আত্ব কথা Atto kotha

আত্ব কথা Atto kotha Kichui Kujte jayona sobi akon duwasha

16/09/2024

"সাল্লাল্লাহু
আলাইহি ওয়া সাল্লাম"

18/07/2024

জাবিতে মোবাইল নেট বন্ধ। নতুন কলার আশেপাশে যারা আছো, নতুন কলার ওয়াইফাই কানেক্ট করো।
Archaeology 1 : dss@99999
Office 1: dss@44444
Office 2: dss@33333
Seminar library (Archaeology) : dss@00000
Archaeology 302: dss@66666
Archaeology 303: dss@55555
Archaeology 316: dss@11111
Archaeology 318: dss@ 77777
পোস্টটি ছড়িয়ে দিন, ওরা নেট পেলে আমরা আপডেট পাবো!

বেশ্যা একটি গালি,দেখেন মিলে কি না??"অবৈধভাবে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন করে যারা আজ সামাজিকভাবে প্রতিষ্ঠিত এরাই হলো ...
18/04/2024

বেশ্যা একটি গালি,
দেখেন মিলে কি না??
"অবৈধভাবে জ্ঞাত
আয় বহির্ভূত সম্পদ অর্জন করে যারা আজ সামাজিকভাবে প্রতিষ্ঠিত এরাই হলো সমাজের সবচেয়ে নিকৃষ্ট বেশ্যা।"
কিন্তু বেশ্যা চরিত্রটা কি খুব খারাপ ?
✍️অর্থের বিনিময়ে যে নারী দেহ বেচে সে বেশ্যা।
✍️অর্থের বিনিময়ে যে নৈতিকতা বেচে সেও বেশ্যা।
✍️অর্থের বিনিময়ে যে ফাইলে সই করে সেও বেশ্যা।
✍️অর্থের বিনিময়ে যে চাকুরিতে নিয়োগ দেয় সেও বেশ্যা।
✍️অর্থের বিনিময়ে যে আসামীকে জামিন দেয় সেও বেশ্যা।
✍️অর্থের বিনিময়ে যে দলের পদ বেচে সেও বেশ্যা।
✍️অর্থের বিনিময়ে যে নমিনেশন বেচে সেও বেশ্যা।
😥তবে যার বেচার মত অবশিষ্ট আর কিছু থাকেনা
সেই নারী শুধু দেহ বেচে।
👉কার কাছে বেচে তার নাম কি???
কবি লিখেছেন:----------
😇বেশ্যা"😇
বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম
সাধুর নগরে বেশ্যা মরেছে
পাপের হয়েছে শেষ,
বেশ্যার লাশ হবে না দাফন
এইটা সাধুর দেশ।
জীবিত বেশ্যা ভোগে তো আচ্ছা, মরিলেই যত দোস?
দাফন কাফন হবে না এখন
সবে করে ফোস ফোস।
বেশ্যা তো ছিল খাস মাল, তোদের রাতের রানী,
দিনের বেলায় ভুরু কোচ কাও?
মরিলে দেওনা পানি!
সাধু সুনামের ভেক ধরিয়া দেখালি দারুন খেলা,
মুখোশ তোদের খুলবে অচিরে
আসবে তোদের বেলা।
রাতের আধারে বেশ্যার ঘর স্বর্গ তোদের কাছে,
দিনের আলোতে চিননা তাহারে?
তাকাও নাকো লাজে!
চিনি চিনি ভাই সব সাধু রেই হরেক রকম সাজ,
সুযোগ পেলেই দরবেশী ছেরে দেখাও উদ্দাম নাচ!
নারী আমাদের মায়ের জাতি বেশ্যা বানালো কে?
ভদ্র সমাজে সতীর ছেলেরা খদ্দের সেজেছে?
গরীবের বৌ সস্তা জিনিস সবাই ডাকো ভাবি,
সুযোগ পেলেই প্রস্তাব দাও আদিম পাপের দাবি।
স্বামী যখন মরলো ভাবির দুধের শিশু কোলে,
ভদ্র দেবর সুযোগ খোঁজে সহানুভূতির ছলে,
দিনের মত দিন চলে যায়,
হয় না তাতে দোষ
মরা লাশের সুযোগ পেয়ে মোল্লার রোষ।
মোল্লা সাহেব নায়েবে রাসুল ফতোয়া ঝারিশা কয়,
পতিতা নারীর জানাজা কবর এই এলাকায় নয়।
শুধাই আমি ওরে মোল্লা জানাযায় যত দোষ,
বেশ্যার দান নিয়াছো ঝোলিয়ে তুমি বেটা নির্দোষ?
বেশ্যার তবু আছে পাপ বোধ নিজেকে সে ভাবে দোষী,
তোমরা তো বেটা দিন বেচে খাও হচ্ছেয় খোদার খাসি।
আল্লাহর ঘর মসজিদে ও আছে বেশ্যার দান -কলেমা পড়েছে সে ওতো তবে নামেতে মোসলমান!
বেশ্যা নারী ব্যবসায় নারী পুরুষরা পুরুষরা সব সৎ?
জানি মোল্লা খুলবে না মুখ চাকরি যাওয়ার পথ!
আর কতকাল থাকবি অমন মুখোশ ধারীর দল,
আসবো এবার মশাল নিয়ে ভাঙতে তোদের কল।
সত্যর আলো জলবে যখন চিনবে তোদের সবে,
লেবাশধারী মুখোশধারী মুখোশ উপরে যাবে।
এই ভাবে আর চালাবি কত ছল চাতুরীর খেলা।
আসবে তিনি, এবার তোদের বিদায় নেবার পালা।।।

হে আল্লাহ ছোট থেকে শুনে আসছিলাম আমাদের প্রিয় নবী (সাঃ) পেটের ক্ষুধায় পেটের মধ্যে পাথর বেঁধেছিলেন 😭 আর আজ নিজের চক্ষে দেখ...
27/03/2024

হে আল্লাহ ছোট থেকে শুনে আসছিলাম আমাদের প্রিয় নবী (সাঃ) পেটের ক্ষুধায় পেটের মধ্যে পাথর বেঁধেছিলেন 😭 আর আজ নিজের চক্ষে দেখতেছি গাজার ছোট ছোট শিশুরাও পেটের ক্ষুদায় পেটের মধ্যে পাথর বেধেছেন😭😭 হে আল্লাহ,তুমি না বলেছো, তুমি রোজাদারদের দোয়া ফিরিয়ে দাও না🥲
হে আল্লাহ পশ্চিমা জা'লেম,কা'ফে'রদের থেকে ফি'লি'স্তিনি নিরিহ শিশুদের তুমি রক্ষা করো😭 আমিন আমিন 🤲

Alhamdulillah done  Samsung a03s logo hang
05/03/2024

Alhamdulillah done Samsung a03s logo hang

Akdin amr Allah amake sofol korbei...
16/08/2023

Akdin amr Allah amake sofol korbei...

26/07/2023

Address

Kishoreganj

Alerts

Be the first to know and let us send you an email when আত্ব কথা Atto kotha posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to আত্ব কথা Atto kotha:

Share