Deeplines

Deeplines heart touching deep lines

15/08/2025

গাজায় নির্বিচারে চলছে গনহত্যা।খাবারের লোভ দেখিয়ে তাদের খুন করা হচ্ছে আর সব মানবাধিকার কমিশন, জাতিসংঘ, ইসলামিক সব রাষ্ট্র মুখে কুলুপ এটেছে।💔

Shout out to my newest followers! Excited to have you onboard! Monisha Rahman, Humaira's Kitchen Kg
30/07/2025

Shout out to my newest followers! Excited to have you onboard! Monisha Rahman, Humaira's Kitchen Kg

30/07/2025

কিচ্ছু চাইনি আমি,... আজীবন ভালোবাসা ছারা...💙💙
#

29/07/2025

28/07/2025

ভালোবাসার মানুষটার ব্যাবহারই বুঝিয়ে দিবে তোমার গুরুত্ব কতটুকু....🖤

28/07/2025

27/07/2025

যে বাচ্চাগুলো মুখ ফুটে খাবারও চাইতে পারে না, সেই বাচ্চাগুলোকে মাসের পর মাস অভুক্ত রেখে যেভাবে অসহ্য যন্ত্রণা দেয়া হচ্ছে,...
27/07/2025

যে বাচ্চাগুলো মুখ ফুটে খাবারও চাইতে পারে না, সেই বাচ্চাগুলোকে মাসের পর মাস অভুক্ত রেখে যেভাবে অসহ্য যন্ত্রণা দেয়া হচ্ছে, কঙ্কালসার দেহগুলো একের পর এক মৃত্যুকে যেভাবে আলিঙ্গন করে নিচ্ছে সেটা কি জাতিসংঘের চোখে পড়ে না?

আপনারা জানেন? এই আয়োজনের সমস্তটুকুই যে জাতিসংঘের অবদান? আপনারা জানেন? তারা স্বীকার করে নিয়েছে যে, শতকরা ২৫ জন মানুষ অপুষ্টির এমন পর্যায়ে পৌঁছেছে, যেখানে পরবর্তীতে তাদেরকে যদি ভরপুর খাবার দেন, তবুও তারা এই পুষ্টিহীনতা কাটিয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারবে না?

তাদের স্বীকারোক্তির বাইরে গিয়ে বাস্তবতায় এই হার শতকরা ৮৫ জন বলে এক সাংবাদিক দাবী করেছেন। আপনাদেরও সন্তান আছে, আপনাদেরও পরিবার আছে। এই অভুক্ত বাচ্চা, মহিলাদের দুর্দশা নিয়ে আমরা সকলে আলাপ করি, কিন্তু তাদের এই অবস্থার পেছনে দায়ী কারা? কী কারণে টগবগে যুবকেরা রুগ্ন অবস্থায় বিছানায় পড়ে কাতরাচ্ছে?

যারা দায়ী, তারাই আপনাকে মানবাধিকার শেখাতে আসছে, আপনার দেশে কার্যালয় খুলতে চাইছে। এটা প্রাতিরোধ করা শুধু কি হুজুরদের কাজ? আপনিও তো আপনার পরবর্তী প্রজন্মকে ওদের হাতে রেখে যাচ্ছেন। আপনার কি দায় নেই?

 ্কুলের ক্যান্টিনে বসে আড্ডা দিচ্ছিল এই তিন বন্ধু। আরমান,নাফি এবং প্রলয় ওরা সবাই ক্লাস সিক্সের স্টুডেন্ট। আড্ডার মাঝখানে...
25/07/2025

্কুলের ক্যান্টিনে বসে আড্ডা দিচ্ছিল এই তিন বন্ধু। আরমান,নাফি এবং প্রলয় ওরা সবাই ক্লাস সিক্সের স্টুডেন্ট।

আড্ডার মাঝখানে হঠাৎ তারা দেখতে পায় বিকট শব্দে একটা বিমান এসে পড়েছে ক্লাসরুমের উপর। তারা তিনজনই আড্ডা বাদ দিয়ে দৌড়ে চলে যায় ক্লাসরুমের দিকে।

আরমান গিয়ে দেখে অনেকগুলো বাচ্চার শরীর পুড়ে ঝলসে গিয়েছে, শরীর থেকে মাংস গলে গলে পড়ছে। পুড়ে যাওয়া একটা ছেলেকে নিজের স্কুল ব্যাগ দিয়ে চেপে ধরে আরমান,

তাতে শরীরের আগুনটা নিভে যায়। এরপর তাকে ফাঁকা জায়গায় পাঠিয়ে দেয় আরমান।

নাফি তখন দেখতে পায় ৪-৫ জন বাচ্চা পোড়া শরীর নিয়ে দিক্বিদিক হয়ে দৌড়াচ্ছে। একটা বাচ্চা মেয়ের ব্যাগ পুড়ে পিঠের সাথে লেগে গিয়েছে। মেয়েটা ব্যাগটা খুলতে পারছিল না, কথাও বলতে পারছিল না।

পরে নাফি মেয়েটার ব্যাগটা পিঠ থেকে আস্তে আস্তে সরিয়ে দেয়। তাৎক্ষণিক ভ্যানে তুলে নিরাপদ জায়গায় পাঠিয়ে দেয় সবাইকে।

প্রলয় তখন উদ্ধার করছিল অন্যদিকে। সে দেখতে পায় তাদেরই কিছু বন্ধু পোড়া শরীরে ক্লাসের পাশে পড়ে আছে, আর মা মা বলে চিৎকার করছে।

তখন এই তিন বন্ধু মিলে টেনেহিঁচড়ে বের করে বাকি বন্ধুদেরকে। বন্ধুদের বের করতে গিয়ে পিঠে আগুন লেগে যায় একজনের, প্রচন্ড আঘাতও পায় হাতে।

তবুও নিজ শরীরের আঘাত আর আগুন নিয়েই একে একে বের করতে থাকে বাকি বন্ধুদেরকে। কিছু বন্ধুর শরীর পুড়ে গিয়েছিল, কারো ফুসফুস পুড়ে গিয়েছিল, কেউ মা মা বলে চিৎকার করছিল।

এভাবেই তীব্র সাহসিকতা নিয়ে তিন বন্ধু মিলে উদ্ধার করেছিল বাকি বন্ধুদেরকে। উদ্ধার করার পর ওদের কিছু বন্ধু মারা গিয়েছে, কিছু এখনো হাসপাতালে চিকিৎসা নিচ্ছে।

আমি জানতাম তুমি আসবে- এই উক্তির মতো তিন বন্ধু মিলে উদ্ধার করেছিল বাকি ১৮-২০ জন বন্ধুকে।

সাংবাদিকরা যখন এই তিনজনকে জিজ্ঞেস করেছিল - বন্ধুদেরকে বাঁচাতে গিয়ে তোমাদের যদি কিছু হয়ে যেত? তোমাদেরও যদি পুরো শরীরে আগুন লেগে যেত?

ওরা তিনজন উত্তর দিয়েছে- তখন এসব মাথায় আসে নাই, বারবার শুধু মনে হচ্ছিল ছোট বাচ্চাগুলোকে বাঁচাতে হবে, আমাদের বন্ধুদেরকে বাঁচাতে হবে। আমরা কাঁদছিলাম আর বন্ধুদের পোড়া শরীর ভ্যানে তুলছিলাম।

এই তিনজনের বয়স আর কত হবে, খুব বেশি হলে ১২ কিংবা ১৩। ওদের বয়স হয়তো কম কিন্তু যে অসীম সাহসিকতার কাজ করেছে সেটা পাহাড়ের উচ্চতার চেয়েও বেশি।

সাহসী তো হবেই, ওরা যে মাহরীন, মাসুকাদের মতো সাহসী ম্যাডামদের স্টুডেন্ট। ম্যাডামদের কাছ থেকেই সাহস সঞ্চারিত হয়েছে স্টুডে

13/11/2024

Address

Kishoreganj

Telephone

+966578560630

Website

Alerts

Be the first to know and let us send you an email when Deeplines posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Deeplines:

Share