My name is Khan

My name is Khan Life is own

31/12/2023

আজ বছরের শেষ দিন। একটু পর থেকে শুরু হবে এক ভয়ানক তাণ্ডবের। কারো ফানুসের আগুনে জ্বলে যাবে কারো স্বপ্ন। এলোপাথাড়ি ফুটানো বোমে কোন এক হাসপাতালে আরো একটি শিশুর মৃত্যু হবে। সবাই আনন্দে হাসবে কিন্তু হাসপাতালে তার পরিবারের চিৎকার শোনবেনা কোন সচেতন নাগরিকই।

21/12/2023

প্রিয় পাকিস্তানি ভাইদের ছোট্ট একটি ইতিহাস....

----->>আন্তর্জাতিক গবেষক সুজান ব্রাউনমিলার তাঁর Against Our Will: Men, Women and R**e বইয়ে লিখেছেন, ‘একাত্তরের ধর্ষণ নিছক কোনো ঘটনা ছিল না। সেখানে আট বছরের বালিকা থেকে শুরু করে পঁচাত্তর বছরের নানি—দাদির বয়সী বৃদ্ধাও শিকার হয়েছিল এই যৌন পাশবিকতার। রাতে চলত আরেক দফা নারকীয়তা। কেউ কেউ হয়তো আশিবারেরও বেশি ধর্ষিত হয়েছে। ...ঘটনাস্থলে ধর্ষণের পর প্রতি একশ জনের মধ্যে অন্তত দশ জনকে অন্য সেনাদের জন্য তাদের ক্যাম্প বা ব্যারাকে নিয়ে যাওয়া হতো। এই পাশবিকতায় কত জন নারীর মৃত্যু হয়েছে, আর কত জনকে মেরে ফেলা হয়েছে—তার সঠিক সংখ্যা হয়তো কল্পনাও করা যাবে না।’

16/12/2023

সারাবছর ফেসবুকে পাকিস্তানের চামচামি করার পর কিছু মানুষ আজকে ডিজে গান বাজাইতেছে। 🤬🤬

মুসলিমদের জ্বলে উঠা দিয়াশলাই কাঠির মতো।জ্বলার সময় শব্দ হয় তবে অচিরেই নিভে যায়।
20/11/2023

মুসলিমদের জ্বলে উঠা দিয়াশলাই কাঠির মতো।জ্বলার সময় শব্দ হয় তবে অচিরেই নিভে যায়।

03/09/2023

Congratulation Tigers
super 4 is sure now .

03/09/2023

ইয়েএএএএএ

বাংলাদেশী ক্রিকেট ফ্যানদের প্রিয় একটি ছবি।
31/08/2023

বাংলাদেশী ক্রিকেট ফ্যানদের প্রিয় একটি ছবি।

08/08/2023

কোন অনুষ্ঠানে নেতাকর্মীদের আসতে যে অল্প কিছু সময় লাগে, সেই সময় যদি পরীক্ষার হলে কোন স্টুডেন্টকে দেওয়া হতো তাহলে ফেল করা সেই স্টুডেন্টটাও পাস করে যেত।

Address

Kishoreganj

Website

Alerts

Be the first to know and let us send you an email when My name is Khan posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share