19/10/2025
হাসিনাকে আপনি কিভাবে রেট করেন আমি জানি না ।আমি হাসিনাকে দেখি সাউথ এশিয়ার সবচেয়ে তীক্ষ্ণ শয়তানি পলিটিকাল ব্রেইন হিসাবে । বাংলাদেশের মত দেশে ১৫ বছর ক্ষমতায় টিকে থাকা মুখের কথা না । তীব্র পলিটিকাল চাল লাগে এইভাবে টিকে থাকতে । লাস্টে আল্লাহ ওকে সরাইছে জুলাই এ ।
এমন একটা মহিলারে পাশের দেশে বসাইয়া রাখবেন + সাউথ এশিয়ার সবচেয়ে বাটপার গোয়েন্দা সংস্থা তার সাথে বসে থাকবে আর ভাববেন যে দেশে শান্তি হবে? কোনদিন না ।
এয়ারপোর্টে আগুন লাগা প্রথম অশনী সংকেত । হাসিনা আর র কে আরো স্পেস দেন ,দেখেন কই কই কি করে ।
ইন্টেরিম হাসিনাকে দিল্লী থেকে সরাইতে বা দেশে আনতে till now কি কি করছে ?
নির্বাচন যত কাছে আসবে দেশে তত অশান্তি বাড়বে ,Mark my word ।©©