করেন বিকাশ দিয়ে
নিজের বা বাসার কারো নাম্বারে বিকাশ দিয়ে রিচার্জ দেন।
🔹 ৩. বিল পেমেন্ট করেন (বিদ্যুৎ/নেট)
নিজের না হলেও কারোটা বিকাশ দিয়ে পরিশোধ করলেই হয়।
🔹 ৪. দোকানে পেমেন্ট দেন QR দিয়ে
১০/২০ টাকার জিনিস কিনলেও QR স্ক্যান করে পেমেন্ট করেন।
🔹 ৫. Add Money ব্যবহার করেন মাঝে মাঝে
ব্যাংক বা নগদ থেকে বিকাশে টাকা আনেন, এটাও কাজে আসে।
🔹 ৬. "Pay Later" অপশন চালু থাকলে ইউজ করেন
ছোট এমাউন্ট হোক, নিয়মিত ইউজ করলে ভবিষ্যতে বড় লোন আসবে।
🔹 ৭. NID দিয়ে একাউন্ট আপডেট করেন (যদি এখনো না করে থাকেন)
bKash অ্যাপ থেকে “Information Update” করেন।
---
✅ এই টিপসগুলো ১–২ মাস চালিয়ে যান। লোন অপশন আসলে নিজেই দেখতে পাবেন।
⚠️ কারো কাছে OTP বা টাকা দিলে প্রতারিত হবেন! বিকাশ শুধু নিজেই অফার দেয়, কেউ আলাদা করে কিছু করতে পারে না।
🤝 উপকার মনে হইলে পোস্টটা সেভ রাখেন বা শেয়ার দেন। আর কারো দরকার হইলে ট্যাগ দেন ভাই।
— শাবনাজ, সিলেট থেকে ❤️
---
#টাকা_জরুরি #শাবনাজ_বলতেছে #বিকাশ_হ্যাকস #সিলেটবাসী
---