Uzzol Rony

Uzzol Rony Hello Guys, I,m Uzzol from Kishorganj City in Bangladesh. Thanks a lot for visiting my page.
(3)

কিশোরগঞ্জ জেলা শহরে একমাত্র ঢোকার রাস্তা।কিশোরগঞ্জের সবচেয়ে বড় মাদ্রাসা জামে এমদাদীয়ার সকল ছাত্রদেরকে নিয়ে আসছে। কিশ...
26/07/2025

কিশোরগঞ্জ জেলা শহরে একমাত্র ঢোকার রাস্তা।

কিশোরগঞ্জের সবচেয়ে বড় মাদ্রাসা জামে এমদাদীয়ার সকল ছাত্রদেরকে নিয়ে আসছে।

কিশোরগঞ্জের পুরান থানায় চলছে বিরাট ওয়াজ মাহফিল । উক্ত মাহফিলে ওয়াজ ফরমাইবেন জিন্দা অলি, ন্যাংটা বাবা পিনাকীর উত্তরসূরি, জমিদারের নাতি সার্ভিস আলম,
ফাডা হাসনাত, গোপালভার নাহিদ,
ডার্বি নাসির ও গরীবের জারা ভাবী

শুভ জন্মদিন ।বঙ্গবন্ধুর দৌহিত্র মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা র সুযোগ্য সন্তান,  ডিজিটাল বাংলাদেশের রূপকার, ত...
26/07/2025

শুভ জন্মদিন ।
বঙ্গবন্ধুর দৌহিত্র মাননীয় প্রধানমন্ত্রী
জননেত্রী শেখ হাসিনা র সুযোগ্য সন্তান,
ডিজিটাল বাংলাদেশের রূপকার,
তরুণ প্রজন্মের অহংকার
আগামীর বাংলাদেশ বিনির্মাণের
স্বপ্নদ্রষ্টা সজীব ওয়াজেদ জয় ।
আপনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করি ।

আমি ফিরছি 🇧🇩মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাজয় বাংলা জয় বঙ্গবন্ধু
24/07/2025

আমি ফিরছি 🇧🇩
মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা
জয় বাংলা জয় বঙ্গবন্ধু

মানুষ বিপদে পরলে দোয়া ইউনুস পড়ে। আর ইউনুস বিপদে পরলে পড়ে এ-ই আওয়ামী লীগ আসছে। এ-ই আওয়ামী লীগ আসছে। বাকী টা ইতিহাস দে দৌড...
23/07/2025

মানুষ বিপদে পরলে দোয়া ইউনুস পড়ে।
আর ইউনুস বিপদে পরলে পড়ে
এ-ই আওয়ামী লীগ আসছে।
এ-ই আওয়ামী লীগ আসছে।
বাকী টা ইতিহাস দে দৌড় যমুনায়।






Nurul Azim Rony

অবশ্যই, প্রতিটি কষ্টের সঙ্গে স্বস্তি থাকে।” (সূরা আশ-শারহ: ৬)ব্যাখ্যা: এই আয়াত আমাদের জীবনের চ্যালেঞ্জগুলোকে ইতিবাচক দৃ...
23/07/2025

অবশ্যই, প্রতিটি কষ্টের সঙ্গে স্বস্তি থাকে।

” (সূরা আশ-শারহ: ৬)

ব্যাখ্যা: এই আয়াত আমাদের জীবনের চ্যালেঞ্জগুলোকে ইতিবাচক দৃষ্টিকোণ থেকে দেখতে শেখায়। কষ্ট বা বিপদ কখনো স্থায়ী হয় না। প্রতিটি সমস্যা সমাধানের পথও আল্লাহ্ দেখিয়ে দেন।

কঠিন সময়ে ধৈর্য ধারণ করুন এবং মনে রাখুন, আল্লাহ্ আপনাকে সাহায্য করবেন। প্রতিটি সংকট একটি নতুন সুযোগ নিয়ে আসে।

22/07/2025

এখন আর আসমান কাঁপে না

ছাত্র জনতার যৌক্তিক আন্দোলনকে হুমকি দিচ্ছে  #আসিফ  #মাহমুদ, #সারজিস ও  #হাসনাত।ছাত্র জনতা এদের জবাব দিতে হবে।
22/07/2025

ছাত্র জনতার যৌক্তিক আন্দোলনকে হুমকি দিচ্ছে #আসিফ #মাহমুদ, #সারজিস ও #হাসনাত।
ছাত্র জনতা এদের জবাব দিতে হবে।

প্রিয় নেত্রী আজ আপনাকে আমার বিবেক থেকে হলেও ধন্যবাদ। যিনি বার্ন ইউনিট কে সম্পূর্ণ আলাদা করে একটি ইনিস্টিউট প্রতিষ্ঠান কর...
21/07/2025

প্রিয় নেত্রী আজ আপনাকে আমার বিবেক থেকে হলেও ধন্যবাদ। যিনি বার্ন ইউনিট কে সম্পূর্ণ আলাদা করে একটি ইনিস্টিউট প্রতিষ্ঠান করে গড়ে তুলেছেন।
হাজার কোটি ব্যয় করে হলেও আমার দেশের মানুষের জন্য এটি আশীর্বাদ।

ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপনার গড়া, আপনার সুযোগ্য নেতৃত্বের ফলে এই রকম হাজারো প্রতিষ্ঠানের ফল এই দেশের জনতা ভোগ করে যাচ্ছে। দেশের আজ এই ক্রান্তিলগ্নে আপনার এই অবদান স্মরণ করলাম।

সামন্ত লাল সেনের মতো ডাক্তাররা আজ খুবই দরকার ছিলো। আর দোয়া করি সকল অসুস্থ ছেলে মেয়ে গুলো যেন দ্রুত সুস্থ হয়ে উঠে আল্লাহ তাদের সহায় হোক৷

মহান আল্লাহতালা যেন সবাইকে তাড়াতাড়ি তাদের সুস্থ করে দেন আমিন। এবং আপনার মতো একজন নেত্রীকে বছরের পর বছর নেক হায়াত দান করুন- আমিন।

এই পেজেটা থেকে আরো ভয়ংকর তথ্য দিয়ে যাচ্ছে।সামনে নাকি অনেক কিছু ঘটতে যাচ্ছে। সবাই সাবধান থাকবেন।এগুলো ভবিষ্যৎবাণী না। এগু...
21/07/2025

এই পেজেটা থেকে আরো ভয়ংকর তথ্য দিয়ে যাচ্ছে।
সামনে নাকি অনেক কিছু ঘটতে যাচ্ছে।
সবাই সাবধান থাকবেন।
এগুলো ভবিষ্যৎবাণী না। এগুলো হয়ত পূর্ব পরিকল্পনা।

21/07/2025

হে আরশের মালিক 🤲উত্তরায় মাইলস্টোন কলেজের উপর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের দুর্ঘটনায় আহত, অগ্নিদগ্ধ সকলের প্রতি আপনি রহম করুন।

এ তুফান ভারি, দিতে হবে পাড়ি, নিতে হবে তরী পার অবৈধ ইউনুস সরকার মিথ্যা মামলায় হাজিরা দিতে গেলে, অষ্টগ্রাম উপজেলা আওয়ামী ল...
20/07/2025

এ তুফান ভারি, দিতে হবে পাড়ি,
নিতে হবে তরী পার
অবৈধ ইউনুস সরকার মিথ্যা মামলায় হাজিরা দিতে গেলে, অষ্টগ্রাম উপজেলা আওয়ামী লীগের আইন সম্পাদক AD Biplop Haidari ভাই, অষ্টগ্রাম উপজেলা যুবলীগের সভাপতি Rafiqul Islam Faruk ভাই, দেওঘর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক Md Sojun Khan ভাই, দেওঘর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি শেখ রিয়াদ এবং অষ্টগ্রাম উপজেলা যুবলীগের কর্মী Chompok Haidary ভাইকে জামিন না মুঞ্জুর করে কারাগারে প্রেরণ করে।
আজকে আটককৃত মুজিব সৈনিক ভাইদের সহ সকল রাজবন্দীদের অবিলম্বে মুক্তি চাই।

চিলড্রেন পার্টির রাঙ্গামাটি জেলায় আগমন উপলক্ষে দলীয় নেতাকর্মীদের পূর্বপ্রস্তুতি......ঐ কারে ভয় দেখাস 😜
20/07/2025

চিলড্রেন পার্টির রাঙ্গামাটি জেলায় আগমন উপলক্ষে দলীয় নেতাকর্মীদের পূর্বপ্রস্তুতি......
ঐ কারে ভয় দেখাস 😜

Address


Alerts

Be the first to know and let us send you an email when Uzzol Rony posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Uzzol Rony:

Shortcuts

  • Address
  • Alerts
  • Contact The Business
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share