20/12/2025
অপু বিশ্বাস আন্তরিক, বুবলী সিনসিয়ারঃ সজল
সম্প্রতি শবনম বুবলীর সঙ্গে ‘শাপলা শালুক’ সিনেমার শুটিং শেষ করেছেন আব্দুন নূর সজল।
বুবলীর সঙ্গে কাজের অভিজ্ঞতা প্রসঙ্গে সজল বলেন, বুবলী ভীষণ সিনসিয়ার। মনেই হয়নি প্রথমবার দুজনে সিনেমা করছি। বোঝাপড়াটা বেশ ভালো ছিল। কাজের প্রতি সে অনেক বেশি দায়িত্বশীল।
সজল প্রথমবারের মতো অপু বিশ্বাসের বিপরীতে সিনেমা করতে যাচ্ছেন। সিনেমাটির নাম ‘দুর্বার’।
অপু বিশ্বাস সম্পর্কে তিনি বলেন, অপু বিশ্বাস অনেক সিনেমা করেছেন। তার অভিজ্ঞতা অনেক। চুক্তিবদ্ধ হওয়ার পর আমরা রিহার্সাল করেছি। সে ভীষণ আন্তরিক। সংলাপ কীভাবে দিতে হয় তা বেশ ভালো বোঝেন। খুব সহযোগিতা পরায়ণ এবং তার জানার জায়গা অনেক বেশি।