Fazla Rabbi KG

Fazla Rabbi KG সফল হলে সবাই আপনার গল্প শুনবে, আর ব্যার্থ হলে সবার গল্প আপনাকে শুনতে হবে।

বউকে শিখিয়েছি দুনিয়াবী বিষয়ে আমার মা যা বলবে তাই ঠিক বলে মেনে নিবে। সংসারের ব্যাপারে আমার মা হলো সবসময় তোমার বস। কারণ তি...
17/12/2023

বউকে শিখিয়েছি দুনিয়াবী বিষয়ে আমার মা যা বলবে তাই ঠিক বলে মেনে নিবে। সংসারের ব্যাপারে আমার মা হলো সবসময় তোমার বস। কারণ তিনি অভিজ্ঞতায় তোমার চেয়ে অনেক এগিয়ে। যদি মনে হয় আমার মা ভুল বলেছে, তাহলে সাথে সাথে ভুল ধরবে না। একটু ইনিয়ে বিনিয়ে পরে অনুরোধের সুরে বলার চেষ্টা করবে। এভাবে,"আম্মু,এটা এমন হবে না"? যদি মায়ের কোনো কিছু খারাপ লাগে তবে আমাকেই বলবে অন্য কাউকে না। যদি মায়ের চেয়ে তুমি কোনো কিছু আরো ভালো পারো,তবে তোমাকে তা যথাযথ ভাবে করে সফল হতে হবে। মা যদি আমার সামনে তোমার কোনো দোষ বলে,তখন আমি মায়েরই পক্ষ নিয়ে তোমাকে দোষারোপ করবো তবে তুমি কিছু মনে করতে পারবে না। আমি শুধু অভিনয় করবো যাতে আমিই তোমার পক্ষে সুপারিশ করতে পারি। ইনশা আল্লাহ্,এভাবে চললে তোমাদের মধ্যে ভালো সম্পর্ক বজায় থাকবে। আর আমি আমার মাকে যথাযথভাবে তোমার যত্ন নেওয়ার ব্যাপারে সতর্ক রাখতে চেষ্টা করবো ইনশা আল্লাহ্। তবে দ্বীনী বিষয়ে যদি মা ভুল করে তুমি সাথে সাথেই সংশোধন করে দিবে। আশা করছি তিনি খুশি হবেন।

~আব্দুল্লাহ্ হাসনাইন🌿

©️কপি পোস্ট

26/11/2023

কে কে না বলেছিলো উস্তাদের মাইর শেষ রাতে তাদের একটু দেখতে চাই।এখন কি হবে।

17/11/2023

তুমি যদি এমন একজনকে খুঁজছো যে তোমার জীবন পরিবর্তন করবে, তবে আয়নায় দিকে তাকাও, কারণ তুমি ছাড়া এই পৃথিবীতে কেউ নেই যে তোমার জীবন পরিবর্তন করতে পারে।

সবাই প্রতিজ্ঞা করেন যতোদিন পর্যন্ত আলুর দাম ২০ টাকা পেঁয়াজ এর দাম ৩৫ টাকা  না হবে, ততোদিন আলু পেঁয়াজ কিনবেন না।দেখবেন সব...
31/10/2023

সবাই প্রতিজ্ঞা করেন যতোদিন পর্যন্ত আলুর দাম ২০ টাকা পেঁয়াজ এর দাম ৩৫ টাকা না হবে, ততোদিন আলু পেঁয়াজ কিনবেন না।দেখবেন সব পঁচে যাচ্ছে তখন ২০টাকা কেজি পাবেন।আমরা বাঙ্গালী যে জিনিসের দাম বেশি সেই জিনিস আর ও বেশি কিনি।

মাশা-আল্লাহ, এভাবেই বেঁচে থাকুক,আল্লাহ আপনি সর্ব ক্ষেত্রে হিফাজত করুন আমিন।
25/10/2023

মাশা-আল্লাহ, এভাবেই বেঁচে থাকুক,আল্লাহ আপনি সর্ব ক্ষেত্রে হিফাজত করুন আমিন।

আলহামদুলিল্লাহ ফাজিল শেষ করে রেজাল্ট হাতে পেলাম।ধন্যবাদ আরবি বিশ্ববিদ্যালয়কে,খুব দ্রুত রেজাল্ট দেওয়ার জন্য।
16/10/2023

আলহামদুলিল্লাহ ফাজিল শেষ করে রেজাল্ট হাতে পেলাম।ধন্যবাদ আরবি বিশ্ববিদ্যালয়কে,খুব দ্রুত রেজাল্ট দেওয়ার জন্য।

এমন দেশে জন্ম আমাদের যে দেশে পরিক্ষা শুরু হওয়ার সময় পরিক্ষা বাতিল হয়ে যা,মেয়েটাকে কতো কষ্ট  করে নিয়ে গেলাম পরিক্ষা হলো ন...
13/10/2023

এমন দেশে জন্ম আমাদের যে দেশে পরিক্ষা শুরু হওয়ার সময় পরিক্ষা বাতিল হয়ে যা,মেয়েটাকে কতো কষ্ট করে নিয়ে গেলাম পরিক্ষা হলো না,আমার পরিক্ষা ছিলোনা Maria Sultana পরিক্ষা ছিলো।মেয়ে আমার কলেজ ঘুরে দেখে এসেছে,

বাংলার বাঘেরা।
10/10/2023

বাংলার বাঘেরা।

কাশফুল বিলাস।সবাই পিক  দেয় তাই আমিও দিলাম। Maria Sultana হেতের দিকে তাকিয়ে ছিলাম। কেউ আবার অন্য কিছু ভাবীয়েননা।ক্যামেরা ...
25/09/2023

কাশফুল বিলাস।
সবাই পিক দেয় তাই আমিও দিলাম।
Maria Sultana হেতের দিকে তাকিয়ে ছিলাম।
কেউ আবার অন্য কিছু ভাবীয়েননা।
ক্যামেরা ম্যান হাসিটা শিখিয়ে দিয়ে ছিলেন।

22/09/2023

🌸গর্ভধারণের_সওয়াব 🌸🥀

তোমাদের কেউ কি এতে সন্তুষ্ট নও যে, যখন তোমাদের স্বামী তোমাদের প্রতি সন্তুষ্ট থাকা অবস্থায়,
তোমরা স্বামীর পক্ষ থেকে গর্ভধারীনী হও, তখন তোমরা আল্লাহর পথে রোযাদারের সমান সওয়াবের ভাগীদার হও।

আর যখন প্রসব বেদনা শুরু হয়, তখন আসমান ও জমিনের অধিবাসী কেউ জানে না, তার জন্য চক্ষু শীতলকারী কি পুরস্কার লুকায়িত থাকে।

আর যখন প্রসব হয়ে যায়, তখন নবজাতকের দুধপানের প্রতিটি ঢোক এবং প্রতিটি চোষণের বিনিময়ে একটি করে নেকী লেখা হয়।

আর যদি নবজাতকের কারণে জাগ্রত থাকতে হয়, তাহলে প্রতিটি রাতের বিনিময়ে সত্তরটি কৃতদাস আল্লাহর রাস্তায় তোমাদের সওয়াব দেওয়া হয়।🌸🌸

🌸আলমু'জামুল আওসাত লিততাবরানী, হাদীস নং-৬৭৩৩🌸

Address

Kishoreganj

Alerts

Be the first to know and let us send you an email when Fazla Rabbi KG posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Fazla Rabbi KG:

Share