
17/12/2023
বউকে শিখিয়েছি দুনিয়াবী বিষয়ে আমার মা যা বলবে তাই ঠিক বলে মেনে নিবে। সংসারের ব্যাপারে আমার মা হলো সবসময় তোমার বস। কারণ তিনি অভিজ্ঞতায় তোমার চেয়ে অনেক এগিয়ে। যদি মনে হয় আমার মা ভুল বলেছে, তাহলে সাথে সাথে ভুল ধরবে না। একটু ইনিয়ে বিনিয়ে পরে অনুরোধের সুরে বলার চেষ্টা করবে। এভাবে,"আম্মু,এটা এমন হবে না"? যদি মায়ের কোনো কিছু খারাপ লাগে তবে আমাকেই বলবে অন্য কাউকে না। যদি মায়ের চেয়ে তুমি কোনো কিছু আরো ভালো পারো,তবে তোমাকে তা যথাযথ ভাবে করে সফল হতে হবে। মা যদি আমার সামনে তোমার কোনো দোষ বলে,তখন আমি মায়েরই পক্ষ নিয়ে তোমাকে দোষারোপ করবো তবে তুমি কিছু মনে করতে পারবে না। আমি শুধু অভিনয় করবো যাতে আমিই তোমার পক্ষে সুপারিশ করতে পারি। ইনশা আল্লাহ্,এভাবে চললে তোমাদের মধ্যে ভালো সম্পর্ক বজায় থাকবে। আর আমি আমার মাকে যথাযথভাবে তোমার যত্ন নেওয়ার ব্যাপারে সতর্ক রাখতে চেষ্টা করবো ইনশা আল্লাহ্। তবে দ্বীনী বিষয়ে যদি মা ভুল করে তুমি সাথে সাথেই সংশোধন করে দিবে। আশা করছি তিনি খুশি হবেন।
~আব্দুল্লাহ্ হাসনাইন🌿
©️কপি পোস্ট