Face The Ummah #ফেস দ্যা উম্মাহ

Face The Ummah #ফেস দ্যা উম্মাহ আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ

16/03/2025

আল্লামা আতহার আলী রহ. আমাদের চেতনার বাতিঘর

13/12/2022

বর্তমান দেশের প্রান্তিক সময়ে এরকম একটা রিপোর্ট প্রকাশ করা সত্যিই খুব প্রশংসার দাবি রাখে

26/10/2022

beautiful 🥀❤️

আমাদের ভারতীয় উপমহাদেশের কারাগার গুলো এখন পর্যন্ত ব্রিটিশ রুলস এন্ড রেগুলেশন মেনে চলে যেটি চূড়ান্ত অমানবিক।পাঞ্জাব প্র...
23/10/2022

আমাদের ভারতীয় উপমহাদেশের কারাগার গুলো এখন পর্যন্ত ব্রিটিশ রুলস এন্ড রেগুলেশন মেনে চলে যেটি চূড়ান্ত অমানবিক।
পাঞ্জাব প্রদেশের এই সিদ্ধান্তকে আমরা আন্তরিকভাবে মোবারকবাদ জানাই।
বিচার ছাড়া দীর্ঘদিন কারা ভোগ করা, কারাগারে পোশাক, কারাগারের খাবার সহ অনেক বিষয়ে আমাদের ঢেলে সাজাতে হবে।

এক. বাবা যদি বেয়াদব হয়, সাধারনত সন্তানও বেয়াদব হয়। আর কোনো ছাত্র বেয়াদব হলে নাম তো তিনবার কাটবেই। এতে হিফজ বিভাগের দোষ ন...
18/10/2022

এক.
বাবা যদি বেয়াদব হয়, সাধারনত সন্তানও বেয়াদব হয়। আর কোনো ছাত্র বেয়াদব হলে নাম তো তিনবার কাটবেই। এতে হিফজ বিভাগের দোষ নয়, নিজের বেয়াদবির পরিনাম।

দুই.
নিজে আদব শিখুন, সন্তানও আদবওয়ালা হবে। তখন নামও কাটবে না, দুঃখও কারো কাছে বলার দরকার হবে না।

তিন.
শয়তান নিজের অপরাধে অনুশোচিত না হয়ে, উল্টো তার বেয়াদবির পক্ষে যুক্তি দাঁড় করিয়ে অবশেষে বিতাড়িত হয়েছিলো। সুতরাং শয়তানের অনুসারি না হয়ে, নিজেকে পরিশুদ্ধ করে নিন। আখের ভালো হবে।

চার.
নিজের ক্ষোভ ঝাড়তে পুরো হিফজ বিভাগের বিপক্ষে অবস্থান নিলে আখের পবিত্র কুরআনের পক্ষ থেকে অভিশপ্ত হবেন। নবিজী সা. বলেন,
والقرآنُ حُجَّةٌ لك أو عليك
অর্থাৎ কুরআন হয়তো আপনার পক্ষে দলিল হবে নয়তো আপনার বিরুদ্ধে।
সূত্র: সহিহ ইবনে হিব্বান, হাদিস: ৮৪৪

ﷺ
18/10/2022

15/10/2022

এবার বুঝলেন তো! হযরত কিন্তু দুঃখে ক্ষেপেছে। কারন, উনার এত ভদ্র ছেলেকে হিফজ মাদরাসা থেকে ৩/৪ বার নাম কেটে বের করে দিয়েছে...

চিহ্নিত বামপাড়া ও অবিশ্বাসী মহলে নারায়ে তাকবিরের শ্লোগান গাত্রদাহের কারণ হবে, এটা তো অনুমেয়। কিন্তু যে বিএনপির সমাবেশে এ...
14/10/2022

চিহ্নিত বামপাড়া ও অবিশ্বাসী মহলে নারায়ে তাকবিরের শ্লোগান গাত্রদাহের কারণ হবে, এটা তো অনুমেয়। কিন্তু যে বিএনপির সমাবেশে এই শ্লোগান উচ্চকিত হলো, মিডিয়ার প্রশ্নে তারা কেন বিব্রত? বিএনপিকে ইসলামী মূল্যবোধের দল পরিচয় দিতেই যেখানে তার সমর্থকরা বেশি সাচ্ছন্দ্য বোধ করেন, সেখানে ধর্মীয় বিষয়ে এমন লুকোচুরি তাদের জন্য আত্মঘাতী সিদ্ধান্ত বৈ কী হতে পারে? বিএনপির উচিত অফিসিয়ালি অবস্থান স্পষ্ট করা। তারা তাকবিরের পক্ষে না বিপক্ষে? একদিকে তাকবির দিয়ে ধর্মীয় সেন্টিমেন্টও ঠিক রাখবে আবার অপর দিকে ধর্মবিদ্বেষীদের সাথে কণ্ঠও মেলাবে–অতীতের মতো এমন ডাবল স্ট্যান্ডার্ড চরিত্র তাদের সুদিন বয়ে আনবে না কখনও।

পেইজ টা রিয়েল কি না জানি না
09/10/2022

পেইজ টা রিয়েল কি না জানি না

04/10/2022

দুঃখ লাগে যখন দেখি এই মোহাম্মদ আলী ভাইরা ক্ষমতার লোভে ঈমান বিক্রি করে দেয় 😡

খুব ভালো লাগে যখন দেখি DR.Fayzul huq ভাই উচিৎ জবাব দিয়ে তাদের ধোলাই করে দেয়।
salute🙋 DR.Fayzul huq ভাই কে ❤️❤️❤️❤️

Address

Kishoreganj

Alerts

Be the first to know and let us send you an email when Face The Ummah #ফেস দ্যা উম্মাহ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Face The Ummah #ফেস দ্যা উম্মাহ:

Share