Tamanna's DIY Decor

Tamanna's DIY Decor Home decor,diy and crafts
(15)

আমি শখের বশে টুকটাক ম্যাক্রেমের কাজ করতাম কিন্তু সত্যি বলতে আপুর কাজের ফিনিশিং দেখার পর আমার নিজের কাজ দেখেই লজ্জা লেগেছ...
30/03/2024

আমি শখের বশে টুকটাক ম্যাক্রেমের কাজ করতাম কিন্তু সত্যি বলতে আপুর কাজের ফিনিশিং দেখার পর আমার নিজের কাজ দেখেই লজ্জা লেগেছিলো 🫣🫣🫣
ঈদে তো অনেকে নতুন করে ঘর সাজান।ম্যাক্রেমের জিনিস সবসময়ই ট্রেন্ডি।কেউ ম্যাক্রেমে দিয়ে ঘর সাজাতে চাইলে নিশ্চিন্তে আপুর কাছে অর্ডার করতে পারেন 🥰

আসসালামু আলাইকুম🖤।
নিজেদের বাসা সুন্দর করে সাজিয়ে তুলতে বা কাউকে গিফট করতে আমাদের কিউট ম্যাক্রোম ওয়াল হ্যাঙ্গিং নিতে পারেন। প্রোডাক্টটি আমাদের হাতে তৈরি।

📌 পণ্য সম্পর্কে তথ্য:
♣️৬" কিউট ম্যাক্রোম ওয়াল হ্যাঙ্গিং এর সাইজ কাস্টোমাইজ করা যাবে।
♣️ভালোমানের কর্ড ব্যবহার করা হয়।
♣️কর্ড ওয়াশেবল।
♣️আমাদের পণ্যের দাম ফিক্সড।দয়া করে কেউ দামাদামি করবেন না।

📌পণ্য অর্ডার ও ডেলিভারী সম্পর্কে তথ্য:
♣️অর্ডার কনফার্ম সম্পূর্ণ অ্যাডভান্স করতে হবে।
♣️যশোরের মধ্যে ডেলিভারি চার্জ ৮০ টাকা ও যশোরের বাহিরে সারা বাংলাদেশ চার্জ ১৫০ টাকা( প্রতি কেজিতে ২০ টাকা বেশি অ্যাড করে)। ডেলিভারী চার্জ আমরা নিব না সম্পূর্ণটা কোম্পানিকে দিতে হবে।
♣️হাতে সময় নিয়ে পণ্য অর্ডার করবেন।কারণ আপনাদের অর্ডার কনফার্ম করে আমরা কাজ শুরু করব যাতে আপনারা ফ্রেশ প্রোডাক্ট পেয়ে যান।
♣️৭ দিন সময় নিয়ে অর্ডার করবেন এর মধ্যে ভালোভাবে প্রোডাক্ট পৌঁছে দেওয়া হবে ইনশাআল্লাহ।

বিস্তারিত জানতে ও প্রাইস জানতে ইনবক্স করুন।লাইক , কমেন্ট, শেয়ার করে নিজের ফ্যামিলি ফ্রেন্ডসদের সাথে শেয়ার করবেন। আমরা আমাদের কাস্টমারকে খুশি করতে আমাদের বেস্ট দিব ইনশাআল্লাহ ❤।
ভুল ত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন। ধন্যবাদ 🖤🖤

18/03/2024

মাশা আল্লাহ আমার সেদিনের সেই ছোট্ট ভাইটা (বাম থেকে ৪ নাম্বার) কত বড় হয়ে গেছে।আমার মামা-মামীর অনেক পরিশ্রমের কত সুন্দর প্রতিফলন।মাত্র ক্লাস সেভেনে পড়ে।আরো অনেক ছোট থেকেই পড়াশোনা,কোর আন,হামদ,নাত সবদিকে ওর সমান দখল।ওর বোনটাও তাই।আমার চোখে দেখা সত্যিকার অলরাউন্ডার দুজন।আল্লাহ তোমাদের অনেক বড় করুন।সব রকম বদ নজর থেকে হিফাজত করুন।আমীন ❤️

রমাদান আসছে, অধিক পরিমাণ Tang এর ব্যবহার বেড়ে যাবে।সারাদিন কষ্ট করে রোযা রেখে Tang এর শরবত বানিয়ে নিজেদের তৃষ্ণা নিবারণ ...
06/03/2024

রমাদান আসছে, অধিক পরিমাণ Tang এর ব্যবহার বেড়ে যাবে।সারাদিন কষ্ট করে রোযা রেখে Tang এর শরবত বানিয়ে নিজেদের তৃষ্ণা নিবারণ করবে মুসলিম সমাজ।

তবে মনে রাখা প্রয়োজন যে কোক যেমন ই স রা য়ে লী প্রডাক্ট তেমনি Tang ও ই স রা য়ে লী প্রডাক্ট।সারা বছরে Tang যতটা না বিক্রি হয় রমাদান আসলে তার বিক্রি বেড়ে যায় শতগুণে।আর আমাদের জন্য উত্তম সময় এই Tang কে বয়কট করা।কারণ তারা হয়তো মুসলিমদের রোযার জন্য ট্যাং মজুদ রেখেছে।

অর্থনৈতিক ধাক্কা দিন।কোকের সাথে ট্যাং বয়কট করার ঝড় তুলুন ইনশাআল্লাহ।ভাবা যায় সারাদিনের ক্লান্তি শেষে ই হু দী দের জিনিস দিয়ে গলা ভিজাবো আর সে টাকা দিয়ে তারা আমাদের মারার জন্য অস্ত্র বানাবে?বয়কটের ঝড় তুলুন আল্লাহ আমাদের সহায় হবেন ইনশাআল্লাহ।

~copied

Tang যে ইসরায়েলি এবং এটা কেনো বয়কট করবো সেটা কমেন্টে দেয়া হলো।

20/02/2024

আমার পেজে অনেক নতুন সদস্য যুক্ত হয়েছেন।
এটা একটা সুন্দর পেপার ফ্রেম।আশা করি আপনাদের ভালো লাগবে 🥰🥰🥰

18/02/2024

মেয়ে মানুষ হওয়া এত্ত সহজ না, সবসময় আপনার কিছু না কিছু কিনতে ইচ্ছা করবে।

সারাদিন ওজন কমাতে ইচ্ছা করবে, এদিকে আবার পেট ভরে মিষ্টিও খেতে ইচ্ছা করবে।

মাঝে মাঝে খু*নও করতে ইচ্ছা করবে। এদিকে যাদের খু*ন করতে ইচ্ছা করবে, তাদের জন্যই আবার রান্না করতে হবে।

Life is beautiful!

Collected thoughts.
কে লিখেছেন ভাই? আমার সাথে পুরু মিলে গেলো 🤔🤔🤔
যদিও তেমন রান্না করতে হয়না

By the way, কেমন আছেন সবাই?
ইদানিং একদম পেজে আসতে ইচ্ছা করেনা 🫤🙄🙄🙄

এই ক্লে গুলো দিয়ে কে কে কাজ করেছেন?আমার এতো মজা লেগেছে এদের দিয়ে কাজ করে 🥰🥰🥰
30/01/2024

এই ক্লে গুলো দিয়ে কে কে কাজ করেছেন?
আমার এতো মজা লেগেছে এদের দিয়ে কাজ করে 🥰🥰🥰

27/01/2024

ফেসবুক মনিটাইজেশন হালাল নাকি হারাম?
অনেক আপুরাই কমেন্ট ও ইনবক্সে এ ব্যাপারে কথা বলেছেন ও মতামত দিয়েছেন।প্রথমেই বলে নিচ্ছি আমি কোন আলিমা নই।এখানে শুধু আমার প্রাপ্ত observation গুলো শেয়ার করছি।গ্রহণ করা বা না করা সম্পূর্ণটাই কোন একজনের নিজস্ব ইচ্ছার উপর নির্ভর করবে।
কিছুদিন আগেও মনিটাইজেশন এর উপর ইসলামিক রুলিং এর ব্যাপার টা নিয়ে আমি তেমন জানতাম না তাই সিরিয়াস ও ছিলাম না।এরপর যখন আমার monetization eligibility almost filled up তখন এই নিয়ে খোঁজ করে যেগুলো পেলাম তাই আপনাদের সাথে শেয়ার করছি।ভিডিও টা দেখলে আপনারা অনেক কিছু জানতে পারবেন।মোটা দাগে---

-ফেসবুক শুধু ভিউ এর উপর কোন টাকা দেয়না।
মনিটাইজেশন অন করলে এড সেন্স এর মাধ্যমে যে টাকা আসে সেটা হালাল হবেনা।
এড কেন হালাল হবেনা তার কারণ ইউটিউবে অনেক আলেম বিস্তারিত বলেছেন।
-মেয়েদের কন্ঠ আওরাহ এর অন্তর্ভুক্ত।সোশাল মিডিয়ার পেজ গুলোতে যেহেতু অডিয়েন্স নিয়ন্ত্রণ করা যায়না তাই এর ব্যাপারে ফয়সালা কি তাই আশা করি আমরা বুঝতে পারছি এখানে কি করা উচিত হবে আর কি হবেনা।
ক্লোজড গ্রুপ গুলো এর অন্তর্ভুক্ত হবেনা।

তাহলে হালাল কি হবে-
-হালাল উপায়ে ব্যবসা
-হালাল কোর্স
-হালাল ফ্রি ল্যান্সিং।
এখানে কোনগুলো হালাল-হারাম ক্যাটাগরিতে পরবে তা আসলে নিজেকেই বের করে নিতে হবে।

আরেকটা ব্যাপার- আমার এই লিখা পড়ে "ফেসবুক তো খ্রিস্টান দের তৈরি, তাহলে এটা নিজ ব্যবহার করে নিজেই আবার হালাল-হারাম জ্ঞান দিচ্ছেন" এরকম মনে হলে এই লিখা আপনার জন্য না 🙂

আল্লাহ তায়ালা আমাদের সবাইকে সিরাতুল মুস্তাকিমে চলার তাওফিক দান করুন।আমীন।
আপনারা চাইলে আরো তথ্য ও মতামত কমেন্টে শেয়ার করতে পারেন ❤️


Address

Kishorganj Sadar
Kishoreganj

Website

Alerts

Be the first to know and let us send you an email when Tamanna's DIY Decor posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share