05/05/2025
গোবিন্দপুর চৌরাস্তায় ফিলিস্তিনিদের উপর ইসরায়েলি আগ্রাসন বন্ধের দাবিতে শিক্ষার্থীসহ এলাকাবাসীর বিক্ষুভ মিছিল ৷৷
বিশেষ প্রতিনিধি আফজালুর রহমান উজ্জ্বল এর রিপোর্টে দেখুন বিস্তারিত :
গাজায় ইসরায়েলি আগ্রাসন বন্ধের দাবিতে কিশোরগঞ্জর হোসেনপুর উপজেলা , গোবিন্দপুর চৌরাস্তায় প্যালেস্টাইন পরিষদের কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ মিছিল করেছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও কোমলমতি শিক্ষার্থী সহ স্হানীয় এলাকাবাসি। ৪ মে রবি বার বেলা ১২টা থেকে ১ টা পর্যন্ত মানববন্ধন ও বিক্ষোভ মিছিলটি গোবিন্দপুর চৌরাস্তা থেকে বের হয়ে কিশোরগঞ্জ রুুটের গোবিন্দপুর চৌরাস্তা বাজারে গিয়ে শেষ হয়েছে। উক্ত বিক্ষোভ মিছিলে কোমলমতি শিক্ষার্থী, শিক্ষক ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী সহ স্হানীয় লোকজন অংশ নেন। বাসদ কর্মী সোহরাব উদ্দিন এর সঞ্চালনায় মিছিল শেষে ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে বক্তব্য রাখেন, গোবিন্দপুর ইউনিয় যুবদলের সভাপতি সোহেল রানা, সাংবাদিক আফজালুর রহমান উজ্জল, আশরাফুল ইসলাম, গোবিন্দপুর ইউনিয়ন নবীন দলের সাধারণ সম্পাদক আরমান ভূইয়া, প্রাপ্তি আইডিয়াল স্কুলের সহকারী শিক্ষক কাউসার আহমেদ, বাসদ মার্কসবাদী দলের নেতা এবায়দুল ইসলাম প্রমুখ।
বিক্ষোভ মিছিল কর্মসূচিতে বক্তব্যে বক্তারা বলেন, আমরা আজ রাস্তায় নেমেছি গাজায় ইসরায়েলি দখলদার বাহিনী যেভাবে নৃশংস হামলা চালিয়ে নারী ও শিশু সহ সাধারণ মানুষের উপর হত্যা যজ্ঞ চালাচ্ছে আমরা তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। সাংবাদিক আফজালুর রহমান উজ্জ্বল বলেন, ইসরায়েলি বাহীনি নারী ও শিশু সহ নিরীহ সাধারণ মানুষকে হত্যাকরে মানবাধিকার লঙ্ঘন করছে, অথচ বিশ্বনেতারা আজ নিরব । কোথায় আজ মানবতা, কোথায় গেল নৈতিকতা? আমরা আর এই হত্যাযজ্ঞ দেখে চাইনা, বিক্ষোভকারীরা প্ল্যাকার্ড, ব্যানার হাতে ফ্রি প্যালেস্টাইন স্টপ কিলিং ইন গাজা সহ নানা স্লোগান দেন। শান্তিপূর্ণ এ কর্মসূচি চলাকালীন সড়কে যান চলাচল পরিস্থিতি স্বাভাবিক ছিল।