02/09/2024
⚠️☞︎︎︎✌︎☞︎︎︎ #পেজ_রুলস ☜︎︎︎✌︎☜︎︎︎⚠️
কনফেস করার নিয়মাবলি :
১। আপনার ক্রাশের ছবি, নাম, ডিপার্টমেন্ট, সেশন ও ফেসবুক আইডি সাথে তার উদ্দেশ্যে আপনার মনের কথাগুলো গুছিয়ে লিখে ইনবক্স করুন এই পেজে। আপনার নাম অবশ্যই গোপন রাখা হবে এ ব্যপারে শতভাগ নিশ্চয়তা প্রদান করা হচ্ছে।
২। ফেক আইডি থেকে মেসেজ করলে রিপ্লাই পাবেন না। আপনাকে অবশ্যই রিয়েল আইডি থেকে মেসেজ করতে হবে।
৩। প্রোফাইল লক করা থাকলে বোঝা যায় না আইডিটা রিয়েল না ফেক। এজন্য আপনাকে কিছু সময়ের জন্য প্রোফাইল লক খুলে পেজে মেসেজ করতে হবে। আইডি চেক করার পর পুনরায় লক করতে পারবেন।
৪। যার উপর ক্রাশ খাবেন তাকে রাজশাহী কলেজের স্টুডেন্ট হতে হবে। আপনি বাইরের প্রতিষ্ঠানের হলেও চলবে।
৫। অবশ্যই তার ফেসবুক আইডির লিংক বা স্ক্রিনশট দিতে হবে। সে রাজশাহী কলেজের স্টুডেন্ট কিনা যাচাই করার জন্য।
৬। রাজশাহী কলেজের ইন্টারমেডিয়েট থেকে শুরু করে যারা কলেজের সাবেক স্টুডেন্ট সবার উপরেই ক্রাশ প্রযোজ্য।
৭। ছেলে হয়ে ছেলের উপর কনফেশন লেখা যাবে না। একইভাবে মেয়ে হয়ে মেয়ের উপর কনফেশন লেখা যাবে না।
৮। একজন ব্যক্তি সর্বোচ্চ ৫ টি কনফেশন পাঠাতে পারবে। তবে আলাদা আলাদা ৫ জনের উপর, একই জনের উপর না।
৯। বিবাহিতদের উপর ক্রাশ খাওয়া যাবে না। আপনার ক্রাশকে অবশ্যই অবিবাহিত হতে হবে।
১০। কনফেশন লিখতে হবে বাংলায় বা ইংরেজিতে, বাংলিশে লেখা যাবে না।
১১। কপিকৃত লেখা গ্রহণ করা হবে না। ফেসবুকে প্রকাশিত বা অন্য কোনো ক্রাশ পেজে প্রকাশিত লেখা কপি করে দিলে তা বাতিল বলে গণ্য হবে।
১২। দিনে আমরা পেজ থেকে একটার বেশি পোস্ট পাবলিশ করি না। সে কারণে আপনাকে অপেক্ষা করতে হতে পারে।
তো আর দেরি কেন? এখনি লিখে ফেলুন।
বি.দ্র: ক্রাশ বিষয়টা ফান করার উদ্দেশ্যে। তার পরও কেউ যদি মনে করে (যার সম্পর্কে ক্রাশিত পোস্ট) তাকে ভিকটিম বানানো হয়েছে। এটা পেজে প্রকাশ হওয়াতে তার সম্মানে হানি হয়েছে। তাহলে সে আমাদের কাছে ইনফর্ম করলে সাথে সাথে সেই পোস্ট ডিলিট দেওয়া হবে।
বিশেষ সর্তকতা: পেজের কমেন্ট বক্সে কেউ কাউকে পার্সোনাল অ্যাটাক করলে, কারো নামে আজেবাজে বললে, গালা-গালি করলে, তাকে ডিরেক্ট ব্যান দেওয়া হবে।
এডমিন_প্যানেলের_কোনো_মেয়ে_নাই,,
তাই_মেসেজ_দেওয়া_সময়_আপু_বলবেন_নাহ!!
আদেশক্রমেঃ এডমিন প্যানেল!!
💝 সবাইকে ধন্যবাদ 💝